পাতা:শিখ-ইতিহাস.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉bアg শিখ-ইতিহাস সামরিক সৈন্যদলের উপর তাহার যে প্রভুত্ব ছিল, তাহাতে তিনি বিশ্বাস করিতে পারিলেন না ; আপন ভ্রাতার সততার প্রতিও তিনি সন্দিহান হইলেন। উজীরকে প্রতিরোধ করার মানসে রণজিৎ সিং একদল সৈন্ত প্রেরণ করিলেন ; সেই সৈন্যদল সশস্ত্র কৃষকদলকে আক্রমণ করিতে নদী অতিক্রম করিল। আকালি সম্প্রদায়ের শিখগণ চকিতের ন্যায় মুসলমান গাজীয়া দিগকে ড্রীমবেগে আক্রমণ করিতে লাগিল। সেষ্ট যুদ্ধে অমৃতসরের ধর্মোন্মত্ত যোদ্ধগণের দুর্ধর্ষ ছুঁচালক ফুলা সিং নিহত হইলেন ; বিপক্ষ সৈন্ত সুবিধামত স্থানে অবস্থিতি করিতেছিল ; সুতরাং ফুলা সিংহের সৈন্যগণ, সেই পদাতি সৈন্যসাগরে বিশেষ কোনই স্থায়ী নিদর্শন রক্ষা করিতে পারিল না। অতঃপর আফগান সৈন্ত উল্লসিত হইয়া অগ্রসর হইতে আরম্ভ করিল ; তাহাতে লাহোরের শাসনকর্তার শিক্ষিত সৈন্যদলের মধ্যে বিশৃঙ্খলা উপস্থিত হইল। যাহা হউক, সমবেত সৈন্তের অগ্নিবর্ষণে এবং নদীর বিপরীত তীরস্থ সুসজ্জিত সৈন্যের দক্ষতায়, তাহাদের গতি প্রতিহত হইল, এবং পরিশেষে রণজিৎ সিংহের যত্ন ও পরিশ্রমে এই বাধা-প্রদান, বিজয়লাভে সমাiষ্ঠত হইল। সাহসী ও ধর্মপ্রাণ পর্বতবাসিগণ এই পরাজয়ের পর পুনরায় সমবেত হইল ; “পীড়জাদ", মহম্মদ আকবরের অধিনায়কত্বে পরদিন যুদ্ধ করিবে বলিয়, তাহার ইচ্ছা প্রকাশ করিল। কিন্তু কাবুলের উজীর তখন অতিকষ্টে পলায়ন করিয়াছিলেন ; সুতরাং আর কেহই তাহাদিগকে উৎসাহ কিংবা সাহায্য প্রদান করিল না । সৈন্তগণ পেশোয়ার ধ্বংস করিয়া ফেলিল ; কিন্তু জনসাধারণের শত্রুভাবহেতু সেই বিজিত প্রদেশ শাসনাধীনে রাখা দুরূহ হইয়া উঠিল। ইয়ার মামুদ খার বগুতা স্বীকারের প্রস্তালে বিচক্ষণ মহারাজ, সম্মত হইলেন। অত্যন্ত্রকাল পরে মহম্মদ আজীম খাঁর মৃত্যু হইল ; র্তাহার সঙ্গে সঙ্গেই পেশোয়ার, কাবুল এবং কান্দাহার প্রভৃতি তিনটি রাজধানীর অধিকারী ভ্রাতৃত্ৰয়ের সৈন্যদলের একতাও নষ্ট হইল। সা মামুদ এবং তৎপুত্ৰ কামরাণ, হীরাটে শাসনকার্য পরিচালনা করিতে থাকিলেন। অন্যদিকে, সা আইউব আফগানিস্থানের নামমাত্র সম্রাট বলিয়া বিঘোষিত হইয়াছিলেন ; তিনিও তাহার রাজধানীতে অবস্থান করিতে থাকিলেন বটে, কিন্তু তাহার কোনই ক্ষমতা রহিল ন! ॥৩৮ ৩৮। মারে বিরচিত রণজিৎ সিং, ১৩ । পৃষ্ঠা ইত্যাদি . মুরক্রফটের ভ্রমণবৃত্তান্ত, দ্বিতীয় খণ্ড ৩০৩, ৩৩৪ পৃষ্ঠা এবং ম্যাসনের ভ্রমণ বৃত্তান্ত, তৃতীয় খণ্ড ৫৮-৬• পৃষ্ঠা। (Compare ‘Murray's Runjeet Singh' p. 137 &c.; Moorcroft's “Travels, ii. 333, 334 ; and Masson's 'Journey's. iii. 58-60. রণজিৎ সিং কাপ্তেন ওয়েডকে বলিয়াছিলেন, তাহার শিক্ষিত সৈন্তগণের মধ্যে একমাত্র গুর্থাই, মুসলমান আক্রমণে অটল ছিল। ১৮৩৯ খৃষ্টাব্দের ৩রা এপ্রিল কাপ্তেন ওয়েড, fnh# GfăUgrồa fR# c& •ia c*cos, sts!ề vềI I-( Compare Wade to Resident at Delhè3rd April, 1839) পূর্ববর্শিত নোটে যে, ধর্মোন্মত্ত ফুল সিংহের কথা বর্ণিত হইয়াছে, পূর্ব হইতেই তাছার দুর্নাম ছিল। sv०> धुंडेiरक डिनि नांब्र क्रांशन cमहेकांप्कब्र निदिब्र त्रांङ्गभ१ -रूब्रिग्रांझिटजन । उननखद्र देशबांख কর্মচারিগণের একটি দল, শতদ্রুর দক্ষিণস্থ সমুদয় রাজ্য জরীপ করিতে প্রবৃত্ত হয় । ১৮১৪-১৫ খৃষ্টাব্দে