পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ३०१ চুমকোঁড়, আনন্দপুর-মাখোয়াল এবং গুরু গোবিন্দের সগোত্রাভূত প্রতিনিধিবর্গ বা *সোধি’ সম্প্রদায়ের অধিকৃত অন্যান্য স্থানে অধিকার স্বত্ব আছে বলিয়া, রণজিৎ সিংহ দাবী করিলেন। তিনি ওহাদনিতেও আধিপত্য বিস্তারের অভিলাষ করেন ; কারণ, কয়েক বৎসর পূর্বে এই স্থান শ্বশ্রীর অধিকৃত বলিয়া, তিনি তথা হইতে বিতাড়িত হইয়াছিলেন । তৎকালে ফিরোজপুর এক সস্তানহীন বিধবার অধীন ছিল ; রণজিৎ সিং তথায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। অতঃপর আলহুওয়ালিয়াদিগের নগরসমূহ নিজ রাজ্যভুক্ত করিয়া লইতে উদ্যোগী হন। তিনি আরও অপরাপর স্থান অধিকার করিতে যত্বপর হইয়াছিলেন ; কিন্তু তাহাদের বিশেষ বর্ণনার আবগুক নাই।*০ ফিরোজপুর এবং ফতে সিং আলহুয়ালিয়ার পৈতৃক রাজ্য অধিকারের জন্য মহারাজ যে দাবী করিয়াছিলেন, তাহ প্রত্যাখ্যাত হইল ; কিন্তু পারিশেষে দেখা গেল, ওহাদনিতে ইংরাজদিগের প্রাধান্য স্থাপনের স্বত্বও টিকিল না। চুমকোঁড় ও আনন্দপুর-মাখোয়ালে, লাহোরাধিপতির স্বত্বই স্বীকৃত হইল ; কারণ তত্তৎস্থান ইংরাজদিগের অধিকারে রাখা যুক্তিযুক্ত বলিয়া বোধ হইল না। র্তাহীদের মনে হইল, স্বধর্মাবলম্বী শাসনকর্তার দ্বারাই শিখদিগের যাজক-সম্প্রদায়ের ক্রিয়া-কলাপ কুচারুরূপে নিৰ্বাহ হইতে পারিবে ॥১১ ফিরোজপুর হস্তচু্যত হওয়ায়, রণজিৎ সিং বিশেষ বিরক্ত হইয়াছিলেন ; কিন্তু ইংরাজগণ সহস্র কণ্ঠে সেই প্রভূত্ব-বিধায়ক স্থানের প্রশংসা করিতেম।** বর্তমান ক্ষেত্রে নূতন ব্যবস্থ বন্দোবস্ত অনুসারে সকলেই বুঝিয়াছিলেন, উভয় গবর্ণমেণ্টের মধ্যে ভবিষ্যতে বিবাদের সম্ভাবনা অতি বিরল। এইরূপে ইংরাজদিগের সহিত রণজিৎ সিংহের সম্বন্ধ ক্রমে ঘনিষ্ট হইয়া দাড়াইল । এই সময়েই তিনি, জাম্মুর প্রিয়তম প্রতিনিধিগণের মতেই অনেক স্থলে নির্ভর করিতে x - I Captain Wade to the Resident at Delhi, 20th Jan, 1828, and Capt Murray to the same, 19th Feb, 1828. ফিরোজপুর সম্বন্ধে পরিশেষে গবর্ণমেণ্ট স্থির করিয়াছিলেন ( Government to Agent at Delhi, 24th Nov. 1838 ) যে, কতকগুলি এক-গোত্রাভূত উত্তরাধিকারী (যাহারা স্বত্বাধিকারের দাৰী করিয়াছিলেন ) সকলেই স্বত্ববান হইবেন না। হিন্দু আইন আমলেও শিখদিগের পদ্ধতি অমুসারে পরস্পর পৃথক হইয়া গেলে, উত্তরাধিকারী স্বত্ব ধ্বংস হয়। যাহা হউক, ইংরাজদিগের পদ্ধতি এত অনিশ্চিত যে, শিখ-রাজ্য সম্পৰ্কীয় ব্যবস্থাসমূহের মধ্যে ফিরোজপুরের দাবীদারগণের অমুকুল কোন না কোন হেতু পাওয়া যাইতে পারে। >> | Government to the Resident at Delhi, 14th November, 1824 :२ ! :४२७ १डेitन ब्रपंधि९ निर विषबा ब्रमनैौद्र बछ श्रिब्रांछ५८ब्रब्र शमृी अक्र विशांउ इर्न शूनङ्गकांग्न क्रब्रन । कांcखम भांरब्र ठांशग्न छदल्लथ कब्रिग्नांtइन। 4कछन चषवांन बाखि ७lरे विषयां gxifrrifat "if at:4:fref: ; ( Captain Murray to the Agent at Delhi, 20th July, 1823 ) রাজ-প্রতিনিধিগণ লুধিয়ানা অপেক্ষ ফিরোজপুরের রাজনৈতিক ও সাময়িক #ful now for tood often I (Government to Agent at Delhi, 20th Jan, 1824)