পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা »ፃ » খ্ৰীষ্টাব্দের মার্চ মাসে সমগ্র পেশোয়ার তাহার অধীনতা-পাশে আবদ্ধ হইল। প্রায় ছয় মাস কাল ঐ স্থান র্তাহার অধিকারে ছিল। পরে উজিরের ভ্রাতা মহম্মদ আজম খাঁ কর্তৃক । বিতাড়িত হইয়া, তিনি দক্ষিণাভিমুখে পলায়ন করিতে বাধ্য হইলেন। অতঃপর তিনি মুলতানের শাসনকর্তার সাহায্য প্রার্থনা করেন ; কিন্তু শাসনকর্তা তাহাকে মুলতান প্রবেশ করিতে নিষেধ করিলেন । তদনুসারে তিনি কয়েক মাইল দূরে শিবির সংস্থাপন করিয়t. অবস্থান করিতে লাগিলেন ; তৎকালেও মুলতানের শাসনকর্তা তাহার সহিত সদ্ব্যবহার করিলেন না। অতঃপর পুনরায় তিনি উত্তরাভিমুখে অগ্রসর হইলেন । তৎকালে সর্বত্রই মামুদের অসংখ্য শত্রু বিদ্যমান ছিল ; তজ্জন্ত তিনি দ্বিতীয়বার পেশোয়ার অধিকারে সমর্থ হইলেন। পেশোয়ার অধিকার কালে দুইটি যুদ্ধ হয় ; একটিতে তিনি পরাজিত হন, অপরটিতে তিনি জয়লাভ করেন। তৎপর পেশোয়ার তাহার অধীনতা পাশে দ্বিতীয়বার আবদ্ধ হয়। কিন্তু যাহারা তাহাকে সাহায্য করিয়াছিল, এক্ষণে তাহারা সকলেই সম্রাটের প্রতি সন্দিহান হইতে লাগিল। তাহারা মনে করিল,—সম্রাট সী স্বজী, উজির ফতে খfর সহিত ষড়যন্ত্রে প্রবৃত্ত হইয়াছেন। অথবা, রণজিৎ সিংহের পদাঙ্ক অনুসরণ করিয়া, তাহারা সা স্বজাকে বন্দী করিতে মনস্থ করিল। ১৮১২ খ্ৰীষ্টাব্দে, আটকের শাসনকর্তা জেহান-দাদ-খ। সা-স্বজাকে বন্দী করিলেন ; প্রথমে সাঁকে আটকের ছগে কিছুকাল রাখিয়া, পরে তাহাকে তিনি কাশ্মীরের দুগে প্রেরণ করিলেন । তথায় সা প্রায় এক বৎসরের অধিক কাল বন্দী অবস্থায় বাস করিতে লাগিলেন ।** রণজিৎ সিং মুলতান অধিকারে অসমর্থ হইলেন। সেই অকৃতকার্যতায় ভগ্ন-মনোরথ হইয়া, রণজিৎ সিং এবং তাহার মন্ত্রী মোকুম চাদ প্রাস্তর-ভূমির ভিন্ন ভিন্ন বহুসংখ্যক শিখ এবং মুসলমান সর্দারদিগকে দৃঢ়রপে অধীনতা-পাশে আবদ্ধ করিতে ব্যাপৃত হইলেন। তিনি, ভিস্বার, রাজাওরি এবং অন্যান্য স্থানের পার্বত্য-রাজগণকে শৃঙ্খলাবদ্ধ রাখিতে চেষ্টা করিতে লাগিলেন। ১৮১১ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে মহারাজ, বিত্তস্তা এবং সিন্ধুনদের মধ্যবর্তী লবণ খনিতে উপনীত হইলেন। সা মামু সিন্ধুনদ অতিক্রম করিয়াছেন সংবাদ পাইয়া, রণজিৎ সিং সৈন্ত সমভিব্যাহারে রাওয়ালপিণ্ডি অভিমুখে গমন করিলেন। তাহার ১৯ | ১৮১• খৃষ্টাব্দের ১০ই জানুয়ারী, ২৬শে ফেব্রুয়ারী, এবং ১৮১২ খৃষ্টাব্দের ২৭শে এপ্রিল, সার ডেভিড অকটারলোনি গবর্ণমেন্টের বরাবর যে পত্র প্রেরণ করেন, এস্থলে তাঁহাই দ্রষ্টব্য। ১৮৩৯ খৃষ্টাব্দে,SDDBBB DBBBB BBDD DH DDB BBBDBB DBBBB BBB DB BBBB BBBB BBBS প্রকাশিত হয় ; গুtহাতে এ সম্বন্ধে অনেক বিবরণ পাওয়া যায়। (Shah Shooja's Autobiography, ch. xxiii-xxv. in the Calcutta Monthly Journal for 1839). Mito-fassw. "x"fnsfr', a», vo, »s ši gèŋ 1 ) “Murray's Runjeet Singa" p. 79. 87. 92.) ১৮১০-১১ খৃষ্টাব্দে সা স্বজ। দ্বিতীয়বার মূলতানে উপস্থিত হন । এই ঘটনা মারের বর্ণনা অনুসারে প্রদত্ত হইল। মুলতান অধিকারের উদ্যোগ সম্বন্ধে সা স্বজা আল্পচরিতে কিছুই উল্লেখ করেন নাই। তবে সিন্ধুনদের ডেরাজাত প্রদেঙ্গ অর্থাৎ ডেরা-ইন্মাইলশ্ব প্রভৃতি স্থানে গমনের বিষয় তিনি স্বীকার, क्षद्विश्वणिाश्त्र ।