পাতা:শিখ-ইতিহাস.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W3 উত্তরাধিকারিত্ব এবং তৎকর্তৃক নানকের মতের প্রকৃত তাৎপর্য উপলব্ধিকরণ ; তৎকর্তৃক অমৃতসর শিখদিগের পবিত্র সহর নামে পরিচিত হওন, “আদিগ্রন্থ” সঙ্কলন, প্রচলিত পুজোপকরণ সমূহ তৎকর্তৃক নিয়মিত কর বা “টাইথ” রূপে পরিণত হওন ;–তৎকর্তৃক শিষ্যদিগকে ব্যবসাবাণিজ্যে নিয়োগ, অজুন কর্তৃক চণ্ডু সার শত্রুভাব বৰ্দ্ধন, খসরুর বিদ্রোহে অজুনের যোগদান, ১৬০৬ –অজুনের কারাদণ্ড ও মৃত্যু, শিখধর্মের বিস্তৃতি ; গুরুদাসের বুলের রচনাবলী, নানকের ধর্মনীতি অনুসারে জনসাধারণের উত্তেজনা বৃদ্ধি,—তাহার প্রকৃত ইতিহাস পৌরাণিক তত্বমূলক উত্তরাধিকারিত্ব বিষয়ে বহু বাদ-বিসম্বাদের পর, হরগোবিন্দের গুরু-পদ লাভ, চণ্ডু সার নিধন সাধন, হরগোবিন্দ শিখদিগকে অস্ত্র-শস্ত্রে স্কুসজ্জিত করিয়া আপনি তাহাদের সামরিক নেতৃত্ব গ্রহণ করেন, শিখধর্মের ক্রম পরিবর্তন, হিন্দু ধর্মত্যাগী ব্যক্তিদিগের সহিত শিখ-ধর্মের সম্পূর্ণ পার্থক্য-বিধান, হর গোবিন্দের প্রতি জাহাঙ্গীরের অসন্তোষ বৃদ্ধি, হর গোবিন্দের কারাদণ্ড, হর গোবিন্দের মুক্তি, ১৬২৮ —জাহাঙ্গীরের মৃত্যু, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধে হর গোবিন্দের যোগদান, হরিয়ানায় হরগোবিন্দের নিভৃত বাস ;–পঞ্জাবে প্রত্যাগমন ; তাহার বন্ধু পায়েণ্ড থাকে যুদ্ধে হত্যাকরণ, ১৬৪৫ —হর গোবিন্দের মৃত্যু ; –ৰ্তাহার চিতাশয্যায় শিষ্যগণের আত্ম ত্যাগ, সাম্রাজ্যের মধ্যে শিখ সম্প্রদায়ের স্বতন্ত্র অস্তিত্ব, হর গোবিন্দর সম্বন্ধে কতকগুলি গল্প, হর গোবিন্দের দার্শনিক মত, হর রায় কর্তৃক গুরুপদ লাভ, হর রায় কর্তৃক রাজনৈতিক পক্ষ গ্রহণ, ১৬৬১ –হর রায়ের মৃত্যু, হর কিষেণের উত্তরাধিকারিত্ব, ১৬৮৪ –হর কিষেণের মৃত্যু ; নবম গুরু তেগ বাহাদুর, রাম রায় কর্তৃক গুরুপদের দাবী করণ, কিয়দিনের জন্য তেগ বাহাদুরের বঙ্গদেশ পরিভ্রমণ, তেগ বাহাদুরের পঞ্জাবে প্রত্যাবর্তন, তেগ বাহাদুরের উচ্ছৃঙ্খল জীবন–দিল্লীতে উপস্থিত হইতে বাধ্য হওন, ১৬৭৫ —তেগ বাহাদুরের প্রাণসংহার, তাহার চরিত্র এবং প্রভাব, গুরুদিগের “সাচ্চ পাদসা” উপাধি, গোবিন্দের গুরুপদ প্রাপ্তি, কয়েক বৎসর গোবিন্দের নিভৃত বাস ;–গোবিন্দের চরিত্রের পরিপুষ্ট, ১৬৯৫ —নানকের ধর্ম মতের সংস্কার সাধনের চেষ্টা, এবং মুসলমানদিগের ক্ষমতাপ্রভাবে মুসলমান শক্তি এবং মুসলমান ধর্মে বাধা প্রদান, গোবিদের মত ও উদ্দেশু, গোবিন্দের ধর্মপ্রচার পদ্ধতি, গোবিন্দ পৃথিবীর যাবতীর ধর্মকে কু-সংস্কারাচ্ছন্ন বলিয়া প্রচার করেন, এবং তৎকর্তৃক নূতন ধর্মের প্রবর্তন, গোবিন্দ কর্তৃক নানক প্রবর্তিত ধৰ্মসম্প্রদায়ের সংস্কার সাধন