পাতা:শিখ-ইতিহাস.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ৰষ্ঠ পরিচ্ছেদ রণজিৎ সিংহের প্রাধান্য প্রতিষ্ঠা হইতে মূলতান, কাশ্মীর এবং পেশোয়ার বিজয়। ১৮০৯–১৮২৩-২৪ ৷ [ রণজিৎ সিংহ এবং ইংরাজদিগের পরস্পর অবিশ্বাস ক্রমশঃ বিদূরিত হইল ;-রণজিৎ এবং গুর্থীগণ ; —রণজিৎ সিং এবং কাবুলের ভূতপূর্ব সম্রাটগণ –রণজিৎ সিং এবং কাবুলের উজীর ফতে খা ; রণজিৎ সিং বা সা স্বজা কেহই কাশ্মীর অধিকার করিতে সমর্থ হইলেন না ;–ফতে খার নিধনসাধন –রণজিৎ সিংহের মুলতান আক্রমণ, পেশোয়ার লুণ্ঠন, কাশ্মীর অধিকার এবং সিন্ধু তীরস্থিত ‘ডেরাজাত' প্রদেশ রাজ্যভুক্ত করণ –আফগানদিগের পরাজয়, পেশোয়ার হইতে রীতিমত রাজস্ব গ্রহণ ;-কাবুলের মহম্মদ আজিম খী এবং কটোচের সংসার চাদের মৃত্যু —রণজিৎ সিংহের অপ্রতিহত ক্ষমতা ও প্রভূত্ব-প্রতিষ্ঠা ; —১৮১৮-২১ খৃষ্টাব্দে সা-স্বজা কর্তৃক ভারত আক্রমণ –নাগপুরের আপ্পা সাহেব ;–পরিব্রাজক মূৰ্ব্বক্ৰফট ;-রণজিৎ সিংহের শাসন-প্রণালী, রণজিৎ সিংহের ক্রটি-বিচূতি এবং শিখদ্বিগের পাপাচার – রণজিৎ সিংহের অনুগ্রহভাজন ব্যক্তিগণ এবং তাহার বিশ্বাসী ভূত্য বা কর্মচারিগণ ।] বৃটিশ গবর্ণমেণ্ট, রণজিৎ সিংহের সহিত সন্ধি স্থাপন করিলেন। দেশে শাস্তি স্থাপিত হইল ; রণজিৎ সিং মিত্রত-স্বত্রে আবদ্ধ হইলেন। লোকের মনে সহজে বিশ্বাস বদ্ধমূল হয় না ; ক্রমবদ্ধিষ্ণু পাদপের ন্তায় বিশ্বাস অতি ধীরে ধীরে জন্মিয় থাকে। বাহিক বাদপ্রতিবাদে সন্দেহ এবং অবিশ্বাস সচরাচর বিদূরিত হয় না। মহারাজের সহিত যখন সন্ধি স্থাপনের আয়োজন চলিতেছিল, তখন ইংরাজ-কর্তৃপক্ষগণ নিশ্চিতরূপে জানিতে পারিলেন, মহারাজ সিন্ধিয়ার নিকট সন্ধি-প্রস্তাব উত্থাপন করিয়াছেন। তাহার রাজধানী লাহোরে কয়েক বৎসর ধরিয়া গোয়ালিয়র, হোলকার এবং আমীর র্থ প্রভৃতির প্রতিনিধিগণ প্রকাগুভাবে যাতায়াত করিতে লাগিলেন । * তদ্বিষয় সকলেরই নয়নপথে পতিত হইল। পঞ্জাব এবং দক্ষিণাত্যের বিভিন্ন জাতি একতা-স্বত্রে আবদ্ধ হইয়৷ বিদেশীয় বিজেতু-বৃন্দকে বিতাড়িত করিতে উদ্বুদ্ধ হইবে,—র্তাহাদের প্রভুগণ বহু কাল সেই আশার কুহকে মুগ্ধ হইয়া কালযাপন করিলেন। ইংরেজ শাসনকর্তৃগণের আরও বিশ্বাস জন্মিল, —সায়হিন্দের শিখগণ যাহাতে ইংরাজদিগের অধীনতা-পাশ ছিন্ন করিয়া তাহার পক্ষ

  • ১। ১৮৯৯ খৃষ্টাব্দের ২৮শে জুন, দিল্লীর রেসিডেন্ট, স্তার ডেভিড অক্টারলোনির বরাবর সেই মর্মে

এক পত্র প্রেরণ করেন । ২। ১৮৯৯ খৃষ্টাব্দের ১৫ই অক্টোবর, স্তার ডেভিড অকুটারলোনি, গবৰ্ণমেন্টের বরাবর সেই মর্মে BB BBBS BB BBA DDDBD DS DD DD BBB BDD HA SDDD DD DBB DDDD এবং ২২শে অক্টোবরের পত্র দ্রষ্টব্য । -