পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* У Q o শিখ-ইতিহাস প্রত্যাবর্তন করিলেন ; সম্রাটের নাম করিয়া, তিনি মুলতান সমর্পণের জন্য জিদ করিতে লাগিলেন । কিন্তু সেই স্থান অধিকার করাই, তাহার প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল । সেই দুগ" প্রাচীর ধ্বংসের জন্য লাহোর হইতে রণজিৎ সিং জেম জেম’ বা ‘ভাঙ্গী টোপী” নামক প্রসিদ্ধ কামান আনয়ন করিয়াছিলেন। কিন্তু তাহার সকল চেষ্টা—সকল উদ্যম, ব্যর্থ হইল। বিফলমনোরথ হইয়া তিনি এপ্রিল মাসে তথা হইতে প্রত্যাবৃত্ত হইলেন ; তাহার সকল গর্ব খর্ব হইল ; একলক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করিয়া তিনি দুঃখে ও ক্ষোভে তথা হইতে ফিরিয়া আসিলেন ১৬ এই সময়ে, গবর্ণর-জেনারেল কলিকাতায় ছিলেন ; তত্ৰত্য শাসনকর্তা মজঃফর খার সহিত র্তাহার পত্রাপত্ৰ চলিতেছিল । রণজিৎ সিংহ তাহাতে বড় ভাত হইলেন। র্তাহার মনে হইল,—মজঃফর খাঁ, ইংরাজদিগের নিকট বস্ততা স্বীকারের প্রস্তাব করিলে,ইংরাজগণ র্তাহার সে প্রস্তাব গ্রহণ করিবেন। স্বতরাং তিনি সার ডেভিড অকটারলোনির নিকট এক প্রস্তাব উত্থাপন করিলেন ;–র্তাহাদের মিত্রতা স্বত্রে-আবদ্ধ শক্তিদ্বয় একযোগে মুলতান আক্রমণ করিবেন ; সেই বিজিত রাজ্য পরে উভয়-পক্ষ সমভাগে বিভাগ করিয়া লইবেন । * তখন তাহাদিগের মনে হইল, রণজিৎ সিং ইংরাজদিগের ন্যায় অবরোধ-প্রণালী জানিতেন না ; সুতরাং তিনি ইংরাজদিগের নিকট অবরোধকারী সৈন্ত এবং আগ্নেয় অস্ত্রাদির সাহায্য প্রার্থনা করিয়াছেন। শতদ্রু নদী, উভয় রাজ্যের দক্ষিণ সীমা নির্দিষ্ট হইয়াছিল ; উত্তরদিকেও সেই নদী রাজ্যের নির্দিষ্ট সীমা মধ্যে পরিগণিত কি না, রণজিৎ সিং ত"হাই জানিতে ইচ্ছা করিয়াছিলেন । কিন্তু রণজিৎ সিংহ কিছু তিরস্কৃত হইলেন। ইংরাজগণ রণজিৎ সিংহকে জানাইলেন,— ইংরাজগণ বিন! কারণে, বা বিনা অপরাধে কাহাকেও কখনও আক্রমণ করেন না । কিন্তু অন্ত পক্ষে তাঁহাদের পত্রাপত্রের মর্ম অন্য রূপ ছিল । তাহাতে রণজিৎ সিংহের বিশ্বাস হইল,—মুলতান আধকার সমন্ধে তাহাকে কেহই বাধা প্রদান করিবেন না।১৮ রণজিৎ সিংহের সহিত সাক্ষাৎকার লাভের পর, সা স্বজা আটক অভিমুখে অগ্রসর হষ্টলেন । তৎকালে কাশ্মীরের রাজার বিরুদ্ধে তাহার ভ্রাতা অস্ত্র-ধারণ করিয়াছিলেন। সেই বিদ্রোহী ভ্রাতার সাহায্য প্রাপ্ত হইয়া, সা স্বজ সিন্ধুনদ অতিক্রম করিলেন। ১৮১• ১৬। ১৮১৭ খৃষ্টাব্দের ২৯ মার্চ ও ২৩শে মে তারিখে সার ডেভিড অকটারলোনি গবর্ণমেণ্টকে যে পত্র লিখিয়াছিলেন, তাহাতে এই বিষয়ের উল্লেখ আছে। শেষোক্ত খানিতে প্রকাশিত হয় —দুই লক্ষ, e • হাজার টাকা প্রদত্ত হইয়াছিল। কাপ্তেন মারে বলেন, ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রদানের প্রস্তাব হয়। এস্থলে তাহার কথাই উদ্ধত হইল । ১৭। ১৮১৯ খৃষ্টাব্দের ২৩শে জুলাই এবং ১৩ই আগষ্টের পত্র। গবর্ণমেণ্টের নিকট সার ডেভিড অকটাক্কানি সেই পত্র প্রেরণ করেন। ১৮। ১৮১৯ খৃষ্টাব্দের ২৯শে মার্চ এবং ১১ই সেপ্টেম্বর, স্যার ডেভিড অকটারলোনি গবর্ণমেন্টকে এবং ১৮৪১ খৃষ্টাব্দের ২৫শে সেপ্টেম্বর গবর্ণমেণ্ট সার ডেভিড কটারলোনিকে পত্র প্রেরণ করেন। তাহাতে এই বিষয়ের বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। মারে-বিরচিত রণজিৎ সিং" ৮°, ৮১ পৃষ্ঠা দ্রষ্টব্য। (Compare Murray's "Runjeet Singh,” p. 80.81.)