পাতা:শিখ-ইতিহাস.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা У brdo ১৮২৩ খ্ৰীষ্টাব্দের শেষ ভাগে রণজিৎ সিং, অধিকৃত বিশাল রাজ্যের দক্ষিণ-পশ্চিম দিকে গমন করেন । তথায় বিদ্রোহী মুসলমান-জায়গীরদারগণকে হীনবল করা, এবং সিন্ধুদেশের সীমান্তবর্তী স্থানে আপন ক্ষমতা বদ্ধমূল করাই, তাহার উদেশ্ব ছিল। কিন্তু ইতিপূর্বেই তিনি তত্ত্বত্য প্রদেশের আমীরগণের নিকট হইতে রাজস্ব আদায়ের চেষ্টা করিতে ছিলেন ৩১ তিনি শিকারপুর, তালপুর বংশের অধিকৃত রাজ্য বলিয়া স্বীকার করিবার ভাণ করিলেন ; কিন্তু তখনও মহারাজ উদ্দেশু স্থির করিতে পারেন নাই। সুতরাং তিনি রাজধানীতে প্রত্যাগমন করিলেন ; তাহার আগমনের সঙ্গে সঙ্গে সংসার চাদের মৃত্যুর বিষয় তাহার নিকট বিজ্ঞাপিত হইল। এক সময়ে সেই শাসনকর্তা মহারাজের অপেক্ষা অধিক ক্ষমতা লাভ করিয়াছিলেন । এক্ষণে সংসার চাদের পুত্রকেই পিতৃস্থলাভিষিক্ত বলিয়া স্বীকার করিতে সম্মত হইলেন । যুবরাজ খড়গ সিং, বটোচের মিত্ররাজের উত্তরাধিকারীর সহিত বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শিরস্ত্রাণ বিনিময় করিলেন।50 ইত্যবসরে কাশ্মীর, মুলতান এবং পেশোয়ার প্রভৃতি তিনটি মুসলমান অধিকৃত প্রদেশ অধিকার করিয়া রণজিৎ সিং তথায় শাসন-দণ্ড পরিচালনা করিতে লাগিলেন । কি পার্বত্য প্রদেশে, কি সমতল ক্ষেত্রে,—পঞ্জাবের সর্বত্রই রণজিৎ সিংহের আধিপত্য বিস্তৃত হইল । রাজ্যের অধিকাংশই তিনি বাহুবলে অধিকার করিয়াছিলেন। লুদাক এবং সিন্ধুদেশ অধিকারের জন্য তিনি যে কল্পনা স্থির করিয়াছিলেন, তাহার কার্যপ্রণালী হইতে তাহা স্পষ্টই প্রতীয়মান হইতে পারে। অপরাপর ঘটনাবলীর বর্ণনা ব্যপদেশে, রণজিৎ উবেহারে তিনি এক দুর্গ নিৰ্মাণ করেন—এই স্থান,—ফিরোজপুর এবং ভাটনিয়ারের মধ্যে অবস্থিত। বহুকাল হইতে এই স্থান ইংরাজের রাজ্যভুক্ত বলিয়া অনুমিত হয়। ১৮২৩ খৃষ্টাব্দের ১৫ই মে কাপ্তেন মারে দিল্লীর প্রতিনিধির নিকট যে পত্র লেখেন, তাহাই দ্রষ্টব্য । ( Capt. Murray to Agent Delhi, 15th May, 1823, ) ১৮২• খৃষ্টাব্দে তিনি মিঃ মুরক্রফটকে বলেন, তিনি রণজিৎ সিংহের প্রতি বিশেষ অসন্তুষ্ট হইয়াছেন ; এবং সস্তুষ্টচিত্তে ইংরাজদিগের সহিত যোগদান করিতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে মুরক্রফট যেখানে ইচ্ছা করিবেন, সেখানেই তিনি তরবারি ও কামান বহন করিয়া লইবেন. সে অনুমতি তাহাকে প্রদত্ত হইয়াছিল। ‘ভ্ৰমণ-বৃত্তাস্ত, প্রথম খণ্ড ১১০ পৃষ্ঠা । ("Travels" i. 110) দোন্ত মহম্মদ খাঁর সম্বন্ধে সকলেই জানেন, মিঃ ম্যাসন । Journey's iii. 59, 60) এবং মুলী মোহন লাল ( "Life of Dost Mahomed,’ 127, 128) উভয়েই প্রমাণ করিয়াছেন যে, এই উপলক্ষে দোস্ত মহম্মদ খা ঘোর বিদ্রোহতাচরণ করিয়াছিলেন। ইংরাজ প্রতিনিধিগণ এবং জনসাধারণে পরে সেই ঘটনা বিস্মৃত হইয়াছিলেন : শিখগণ ও আফগান জাতি প্রকৃতপ্রস্তাবে শত্রু বলিয়া পরিগণিত হইয়াছিল। তখন তাহারা সম্ভবপর দৈব-ঘটনা সমূহের যেটিতে স্বার্থ-সিদ্ধির সম্ভাবন দেখিত, তৎসাধনেই একত্রিত হইতে প্রস্তুত হইত।

  • I Captain Murry to Governor-General's Agent at Delhi, 15th Dec, 1825

and Capt Wade to the same, 7th, Aug, 1823. - ৪• । মারে ধিরচিত রণজিৎ সিং, ১০১ পৃষ্ঠা ( Muaray's Runjeet Singh, p. 141 ) সংসার BBB BB B BBB BBB BBD DBB DBBBBB DDS SDBBS DDDS DDDS LDDH খণ্ড, ১২৬-১৪৬ পৃষ্ঠা । ) ' -