পাতা:শিখ-ইতিহাস.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস وان سيالا সিংহের কার্যপ্রণালীর বিবরণে কিছু কালের নিমিত্ত নিরস্ত হইলে, বোধ হয় অপ্রাসঙ্গিক হুইবে না । রণজিৎ সিংহের প্রকৃতি ও চরিত্র বিষয়ে হৃদয়ঙ্গম করিতে হইলে সেই সকল বিষয়ের বর্ণনা একাস্ত আবশ্যক। দেশের ইতিহাসের সহিতও সেই সকল বিষয়ের অতি নিকট সম্বন্ধ । পূর্বেই বর্ণিত হইয়াছে ১৮১৬ খ্ৰীষ্টাব্দে লুধিয়ানায় পৌঁছিয়া, সা স্বজা স্বচ্ছন্দে কালাতিপাত করিতে লাগিলেন । কিন্তু কাবুল ও কান্দাহার বিজয়ের আকাঙ্ক্ষা তাহার মনে কিছু দিন বদ্ধমূল ছিল । ইংরাজদিগের বিশ্বাস,—স স্বজ কাপুরুষের ন্যায় পলায়ন করিয়া প্রাণরক্ষা করিয়াছিলেন ; সা স্বজা তাঁহাতে বড়ই অসন্তুষ্ট হইতেন এবং তৎপ্রতি ঘৃণা প্রকাশ করিতেন । তিনি একজন সম্রাট ; ভাগ্য-চক্রের কঠোর নিষ্পেষণে রাজ্যধন হারাইয়া, তিনি নানারূপ বিপজ্জালে জড়িত হইয়াছিলেন ; বিপন্ন অবস্থায় হৃতরাজ্যের পুনরুদ্ধারকল্পে দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনা করিতেছেন ;—স I স্বজ সেই ভাব প্রকাশ করিতে প্রয়াসী হইলেন । ফতে থার আক্রমণে যখন তিনি প্রপীড়িত হইয়া পড়েন, তখন সিন্ধুদেশের আমীরগণ র্তাহাকে বহু আশা প্রদান করিয়াছিলেন । র্তাহার উপলব্ধি হইল,—দক্ষিণ দিক হইতে আফগনিস্থান আক্রমণ করিলে, ফল লাভের বিশেষ সম্ভাবন । এতদুদেশে তিনি ইংরাজদিগের নিকট, তাহাদের স্ববিধাজনক অনেক বিষয়ের প্রস্তাপ করিলেন ; কিন্তু ইংরাজগণ র্তাহাকে প্রত্যুত্তরে জানাইলেন যে, বিদেশীর কার্য-কলাপের সহিত তাহদের কোন সংশ্রব নাই, এবং পারিপাশ্বিক সকলের সহিতই তাহার শাস্তিতে ও নিবিবাদে বাস করিতে অভিলাষী । সা কুজা যখন এইরূপে স্থানে স্থানে সাহায্য প্রার্থনা করিতেছিলেন, সেই সময়ে ফতে থা নিহত হইলেন । মহম্মদ আজম খ, স! স্বজার বশু্যতা স্বীকার করিতে সম্মত হইলেন । তৎপ্রতি বিশ্বাস বশতঃ, সা তৎক্ষণাৎ লুধিয়ান পরিত্যাগ করিয়া গমন করিলেন । ১৮১৮ খ্ৰীষ্টাব্দের অক্টোবর মাসে, সাঁ হজ সেই স্থান পরিত্যাগ করেন ; ভাওয়ালপুরের নবাবের সাহায্যে ডেরাগাজী-খ। তৎকর্তৃক অধিকৃত হয় । অতঃপর শিকারপুর অধিকারার্থ পুত্র তাইমুরকে প্রেরণ করিয়া, স্বয়ং পেশোয়ার অভিমুখে অগ্রসর হইলেন। তাহার বিশ্বাস ছিল, তিনি দুরাণিদিগের সম্রাট বলিয়া পরিচিত হইবেন : র্তাহার পেশোয়ার যাত্রারও সেই উদ্দেশ্য । কিন্তু ইত্যবসরে মহম্মদ আজম খাঁ উপযুক্ত সময় বুঝিয়া প্রচার করিলেন, – তিনি স্বয়ং আইউবেব উজীর । সা স্বজা ঘোর বিপজ্জালে বিজড়িত হইয় খাইবার পর্বত-শ্রেণীর কতকগুলি মিত্র-সম্প্রদায়ের আশ্রয় অনুসন্ধান করিতে লাগিলেন । দুই মাস পরে গেস্থান হইতেও তিনি বিতাড়িত হন ; শিকারপুর প্রবেশ করিবার পূর্বেই মহম্মদ আজম খাঁ তাহার সম্মুখীeহইলেন। সুতরাং সা স্বজ সেস্থান হইতেও পলায়ন করিলেন। প্রথমতঃ, তিনি খয়েরপুর গমন করেন ; তৎপর হায়দ্রাবাদ অভিমুখে অগ্রসর হন । সিন্ধিয়ানদিগের নিকট হইতে কিছু অর্থ সংগ্ৰহ করিয়া সা তথা হইতে প্রত্যাবৃত্ত হন। অতঃপর শিকারপুর পুনরুদ্ধার করিয়া এক বৎসর তথায় বাস করেন । কিন্তু মহম্মদ আজীম খt ہ:پہ بوہرہ :میچ مجیrم. چr