পাতা:শিখ-ইতিহাস.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য :¢ፃ পুনরায় সন্ধি স্থাপনের অনিবার্য ভিত্তি অধিকতর দৃঢ় হইবে।” ১ যখন এইরূপ ব্যবস্থায় কার্যাবলীর অনুষ্ঠান হইতেছিল,তখন গবর্ণর-জেনারেল ইউরোপ হইতে এক সংবাদ প্রাপ্ত হইলেন। তাহাতে র্তাহার বিশ্বাস হইল যে, নেপোলিয়ন ভারত আক্রমণের সংকল্প পরিত্যাগ করিয়াছেন ; অথবা তিনি সেই অভিসন্ধি কার্যে পরিণত করিতে বিরত হইয়াছেন। তিনি যে ভাবে উদ্বেগুসাধনে বিরত হইয়াছেন, তাহাতে গবৰ্ণর-জেনারেল বুঝিলেন, আত্মরক্ষার জন্য-রাজ্য রাক্ষার উদ্ধেগু, আপাততঃ কোনরূপি সতর্কতা অবলম্বন অনাবশ্বক। ২ অতএব প্রচারিত হইল, রণজিৎ সিং যাহাতে শতদ্রুর দক্ষিণস্থ রাজ্যসমূহে অনধিকার প্রবেশ করিতে না পারেন—ইংরাজ গবর্ণমেণ্টের এক্ষণে তাহাই প্রধান উদ্দেশ্য ; সেই সকল রাজ্যের নিরাপদ-বিধানই ইংরাজদিগের একমাত্র কর্তব্য। ইউরোপীর শক্রর আগমনের সম্ভাবন না থাকিলেও, অন্যান্য কারণে দক্ষিণ-দেশবাসী শিখদিগকে আশ্রয় প্রদান করা যুক্তিসিদ্ধ বলিয়া অন্তমিত হইয়াছিল। তথাপি ও'হারা পুনঃপুনঃ জিদ করিতে লাগিলেন,—রণজিৎ সিং শতদ্রুর পশ্চিম তীরে তাঙ্গর সমস্ত সৈন্স লইয়া প্রত্যাগমন করিবেন; পরে তিনি যে রাজ্য অধিকার করিয়াছিলেন, তাহা তাহাকে প্রত্যাপণ করা হইবে ; কিন্তু প্রথমে তিনি যে সমুদায় রাজ্য জয় করিয়াছিলেন, সেগুলি পুন:-প্রাপ্ত হওয়া সম্বন্ধে মহারাজ কোনরূপ আগ্রহাতিশয্য প্রকাশ করিবেন না। পরন্তু সর্বপ্রকার সন্দেহের কারণ নিরাকরণার্থে সার ডেভিড অক্টারলোনি লুধিয়ানা পরিত্যাগ করিয়া সৈন্ত-সমভিব্যহারে প্রতাগমন করিতে পারিতেন ; এবং তথায় তিনি স্থায়ীরূপে সেনানিবাস স্থাপন করিয়া অবস্থান করিতে পারিতেন ৭৩ কিন্তু ইংরেজ সেনাপত্তি পূর্ববর্তী স্থানেই সেনানিবাস স্থাপনের উপযোগিতা বুঝাইতে লাগিলেন ; গবর্ণমেন্ট তাহাতে সম্মত হইলেন। তদনুসারে ইংরেজ গবর্ণমেণ্ট আপাততঃ কিছুকালের জন্ত পূর্বোলিখিত স্থানেই নোনিবাস স্থাপনের অনুমতি প্রদান করিলেন। এইরূপে লুধিয়ানায় ইংরেজদিগের একটি স্থায়ী সেনানিবাস স্থাপিত হইল, তৎসম্বন্ধে কেহই কোনরূপ বাধা প্রদান করিলেন না 78 ৫১। ১৮৮৯ খৃষ্টাব্দের ১৪ই ফেব্রুয়াবী সার ডেভিড অক্টারলোনি গবর্ণমেণ্টকে পত্র লেখেন ; এবং ঐ বৎসর ৩০শে জুলাই গবর্ণমেণ্ট সার ডেভিড অক্টারলোনিকে উত্তর প্রদান করেন ; এস্থলে তাহাই gèas of so on. (Adventure in the Punjab, p. 31. note g) Ata stää মেটকাফ অপরাপর রাজ্যের বিষয়ও জানিতে চেষ্টত হইয়াছিলেন। তিনি মহারাজকে বলিয়াছিলেন, ইংরাজদিগের তাৎকালিক দাবীকৃত বিষয়ে স্বীকৃত হইলে, মহারাজ যে অন্ত কোন স্থানে অধিকারপ্রবেশ কবিবেন না, সর্ব বিষয়েই যে নিরপেক্ষ থাকিবেন,—তৎসম্বন্ধে ইংরাজদিগকে নিশ্চয়তা প্রদান করা হয়। ৫২। ১৮৯৯ খৃষ্টাব্দের ৩১শে জানুয়ারী, সার ডেভিড অকটারলোনির নিকট গবর্ণমেন্ট এক পত্র প্রেরণ করেন। এস্থলে তাহাই দ্রষ্টব্য। ৫৩। ১৮৯৯ খৃষ্টাব্দের ৩৭শে জানুয়ারী, ৬ই ফেব্রুয়ারী এবং ১৩ই মার্চ, স্তার ডেভিড অক্টারলোনিকে গবর্ণমেণ্ট পত্র লেখেন। তাঁহাই দ্রষ্টব্য। es। ১৮৯৯ খৃষ্টাব্দের ৬ই মে, সার ডেভিড অক্টারলোনি গবর্ণমেন্টকে এবং ১৮১৯ খৃষ্টাব্দের ১৩ই জুন, গবৰ্ণমেন্ট সার ডেভিড অক্টারলোনিকে পত্র লেখেন। তাহাতে এ বিষয়ের উল্লেখ আছে।