পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S (28 শিখ ইতিহাস নাই।°২ শিকরীর শিখ-সর্দার ইংরাজ দিগের যথেষ্ট উপকার করিয়াছিলেন ; পরে র্তাহাদের কার্যাবলী পুরস্কার-বৃত্তির যোগ্য বলিয়া বিবেচিত হয়। ৩ বিস্তু সন্ধি-স্বত্রে আবদ্ধ রাজ্যসমূহের প্রতিনিধিগণ দিল্লীর ইংরাজ কতৃপক্ষীয়দিগের নিকট প্রকৃত প্রস্তাব কোন নিশ্চয়তা প্রাপ্ত হইলেন না ; তথাপি র্তাহাঁদের মনে বিশ্বাস জন্মিল,—কার্যকালে র্তাহারা পরিত্যক্ত হইবেন না। এই ভ্রম-বিশ্বাসের বশবর্তী হওয়ায়, তাহাদিগকে বিশেষ ক্ষতিগ্রস্ত হইতে হইয়াছিল ; এমন কি, তাহদের ধ্বংস অনিবার্য হইয়া পড়িয়াছিল। ভয়-প্রশমনার্থ রণজিৎ সিং তাহাদিগের নিকট দূত প্রেরণ করিলেন ; তাহার সহিত যোগদান করিতে সর্দারগণ অনুরুদ্ধ হইলেন । রণজিৎ সিংহের আশ্বাস বাণীতে র্তাহার সকলেই প্রত্যাবর্তন করিয়া, সর্ব-সম্মানিত লাহোর-রাজ্যের সহিত আপনাপন বিরোধ'র বিষয়ের মীমাংসা করিতে দিল্লী পরিত্যাগ করিলেন ।56 ১৮•৫ খ্ৰীষ্টাব্দে যিনি গর্ভণর-জেনারেল ছিলেন, ভারতবাসীদিগের সম্বন্ধে তাহ’র কোন ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল না। যমুনার পূর্ব-তীরবর্তী রাজন্তবৃন্দের সহিত পূর্বে যে সন্ধি হয়, তিনি সেই সন্ধি-সর্ত ভঙ্গ করেন ; তাহারই কুটনীতির ফলে, যমুনা নদী— ইংরাজ রাজত্বের সীমা নির্ধারিত হয়। সা জামানের ভারত আক্রমণে, প্রায় তিন বৎসর কাল ভয়ের বিভীষণ মূর্তিতে এবং আশার ক্ষীণালোকে লোকের মন যুগপৎ অভিভূত এবং উত্তেজিত হইয়াছিল ; তদ্বিষয়েও গর্ভণর-জেনারেলের কোন জ্ঞান ছিল না । সারহিন্দের শিখগণ যদি লর্ড কর্ণওয়ালিশের আশ্রয় প্রার্থনা করিত, তাহা হইলে নিশ্চয়ই তিনি অস্বীকৃত হইতেন, এবং সেই অস্বীকার-সূচক চূড়ান্ত উত্তর প্রদান করিতেন। ১৮ ৮ খ্ৰীষ্টাব্দের প্রারম্ভে যে উৎসাহব্যঞ্জক উত্তর প্রদত্ত হয়, তাহাতে ত ভিনব বিপৎপাতের স্বত্রপাত হইতে থাকে। তৎকালে তাঁহাদের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইল যে, ফরাসী, তুর্কী এবং পারস্ত রাজন্তবৃন্দ একত্র মিলিত হইয়া সমগ্র ভারতবর্ষ অধীনতাপাশে আবদ্ধ করিবার উদ্যোগ করিতেছেন ; সেই বিশ্বাসের বশবর্তী হইয়া, নবাগত গর্ভণর জেনারেল যমুনার পর-পারস্থিত রাজন্তবৃন্দের সহিত সন্ধি স্থাপন করিয়াই নিরস্ত হইলেন না ; এমন কি, সিন্ধুনদ অতিক্রম করিয়া তত্ৰত্য সর্দারগণের সহিত সন্ধি-সূত্রে আবদ্ধ হইতে বাধ্য হইলেন ৪৫ নেপোলিয়নের ভারত-আক্রমণের অভিসন্ধি জানিয়া, আফগান ও শিখদিগের সহিত আত্মরক্ষণোপযোগী সন্ধিস্থাপন অনিবার্য হইয়া পড়িল । মিঃ এলফিনষ্টোন ৪২। ১৮-৮ খ্ৰীষ্টাব্দের ১৮ই জানুয়ারির একখানি দলিলে দ্রষ্টব্য। ৪৩ । ১৮৩৭ খ্ৰীষ্টাব্দের ১৯শে মে তারিপে অম্বিালার ক্লার্ক সাহেবের লিখিত দিল্লীর প্রতিনিধিৰ পত্র দ্রষ্টবলি ss I See “Murray's Runjeet Singh', p. 64, 65. st I fit anta (Mr. Auber, ‘Rise and Progress of the British Power in India’, ii, 461 ) এই তিন রাজার মিত্রতার বিষয় প্রথম নির্দেশ করেন ; ইহাতে সমগ্র হিন্দুস্থান ভয়ে ভৗত্ত হইয়াছিল।