পাতা:শিখ-ইতিহাস.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা ծԵԾ প্রদান করিয়াছিলেন । অধিকন্তু সেই স্থান অধিকার করায়, সন্ধি-সর্ত ভঙ্গ হইয়াছে বলিয়া, পাছে ইংরাজগণ র্তাহার প্রতি কুপিত হন, সেই ভয়ে তিনি বিশেষ ভীত হইয়া উঠিলেন। সুতরাং তিনি আত্মরক্ষার্থ যুদ্ধাভিযানে ব্যাপৃত হইলেন। পরিশেষে দিল্লীর উচ্চপদস্থ কর্মচারিগণের বন্ধুত্বব্যঞ্জক পত্র প্রাপ্ত হওয়ায়, তাহার সে ভয় দূর হইল। "এক্ষণে আর কোন বাধা-বিন্ধের স্থম্ভাবনা নাই বুঝিয়, তিনি পেশোয়ার অধিকারের জন্য প্রস্তুত হইলেন ।৩৭ ইয়ার মামুদ খাঁ উপহারস্বরূপ যে অশ্বসমুহ রণজিৎ সিংহকে প্রদান করিয়াছিলেন, মহম্মদ আজম খাঁ তাহা অনুমোদন করিলেন না। স্বত্তরাং ১৮২৩ খ্ৰীষ্টাব্দের জানুয়ারী মাসে তিনি পুনরায় পেশোয়ারে গমন করিলেন । ইয়ার মামুদ, ভ্রাতার সহিত যুদ্ধ না করিয়া বরং ‘ইউসুফজাই দিগের পার্বত্য রাজ্যে পলায়ন করিলেন ; সেই প্রদেশ, বহুবংশের একটি শাখার হস্তচু্যত হইল। কিন্তু শিখদিগের প্রধান অধ্যক্ষ এই সময়ে অদূরেই অবস্থান করিতেছিলেন । তিনি তখন আপন ক্ষম ভার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন-কল্পে কৃতসংকল্প হইলেন । ১৩ই মার্চ র্তাহারা সিন্ধুনদ অতিক্রম করিলেন ; হস্তী-যুথ নদীর পরপারে কামান বহন করিয়া লইয়া গেল। সিন্ধুনদ-তীরবর্তী ‘খুটুক'দিগেব রাজ্য অধিকৃত হইল ; আকোর নামক স্থানে মহারাজ, আশ্রয়-বিহীন জয় সিং আতারিওয়ালাকে সাদরে আহবান করিয়া তাহীর সকল দোষ মার্জনা করিলেন। মুসলমানগণ ধর্ম-যুদ্ধ বা 'জেহাদ ঘোষণা করিল ; খুটুক জাতি এবং ইউসফজায়ী সম্প্রদায়ের প্রায় বিশ সহস্ৰ সৈন্ত, ধর্মযাজক এবং ধর্মোন্মত্ত ব্যক্তিগণের আহবানে ধর্ম রক্ষার্থ অবিশ্বাসী বিধৰ্মীদিগের সহিত যুদ্ধ করিতে সমবেত হইল। এই বিশাল সৈন্যদল নওশেরার অনতিদূরবর্তী পার্বত্য প্রদেশে এবং তৎচতুর্দিকে বিভিন্ন দলে বিভক্ত হইয়া অবস্থান করিতে লাগিল । কিন্তু কাবুল নদীর পশ্চিম তীরে তাহারা শিবির সন্নিবেশ করিল। মহম্মদ আজম খাঁ সেই নদীর দক্ষিণ তীরে একটি উচ্চতর স্থানে সেনানিবাস স্থাপন করিলেন। স্বাধীন ৩৭। মারে বিরচিত রণজিৎ সিং, ১৩৪ পৃষ্ঠা Mäxj ( Compare Murray's ‘Runjeet Singh", p. 134 ) অতি সংক্ষেপে কার্য বিবরণ প্রদত্ত হইয়াছে ; সেগুলি সঠিক নহে। ১৮২২ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি হইতে সেপ্টেম্বর পর্যন্ত. দিল্লীতে রেসিডেন্টের নিকট কাপ্তেন মারে এবং কাপ্তেন রস যে সকল পত্রাদি লিখিয়াছিলেন, তাহাতে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। ১৮২১ খৃষ্টাকে র ৭ই নবেম্বর তারিখে স্তার ডেভিড অক্টারলোনি, কাপ্তেন রসূকে যে পত্র দেন তাহাতে, এবং ঐ খৃষ্টালের ২২শে জুন গবর্ণর-জেনারেলের দিল্লীর প্রতিনিধি, কাপ্তেন মারের নিকট ও ১৮২২ খৃষ্টাব্দের ২৩শে আগষ্ট BBBBBBB BBB B BBBB BBBB BBBDSDDB BDD BBBBB BBBB BLLLS DD S DDDD খৃষ্টাব্দের ২৫শে এপ্রিল, ১৩ই জুলাই এবং ১৮ই অক্টোবর গবর্ণর জেনারেলের প্রতিনিধির নিকট গবর্ণমেণ্টের পত্রাদি হইতেও অনেক বিবরণ জানা যায়। কাপ্তেন মারে বলেন, এই উপলক্ষে আকালি DD B BBDD DDBB DBBDDDD BBB BBBBBBS DDD DDD DD DBB BBDD সৈন্যদল-ভুক্ত করিয়া লইতে রণজিৎ সিংহকে তিনি অনুরোধ করেন।