পাতা:শিখ-ইতিহাস.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' Φίσ’ শিখ-ইতিহাস ১৮০১ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে স্তার ডেভিড অক্টারলোনি এক ঘোষণা পত্র প্রচার করিলেন। তাহাতে প্রচারিত হইল,—শতদ্রুর পূর্বতীরবর্তী সমুদ্রয় রাজ্য ইংরেজদিগের আশ্রয়াধীন ; তাহার সেই সমুদয় রাজ্যের রক্ষণাবেক্ষণ করবেন। লাহোরাধিপতি সেই সকল রাজ্য অযথা আক্রমণ করিলে, ইংরেজ গবর্ণমেণ্ট তদ্বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিবেন ॥৭৫ রণজিৎ সিং তখন বুঝিলেন,- ইংরেজ গবর্ণমেণ্ট সত্য সতই তাহার সহিত বিবাদে প্রবৃত্ত হইতে অভিলাষী। র্তাহার ভয় হইল, পাছে পঞ্জাবের অপরাপর স্বাধীন রাজগণ, ইংরেজগবর্ণমেণ্টের অধীনতা স্বীকার করিতে উদ্বুদ্ধ হন, এবং ইংরেজ গবর্ণমেণ্ট সন্তুষ্টচিত্তে তাহাদিগকে আশ্রয় প্রদান করেন। তিনি দেখিলেন,—তাহাতে র্তাহার সাম্রাজ্য-গঠনের সমুদয় আশা-ভরসা সমূলে নিৰ্ম্মল হইবে। তদ্বিষয় চিন্তা করিতে করিতে তিনি বিচক্ষণতার সহিত এক মন্ত্রণ স্থির করিলেন । প্রয়োজনানুরূপ, তিনি সমস্ত সৈন্য লইয়া প্রস্থান করিলেন ; তাহার শেষ-বিজিত রাজ্যসমূহ পরিত্যক্ত হইল। ১৮৭১ খ্ৰীষ্টাব্দের ২৫শে এপ্রিল, লাহোরের একমাত্র অধিপতি অমৃতসরের এক সন্ধি পত্রে স্বাক্ষর করিলেন। স্থির হইল,—শতদ্রু নদীর দক্ষিণে যে সমুদয় রাজ্য পূর্বে তিনি অধিকার করিয়া ছলেন, তৎসমুদয় তাহার অধিকারেই থাকিবে ; কিন্তু ভবিষ্যতে র্তাহার রাজ্যলালসা শতদ্রু নদীর উত্তর এবং পশ্চিমাভিমুখে সীমাবদ্ধ হইল। তিনি তদেশবর্তী সমুদয় রাজ্য অধিকার করিতে পারিবেন ; কিন্তু সেই সীমা অতিক্রম করিতে পারিবেন না।৫৬ এই সময় শতদ্রু ও যমুনার মধ্যবর্তী কতকগুলি শিখ এবং হিন্দু ও মুসলমান রাজা, ইংরেজদিগের আশ্রয় গ্রহণ করিলেন ; তাহারা ইংরেজদেগের আশ্রিত বলিয়া প্রচারিত হইলেন। বিদেশীর শত্রুর আক্রমণ হইতে র্তাহারা কি কি সর্তে আশ্রয় প্রাপ্ত হইলেন, এক্ষনে সেই বিষয়ের মীমাংসা আবশ্বক হইল। সার ডেভিড অক্টারলোনি প্রতিপন্ন করিলেন,—যখন সর্দারগণ প্রথমে ইংরেজের আশ্রয় প্রার্থনা করেন, তখন ইংরেজদিগের প্রতি র্তাহাদের যে বিদ্বেষ ভাব ছিল, রণজিৎ সিংহের আক্রমণ ভয়ে তাহা বিদ্বরিত হইয়াছিল। তখন হয়ত তাহারা যে কোন প্রস্তাবিত সর্তে সম্মত হইতেন ; এমন কি, রীতিমত রাজস্ব প্রদানের অঙ্গীকার করিতেও তাহারা পশ্চাদপদ হইতেন না।** যখন সেই সর্দারগণ প্রথমে প্রস্তাব উত্থাপন করেন, তখন ইংরেজ গবর্ণমেণ্ট তাঁহাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছিলেন। লাহোরে তৎকালে যে দূত প্রেরিত হয়, তাহার দোঁত-কার্ধে সর্দারগণ এক নূতন শিক্ষা প্রাপ্ত হইয়াছেন; ইংরাজদিগের আশ্রয় গ্রহণ, তাহারা আর মুখ্য উদ্দেশু বলিয়া মনে করেন না। তাঁহাদের আশ্রয় এক্ষণে অপ্রধান es , si\w •ifèfè gè<J 1 (See Appendix, No viii.) ৫৬। নবম পরিশিষ্টে সন্ধিপত্র দ্রষ্টব্য। মারে বিরচিত রণজিৎ সিং ৬৭ এবং ৬৮ পৃষ্ঠা। (Compare Murray's ‘Runjeet Singh, p. 67.78) ৫৭। ১৮৩৯ খৃষ্টাব্দের ১৭ই মার্চ তারিখে, সার ডেভিড অক্টারলোনি গবর্ণমেণ্টকে এক পত্র প্রেরণ काब्रन। ७इtज उiशंई अडेवा ।