পাতা:শিখ-ইতিহাস.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা ›ፃ> কিছু গfবত হইলেন ; কিন্তু তিনি যে আশানুরূপ ধনসম্পত্তি প্রাপ্ত হন নাই, সে জন্ত মহারাজ অন্থযোগ করিয়াছিলেন ।৩৯ সেই বৎসরই, ১৮১৮ খ্ৰীষ্টাব্দে নামমাত্র শাসন-কর্তী, মামুদের পুত্ৰ কামরাণ কতৃক কাবুলের উজীর ফতে খ নিহত হইলেন। পারস্ত সৈন্য তৎকালে হিরাট আক্রমণ করিয়াছিল ; তাহাদিগকে দমন করিতে উজীর হিরাটে গমন করেন, র্তাহার ভ্রাতা দেস্তি মহম্মদ র্তাহার সঙ্গে ছিলেন। জয় সিং আতারিওয়ালা নামক একজন শিখ রাজাও তাহাদের অমৃগমন করেন ; তখন জয় সিং অসন্তুষ্ট হইয়া, পঞ্জাব পরিত্যাগ করিয়াছিলেন। ফতে র্থ কৃতকার্য হইলেন ; বিশিষ্ট উপায় নিৰ্দ্ধারণের জন্য সকলেই তাহাকে প্রশংসা করিতে লাগিলেন। তখন আমেদ সার বংশধর হিরাটে রাজত্ব করিতেন। ফতে খ হিরাট অধিকার করিতে উৎসুক হইলেন। দোস্ত মহম্মদ এবং তাহার শিখ বন্ধু তথা হইতে সেই যুবক শাসন-কর্তাকে বিতাড়িত ও রাজ্যচু্যত করিতে নিযুক্ত হইলেন দোস্ত্য মহম্মদ কিছু নৃশংসতা সহকারে আপন উদ্দেশু সাধন করিলেন ; একটি রাজবংশীয় রমণীর অঙ্গ হইতে রত্ন উন্মোচন কালে, সৈন্যগণের ব্যস্ততায় রমণীর অঙ্গ স্পৃষ্ট হইল। ভগিনীর প্রতি এইরূপ অপমানে কামরাণ স্বীয় বংশের চিরশত্রুর হস্ত হইতে মুক্তিলাভের জন্য এই এক কারণ প্রাপ্ত হইলেন। প্রথমতঃ, ফতে খাঁর চক্ষু দুইটি উৎপাটিত হয় ; পরে তাঁহাকে নিহত করা হইল। বস্তুতঃ, এই পাপাচরণে আমেদ সার উত্তরাধিকারিগণ হিরাট পুনরায় প্রাপ্ত হন বটে, কিন্তু কিছুদিনের জন্য র্তাহার রাজ্যচু্যত হইয়াছিলেন। এক্ষণে র্তাহারা সম্ভবতঃ অপরাপর সকল রাজ্যের অধিকার-লাভেই বঞ্চিত হইলেন । কাশ্মীর শাসনের ভার স্বীয় ভ্রাতৃগণের মধ্যে জব্বর খাঁর হস্তে ন্যস্ত করিয়া, মহম্মদ আজম খাঁ কাশ্মীর হইতে আগমন করিলেন। প্রথমতঃ, তিনি সা-স্বজাকেই সিংহাসনে পুনঃ প্রতিষ্ঠিত করিতে মনস্থ করেন ; কিন্তু পরিশেষে স আইউবকেই সম্রাট বলিয়া ঘোষণা করিলেন, এবং কয়েক মাসের মধ্যে তিনি পেশোয়ার ও গজনী এবং কাবুল ও কান্দাহারের অধিপতি হইলেন । এই রাজ-পরিবর্তন রণজিৎ সিংহের মতবিরুদ্ধ হইলেও র্তাহার উদ্বেগু-সাধনে ৩• । ১৮১৮ খ্ৰীষ্টাব্দের ২রা জুন এই স্থান অধিকৃত হয়। মারে সাহেব কৃত রণজিৎ সিং, '১১৪ পৃষ্ঠা **If I (See “Murray's Runjeet Singh', p. 114&c.) astats of footfixon যে, তিনি যে পরিমাণ লুষ্ঠিত দ্রব্য প্রাপ্তির আশা করিয়াছিলেন, তাহার অতি অল্প পরিমাণই তিনি পাইয়াছেন। ( মুরক্রফটের ভ্রমণ বৃত্তাস্ত', প্রথম খণ্ড ১-২ পৃষ্ঠা --Moorcroft, "Travels", p. 102. ১৭৭৯ খ্ৰীষ্টাব্দে "ভাঙ্গী" মিছিলের” শিখগণ বিতাড়িত হইলে, বর্তমান শাসনকর্তী মহম্মদ মজঃফর র্থ সেই সময় হইতে মুলতান অধিকার করিয়াছিলেন। ১৮৯৭ খ্ৰীষ্টাব্দে তিনি তীর্থদর্শন-মানসে মক্কায় গমন করেন ; তিনি দুই বৎসরের মধ্যে ফিরিয়া আসেন বটে, কিন্তু তিনি পুত্র সরফরাজ ধার হন্তেই নাম-মাত্র শাসনভার অর্পণ করিয়াছিলেন। ভাওয়ালপুর রাজ-পরিবারের বিবরণে জানা যায়. রণজিৎ সিংহের BBBD DBBB BB BBBBBBS DDD DDBB BBB BS BBBBB BBu DBB BBBBDDD গমন করিতে অস্বীকার করেন। কিন্তু কঠোৰু প্রতিরোধের বিশ্বাসেই হউক, আর হতাশ্বাস বশতঃই হউক, তিনি সেই কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন কিনা—তষিয়ে স্পষ্ট কোনই প্রমাণ পাওয়া যায় না।