পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●) শিখ-ইতিহাস ইংরাজ সৈন্যের প্রধান সেনাপতি ( জল্পী লাট) লুধিয়ানায় আগমন করেন। রণজিৎ সিং মঙ্গলকামনা জানাইয়া, তাহার নিকট একজন দূত প্রেরণ করিলেন ; কিন্তু ভরতপুর বিজয়ীকে পঞ্জাবের দুর্গসমূহ পরিদর্শনের নিমন্ত্রণ করা হইল না।” g ব্রিটিশ এবং শিখ-গবরমেণ্টদ্বয়ের মধ্যে যে কার্য নির্বাহ করিতে হইবে, তৎসম্পাদনের ভার দিল্লীর রাজ-প্রতিনিধির হস্তে ন্যস্ত হইয়াছিল। তিনি এতদুদেখে আম্বালায় রাজনৈতিক প্রতিনিধি (এজেণ্ট ) কাপ্তেন মারের প্রতি আদেশ প্রচার করিলেন । লুধিয়ানায় কাপ্তেন ওয়েড নামক র্তাহার একজন সহকারী ছিলেন ; তত্ৰত্য সৈন্যদল সম্পর্কেই তিনি তথায় অবস্থিতি করিতেছিলেন । যখন কাপ্তেন ওয়েড লাহোরে মহারাজার দরবারে উপস্থিত ছিলেন, তখন মহারাজ এক ইচ্ছা প্রকাশ করেন ; তাহার প্রার্থনা-কাজ-কর্মের স্থবিধার জন্য লুধিয়ানার কর্মচারীকে শতদ্রুর দক্ষিণস্থ রাজ্যসমূহের প্রতিনিধি পদে বরিত করা হউক ; সে প্রতিনিধি দিল্লীর রেসিডেন্টের অধীন থাকিবেন; কিন্তু আম্বালার প্রতিনিধির সহিত তাহার কোন সম্পর্ক থাকিবে না। র্তাহার সে বাসন পরিপূর্ণ হইল। কিন্তু কথিত রাজ্যের সীমা নির্দেশ কালে দেখা গেল, কতকগুলি সন্দেহমূলক বিষয়ের তখনও মীমাংসা হয় নাই ; সে গুলির মীমাংসা হওয়া প্রথম কর্তব্য।

  • I Murray's ‘Runjeet Singh', p, 147. & ANCA fossfonso offers Giful fo করসের বিদ্যালোচনায় ও দেশ-পর্যটনে এবং সিমলায় ইংরাজদিগের আবাস স্থান নির্মিত হওয়ায়, একপক্ষে তিব্বতের চীনদেশবাসিগণ এবং অন্তপক্ষে রণজিৎ সিং, ইংরেজদিগের বিষয়ে কৌতুহলাক্রান্ত হইয়াছিলেন। এই হেতু গারে নামক স্থানের কর্তৃপক্ষগণ ইংরেজদিগের অধিকারভুক্ত বিশেহির নামক স্থানের শাসনকর্তাদিগকে নিম্নলিখিত পত্র লিখিয়াছিলেন—‘পুরাকালে ‘ফেফিলিংপা দিগের { ‘অর্থাৎ ফিরিঙ্গী অথবা ফ্রাঙ্কগণ—ক্ষুদ্রকায় এবং অসৎ জাতি) নাম পর্যন্ত শুনা যায় নাই। এক্ষণে বহুসংখ্যক 'ফেলিংপা’ প্রতি বৎসর উচ্চ প্রদেশসমূহ পরিদর্শন করিতেছে। তাহাতে বিশেহিরের শাসনকর্তা তাহাঁদের গতি-বিধি পর্যবেক্ষণ করিয়া, সর্বদ। যুদ্ধের জন্ত প্রস্তুত থাকিতে বাধ্য হইয়াছেন। প্রভুতপ্রতাপশালী 'লামা' ইহাতে অসন্তুষ্ট তিনি একদল সৈন্তকে সর্বদা যুদ্ধার্থ সজ্জিত থাকিতে অনুমতি করিয়াছেন ; ইংরাজগণ যাহাতে তাহাদের রাজ্যসীমা অতিক্রম না করেন, তৎসম্বন্ধে প্তাহাদিগকে সতর্ক করা হউক ; অথবা যদি তাহারা মিত্রতা বাঞ্ছা করেন, তাহা হইলে, তাহারা সমুদ্র পৰে পিকিনে গমন করিতে পারেন। ইংরাজদিগের যুদ্ধনৈপুণ্য অথবা ঐশ্বর্ষে, বিশেহিরের অধিবাসিগণের বিশ্বাস করা উচিত নহে। এক্ষণে বাদশাহ তাহাঁদের অপেক্ষ ৩• পক্ষাৎ’ ( ১২• মাইল ) উন্নত ; তিনি চারি জাতির উপর আধিপত্য স্থাপন করিয়াছেন ; এক্ষণে একটি যুদ্ধে এশিয়ার ছয়টি DDD DD DBB BBB DBS BBDS DDBBBD DDB BDD DDBBBS BBBB B BBS BBB BB BBB BBBBS BBBBBBB BBBB D DBBBBD BBD DD DD লিখিত ইয়াছিল। (Political Agent Subathoo to Resident at Delhi, 26th March. 1827,

v 1 Captain Wade to Resident at Delhi, 20th June 1827.

  • I Government to Resident at Delhi, 4th Oct, 1827.