পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኃፃ8 শিখ-ইতিহাস কিন্তু মহারাজ সম্পূর্ণরূপে হতাশ হইলেন না। তিনি যে সকল উপায় অবলম্বন করিয়াছিলেন, সে সকল একেবারে নিফল হয় নাই। মামুদের সৈন্যদল কাশ্মীরে পুনঃপুনঃ জয়লাভ করায়, আটকের রাজদ্রোহী শাসনকর্তা বিশেষ ভৗত হইয়াছিলেন। স্বতরাং অতি সহজেই তিনি রণজিৎ সিংহকে আটকের দুর্গ সমর্পণ করিতে বাধ্য হইলেন । এই অভাবনীয় অনুষ্ঠানে, ফতে খ নিরতিশয় ক্রুদ্ধ হইয়া উঠিলেন। নির্লজ্জ প্রতারক বলিয়া তিনি মহারাজের প্রতি দোষারোপ করিতে লাগিলেন। সা স্বজার সহিত নূতন সন্ধি-স্বত্রে আবদ্ধ হইবেন—সেই ভাব প্রকাশ করিয়া, ফতে খ মহারাজকে ভয়-প্রদর্শনের চেষ্টা করিলেন । মহারাজ আপন শক্তি সামর্থের প্রতি দৃঢ়বিশ্বাসী ছিলেন। ১৮১৩ খৃষ্টাব্দের ১৩ই জুলাই আটকের সন্নিকটে ঘোরতর যুদ্ধ হইল । সেই যুদ্ধে কাবুলের উজীর এবং তাহার ভ্রাতা দোস্ত মহম্মদ, মোকুম চাদ পরিচালিত শিখ-সৈন্তের নিকট সম্পূর্ণরূপে পরাজি ও হইলেন।২৩ সা সুজাকে লাহোরে বন্দী করিয়া, মোগল সিংহাসনের শোভাসম্বর্ধনকারী উজ্জল রত্ন জগদ্বিখ্যাত হীরকখণ্ড কোহিন্থর অধিকার করিতে রণজিৎ সিং সমধিক উৎসুক হইয়া উঠিলেন। নানা প্রকার ভাণ করিয়া সম্রাট প্রথমতঃ তাহার সমস্ত দাবীকৃত বিষয় কিছুকাল উপেক্ষা করিতে লাগিলেন। এমন কি, পরিমিত পরিমাণে অর্থ প্রদান করিতেও স্বীকৃত হইলেন না। অবশেষে মহারাজ স্বয়ং সার সহিত সাক্ষাৎ করিলেন ; উভয়ের পরস্পর শিরস্ত্রাণ বিনিময় করিলেন ; রণজিৎ সিংহের হস্তে হীরকখণ্ড সমৰ্পিত হইল। সম্রাট আপন গ্রাসাচ্ছাদনের জন্য পঞ্জাবে একটা জায়গীর প্রাপ্ত হইলেন ; এবং কাবুলের পুনরুদ্ধারকল্পে রণজিৎ সিং, সা স্বজাকে সাহায্য করিতে প্রতিশ্রত হইলেন।২° অতঃপর ফতে খার কার্যকলাপ পর্যবেক্ষণ মানসে রণজিৎ সিং সিন্ধুনদ অভিমুখে গমন করিলেন। তৎকালে ফতে খ মহম্মদের প্রভুত্ব দৃঢ়বদ্ধ করিতেছিলেন। কাশ্মীর অধিকারকল্পে DB SBDD DB BBBBBB BB S BB BBBB SBBBBS BBBBB BBBD SLLLLLLLL LLLLLLLL Singh, p. 92,95: Sir David Ochterlony to Government 4th viarch, 1813; and Shah "Shooja's Autobiography" ch. xxw.) Rol Toi o offers for', at # 1 ( urray's Runjeet Singh', p. 95.) >vo খৃষ্টাব্দের ১লা জুলাই গবর্ণমেণ্টের বরাবর সার ডেভিড অকটারলোনির পত্র। Rs 1 with Fe "atfors for " >e oil (Murray's “Runjeet Singh,” p,95) of quita “stomEffs.” »eft" zostw i (Shah Shooja's "Autobiography’. ch xxv.) ১৮১৩ খুষ্টাব্দের ১৬ই এবং ২৩শে এপ্রিল সায় ডেভিড অকটারলোমি গবর্ণমেন্টকে এবং ১৮১৩ খৃষ্টাব্দের ১৬ই অক্টোবর দিল্লীর রেসিডেন্টকে পত্র প্রেরণ করেন। হীরকখও প্রাপ্ত হইতে, রণজিৎ সিং ষে সকল উপায় অবলম্বন করেন, সা সে সকলই বর্ণনা করিয়াছেন। মারের বিবরণ অপেক্ষ সেই বিবরণই রণজিৎ সিংহের পক্ষে বিশেষ অনুকূল। সা প্রথমতঃ এক লক্ষ টাকার একটি জায়গীর চাহিয়াছিলেন ; কিন্তু ৫• হাজার টাকার একটি জায়গীর তিনি প্রাপ্ত হন। কিন্তু সে জায়গীরে তিনি সম্পূর্ণ অধিকার প্রাপ্ত হন নাই ; সম্পূর্ণ অধিকার প্রাপ্তির কোন আশাও তিনি করেন নাই।