পাতা:শিখ-ইতিহাস.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br o শিখ-ইতিহাস অনুকূল হইয়াছিল। ১৮১৮ খ্ৰীষ্টাবের শেষভাগে তিনি সিন্ধুনদ অতিক্রম করিয়া পেশোয়ারে প্রবেশ করিলেন ; তাহার আগমনে পেশোয়ার পরিত্যক্ত হইল ; কিন্তু তখন পেশোয়ার স্বাধিকার-ভুক্ত রাখা, তাহার উদ্বেপ্তের অমুকুল বলিয়া অনুমিত হইল না। সিন্ধুর দক্ষিণ-তীরস্থ খাইবারাবাদ দুর্গে তিনি কতকগুলি সৈন্য প্রেরণ করিলেন । ভবিষ্যতে সেই পথ অধিকার করাই বা তাহার সর্বেসর্ব হওয়াই—তাহার উদেশ্ব। আটকের পূর্বমিত্ররাজ, জেহান-দাদ খা তথায় নিযুক্ত হইলেন ; পেশোয়ার তাহার অধীনে রহিল ; বাহুবলে পেশোয়ার রক্ষার ভার তাহার উপর আপিত হইল। অনন্তর রণজিৎ সিংহের প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই, বারুকজাই শাসনকর্তা, ইয়ারমামুদ খা, ফিরিয়া আসিলেন ; কিন্তু হীনবল জেহান-দাদ খা পেশোয়ার রক্ষা-কল্পে কোন চেষ্টা ۵ تا ۹ة =figmچ এক্ষণে কাশ্মীরের প্রতি রণজিৎ সিংহের দৃষ্টি সঞ্চালিত হইল। কাশ্মীর অধিকার কল্পে তিনি আয়োজন করিতে লাগিলেন । এই সময়ে মহম্মদ আজম খাঁ অনেকগুলি শিক্ষিত সৈন্য লইয়া প্রস্থান করায় সে স্থানের সৈন্যবল অনেক হ্রাস হইয়াছিল। কিন্তু দেশা সিং মুজিথিয়া ও সংসার চাদের কার্যকলাপে আত্ম-রক্ষার্থ ব্যাপৃত থাকায়, রণজিৎ সিং অন্য রাজার বিরুদ্ধে অস্ত্ৰধারণের কল্পনা পরিত্যাগ করিলেন । মহারাজের প্রাপ্য রাজস্ব সংগ্রহের জন্য এই শাসনকর্তৃদ্বয় পার্বত্য প্রদেশে যুদ্ধে নিযুক্ত ছিলেন। শতদ্রুর উভয় পার্থেই কালুরের রাজার রাজ্য ছিল ; সাহসিকতার সহিত তিনি রণজিৎ সিংহের রাজস্ব প্রদানে অস্বীকৃত হন। গুধ দিগের বন্ধুর পূর্বকার্যের প্রতিশোধ লওয়ার এই সুযোগ পাইয়া, সংসার চাদ বিশেষ আনন্দিভ হইলেন। সিন্ধু-নদ অতিক্রাস্ত হইল ; কিন্তু ইংরাজ শাসনকর্তৃগণও সর্বদা প্রস্তুত ছিলেন । বিপক্ষ সৈন্তের সম্মুখীন হইয়া বাহুবলে তাহাদের গতিরোধ করার জন্য, একদল সৈন্য সর্বদাই সজ্জিত ছিল । রণজিৎ সিং অনতিবিলম্বে সৈন্যগণের প্রত্যাগমনের আজ্ঞা প্রচার করিলেন ; এবং সর্দার দেশা সিং স্বয়ং ইংরাজ রাজপ্রতিনিধির নিকট উপস্থিত হইয়া, তাহার দুক্ৰিয়ার ক্ষমা প্রার্থনা করেন, ইহাও তাহার আদেশ ছিল ৩২ এই সকল ভীতিব্যঞ্জক ঘটনার es caf afirs “atfrs fir, o» o s os- qó (Compare “Murray's “Runjeet Singh, p. 117. 120), FT WafR AWBfS, RSfAR- ARIfR 1 (“Shah Shoojas' “Autobiography" chap. xvvii. 1) of cateanto fifts oftw own to, on “e, as, s-a jäi 1 ( Moonshee Mohan Lal's Life of Dost Mahomed', p. 99. 104) কাপ্তেন মারে (p, 13 ) বলেন, “আতারি' সম্প্রদায়ের জয় সিং, ১৮২২ খৃষ্টাব্দে পক্ষ পরিত্যাগ করেন। কিন্তু পূর্বকথিত সময়-নিরুপণ সমর্থনার্থ, মিঃ ম্যাসনের ভ্রমণবৃত্তান্ত আলোচনা করা কর্তব্য। (GŴmpare Mr. Masson, "Travels', iii. 21 32. ) ৩২। মারে বিরচিত রণজিৎ সিং, ১২১ ও ১২২ পৃষ্ঠা; এবং মুরক্রফটের ভ্রমণ বৃত্তান্ত, প্রথম 핵), 》》• পৃষ্ঠা 1 (Compare Murray's Runjeet Singh, p. 121, 122 and Moorcrhft, "Travels, p. 210.) cमना निरश्ब नश्ठि भशब्राप्जबं भप्नाभाजिळ कठ नेिन श्लि, ठाशहे নিরূপণার্থ শেষোক্ত গ্রন্থ দ্রষ্টব্য। -