পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্য প্রতিষ্ঠা هوا (ه পুনরায় ইংরাজদিগের সাম্য-নীতির গভীর সমালোচনা আরম্ভ করিলেন ;–তাঁহাদের পরামর্শের স্থির অনুধাবনে প্রবৃত্ত হইলেন । ফরাসী এবং পারস্ত সম্রাটের আক্রমণ আশঙ্কায়, তাহাদিগের গতি প্রতিরোধের জন্য মিঃ এলফিনষ্টোন কাবুলের সম্রাট, স' সুজার সহিত সন্ধি স্থাপন করিলেন । সন্ধি স্থাপনের অব্যবহিত পরেই সা সুজার ভ্রাতা র্তাহাকে সিংহাসনচু্যত করিয়া কাবুলের সম্রাট-পদে অভিষিক্ত হইলেন। সা স্বজা তাহাকেই প্রথমে রাজ্যচু্যত করিয়াছিলেন। তিনি স্বচতুর মন্ত্রী, ফতে থার হস্তে সমস্ত রাজ্যভার অর্পণ করিয়াছিলেন, এবং সেই দক্ষ মন্ত্রী ফতে খ রাজ-কার্য পরিচালনা করিতেছিলেন । তৎকালে মহারাজ ভূজিয়াবাদে ছিলেন ; তত্ত্বেত্য শিখ-সর্দার এই সময়ে মৃত্যুমুখে পতিত হন। মৃত শিখের পরিবারবগকে বঞ্চিত করিয়া, সেই স্থান অধিকার করাই তাহার উদ্দেশ্য। তৎকালে তিনি জানিতে পারিলেন, সা স্বজা পুর্বাভিমুখে অগ্রসর হইতেছেন। সা স্বজার বিশ্বাস ছিল,—কোন না কোন মিত্ররাজ তাহাকে সাহায্য প্রদান করিবেন ; কিন্তু তদ্বিষয়ে তিনি কোনরূপ নিশ্চয়তা প্রাপ্ত হন নাই। সা জামানের নিকট রণজিৎ সিংহ, রাজধানী লাহোর নগরী দানস্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন । সেই লাহোর সম্বন্ধে তিনি যেরূপ কার্যের অকুষ্ঠান করিয়াছিলেন, এক্ষণে সে সকলই তাহার মনে উদয় হইল । তাহার মনে ভয় হইল, মুষ্টিমেয় সৈন্তের বিনিময়ে সমগ্র পঞ্জাব ইংরাজদিগের হস্তে সমপিত হইবে। তজ্জন্য তিনি শ্রেষ্ঠ রাজশক্তির একজন প্রতিনিধিকে আপন আয়ত্তাধীনে রাখিতে চেষ্টত হইলেন ১৩। মুলতান এবং কাশ্মীর পুনরুদ্ধার-কল্পে সাহায্য প্রদান করিবেন, প্রস্তাব করিয়া, রণজিৎ সিং সেই ভূতপূর্ব সম্রাটের মনোরঞ্জন করিতে লাগিলেন । রণজিৎ সিং বলিলেন,—হিন্দুস্থান অভিমুখে অধিক দূর অগ্রসর হইতে হইলে, সম্রাটের বিশেষ কষ্ট হইবে ; সুতরাং তাহার পথশ্রম নিবারণার্থ রণজিৎ সিং স্বয়ং তাঁহাকে অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। ১৪ সাহিওয়ালে তাহাঁদের পরস্পর সাক্ষাৎ হইল ; কিন্তু কোন ব্যবস্থা-বন্দোবস্ত স্থির-নিৰ্দ্ধারিত হইল না । তখন সিদ্ধি-লাভের আশা, সা'র মনে জাগরিত হইল ; তিনি কতকটা আশান্বিত হইলেন। রণজিৎ সিহের অকপটতায় তাহার অবিশ্বাস জন্মিল ; সা র্তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে পারিলেন না। ১৫ তাহদের সর্বপ্রকার সম্বন্ধু-বন্ধন বিচ্ছিন্ন হইল ; কিন্তু তত্ৰাচ সন্ধি-স্থাপনের সম্ভাবনা ছিল। কিন্তু মহারাজ তৎপ্রতিক্ষয় অার কালব্যয় না করিয়া ১৩ । ১৮৩৯ খৃষ্টাব্দের ১০ই এবং ৩০শে ডিসেম্বর স্যার ডেভিড অক্টারলোনি, গবর্ণমেন্টকে যে পত্ৰ লেখেন, তাহাতে এ বিষয়ের উল্লেখ আছে। : ১০ । ১৮৭৯ খৃষ্টাব্দের ৭ই, ১•ই, ১৭ই ও ৩•শে ডিসেম্বর এবং ১৮১৯ খৃষ্টাব্দের ৩০শে জানুয়ারী, গবর্ণমেণ্টের বরাবর স্যার ডেভিড অকটালোনির পত্র দ্রষ্টব্য। de i zil gasta nfis-5f5, stqat Nogta 1 ( Shah Shooja's Autobiography, chap. xxii.) sve» sištva "sforista »fijo for ušu i (Calcutta Monthly Magazine) সার আস্বচরিত কখনও পুনর্লিখিত হয় নাই। কিন্তু প্রকৃতপ্ৰস্তাৰে আদিগ্রন্থ সংশোধিত ও পরিবর্তিত हरैग्नांझिल।