পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য X 8 * তাহারই বিবরণ পুনরুল্লেখ আবশুক। এই সময় "ভাঙ্গী সম্প্রদায়ের কতকগুলি অযোগ্য শাসনকর্তা লাহোরে আধিপত্য করিতেন, তাহাদের নিকট হইতে লাহোর অধিকার করাই রণজিৎ সিংহের প্রথম ও প্রাধান উদ্দেশ্য ছিল । সা জামানের প্রত্যাগমনের অব্যবহিত পরেই, রণজিৎ সিং বলে ও কৌশলে সা-জামান-প্রদত্ত ভূমি-সমূহ অধিকার করিলেন । লাহোর-রণজিৎ সিংহের রাজধানী বলিয়া পরিগণিত হইল। ‘কানিয়া’ ( গাণী ) সম্প্রদায়ের সাহায্যে তিনি অতি সহজেই "ভাঙ্গীগণকে পরাজিত করিলেন। ‘ভাঙ্গী গণ কাণ্ডরের নিজাম-উদ্দীন খার সাহায্য প্রাপ্ত হইয়াছিল ; কিন্তু যুদ্ধে পরাজিত হইয়া, তাহারা রণজিৎ সিংহের অধীনতা স্বীকার করিল। ১৮০১-২ খ্ৰীষ্টাব্দে সেই পাঠান অবিমূৰ্যকারিতার জন্য অনুতাপ করিতে লাগিলেন। র্তাহার দুর্গ অবরোধ ও ধ্বংস করা সুকঠিন হইলেও, পাঠান সেনাপতি জায়গীরদাররূপে রণজিৎ সিংহের অধীনতা স্বীকার করিলেন ; নবাধিপতির অধীনে স্বীয় সৈন্য পরিচালনা করাই শ্রেয় বলিয়া বিবেচিত হইল । বিবিধ প্রকারে সিদ্ধিলাভ করিয়া, রণজিৎ স্নানার্থ তারাণ-তরাণের পবিত্র সরোবরে গমন করিলেন। তথায় ফতে সিং আলহুওয়ালিয়ার সহিত র্তাহার সাক্ষাৎ হইল। পূর্বেই বর্ণিত হইয়াছে,—তিনি রণজিৎ সিংহের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে প্রস্তুত ছিলেন। এক্ষনে তাহারা উভয়ে বন্ধুত্ব-বন্ধনে আবদ্ধ হইয়া পরস্পর শিরস্ত্রাণ বিনিময় করিলেন। ইহাই বন্ধুত্ব-পরিচায়ক লৌকিক আচারনীতি বিশেষ,—ইহাই বন্ধুত্বের বা ভ্রাতৃত্বের নিদর্শন। দেশ-প্রসিদ্ধ শেষ ‘ভাঙ্গী সেনাপতির বিধবা স্ত্রীকে বঞ্চিত করিয়া, ১৮০২ খ্ৰীষ্টাবো সন্ধিবদ্ধ সর্দারগণ অমৃতসর অধিকার করিলেন। সমবেত আক্রমণে সমগ্র বিজিত রাজ্য বিজেতৃবৃন্দ বিভাগ করিয়া লইলেন । শিখরাজ্যের অন্যতর রাজধানীর অধিপতির অংশে অমৃতসর পড়িল। ১৮০৩ খ্ৰীষ্টাব্দে কটোচের অধিপতি সংসার চাদ, স্বীয় কল্পনা কার্ষে পরিণত করিতে চেষ্টান্বিত হইলেন । রাজ্যবৰ্দ্ধনের আশা বলবতী হওয়ায়, তদুদেশে জলন্ধরের অন্তর্গত উর্বর দোয়াব ক্ষেত্রের কতকাংশ অধিকারার্থে তিনি উপযুপরি দুইবার চেষ্টা করিলেন। কিন্তু রণজিৎ সিং এবং তাহার মিত্ররাজগণের আক্রমণে সংসার চাদ বিতাড়িত হইলেন। ১৮০৪ খ্ৰীষ্টাব্দে সংসার চাদ পুনরায় পার্বত্য-প্রদেশ পরিত্যাগ করিলেন ; হোসিয়ারপুর ও বিজোয়ারা অবরুদ্ধ হইল। কিন্তু রণজিৎ সিংহের উপস্থিতিতে তিনি পুনরায় প্রত্যাবর্তন করিতে বাধ্য হইলেন। ইহার অত্যন্ত্রকাল পরেই গুবদিগের সহিত তাহার যুদ্ধ আরম্ভ হইল ; গুখীগণ একটি নূতন জাতি ; তাহারা পূর্ব-পশ্চিমে বিস্তৃত সমগ্র হিমালয়-প্রদেশ জয় করিতে অভিলাষী হইয়াছিল।৩৫ oe tza-frafios "afo fir", e» qRr se es (Compare Murray's Runjeet Singh, p, 51, 55. ) আম্বালার রাজনৈতিক প্রতিনিধি, কাঁপ্তের মারে, এবং লুধিয়ানার রাজনৈতিক প্রতিনিধি ( Political Agent ) কাপ্তেন ওয়েড প্রত্যেকেই রণজিৎ সিংহের এক একখানি জীবনী লিখিয়াছিলেন। মারের গ্রন্থখানিতে কতকগুলি নোট সংযোজনা করিয়া ১৮৩৪ খৃষ্টাব্দে ভারত গবৰ্ণমেণ্টের সেক্রেটরী, খৰী প্রিন্সেফ, সংশোধিত ও পরিবর্ধিতরূপে তাহার মুদ্ৰণ-কাৰ্য সম্পাদন করেন। গ্রন্থকার কাপ্তেন