পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ૨ S 8 রণকুশল ইউসফজয়ীদিগের মধ্যে ‘পাঞ্জটার রাজপরিবার কতক উল্লেখযোগ্য। ইয়ার মামুদ খাঁর ষড়যন্ত্রে ইউসফজায়িগণ সর্বদা সশঙ্কিত থাকিত । রণজিৎ সিংহের অধীনতা স্বীকার করায় আফগান সম্রাটের আক্রমণ ভয় ইয়ার মামুদের মন হইতে বিদূরিত হইয়াছিল। স্বতরাং সৈয়দ এবং ‘গাজীগণ সশঙ্কিত জাতির ত্রাণকর্তা বলিয়,সাদরে গৃহীত হইলেন ; সকলেই আমদের প্রভুত্ব স্বীকার করিল। এই সময়ে একদল শিখ সৈন্ত মহারাজের স্ববংশোদ্ভূত বুদ্ধ সিং সিধানওয়ালার অধীনে আটকের কয়েক মাইল উত্তর, অকোর পর্যন্ত অগ্রসর হইল। সৈয়দ তাহার অসম্পূর্ণরূপে সজ্জিত অনুচরবর্গকে সেই ক্ষুত্র শিখ-সৈন্য-দল আক্রমণ করিতে অনুমতি করিলেন। শিখ সেনাপতি স্বরক্ষিত স্থান হইতে সৈন্য পরিচালনা করিয়া অশিক্ষিত পর্বতবাসীদিগের শৃঙ্খলাবিহীন আক্রমণ ব্যর্থ করিলেন । এই যুদ্ধে তাহার কিছু বলক্ষয় হইল ; কিন্তু তিনি আর কোন যুদ্ধে শত্রুদিগকে পরাজিত করিতে পারিলেন না । স্বতরাং সৈয়দের যশঃসৌরভ এবং সৈন্য-বল দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। এক্ষণে সৈয়দ যাহাতে ইউসফজায়ী-রাজ্যসমূহের প্রতি অনুকম্পা প্রদর্শন করিতে বাধ্য হন, সেইরূপ কোন প্রস্তাবে সৈয়দকে সম্মত করাই ইয়ার মামুদ খ যুক্তিযুক্ত মনে করিলেন। তিনি নীচমনা ব্যক্তির ন্তায় বিষ-প্রয়োগে আমেদকে নিহত করিবার চেষ্টা করিয়াছিলেন,—এই অপবাদে পেশোয়ারের হীনবল শাসনকর্তা দোষী সাব্যস্ত হইলেন । ১৮২১ খ্ৰীষ্টাব্দে এই ঘটনা বা সংবাদ প্রচার করিয়া, সৈয়দ অস্ত্র-সাহায্য প্রার্থনা করিলেন। ইয়ার মামুদ গুরুতররূপে আহত ও পরাজিত হইলেন ; জেনারেল ভেনটুর এবং যুবরাজ শের সিংহের অধীনে শিখ সৈন্য আসিয়া উপস্থিত হওয়ার পেশোয়ার শক্ৰহস্ত হইতে উদ্ধার প্রাপ্ত হইল ; অতঃপর ইয়ার মামুদের ভ্রাতা, সুলতান মামুদকে সেই স্থান প্রদান করা হয়। মহারাজের জন্ত লয়লা নামক প্রসিদ্ধ ঘোটক আনয়ন করিবার ভাণ করিয়া শিখসৈন্য তৎকালে সেই দিকে অগ্রসর হইতেছিল। এই ঘোটক “কাহার' নামক প্রসিদ্ধ অপর আর একটির সমকক্ষ। কিন্তু ইতঃপূর্বেই বারুক জায়ীদিগের নিকট “কাহার' প্রাপ্ত হইয়া, মহারাজ বিশেষ আনন্দিত হইয়াছিলেন ॥১৬ মুসলমানই স্তাহার ধর্মনীতির যৌক্তিকতা এবং উপযোগিতা স্বীকার করিয়াছেন। টঙ্কের রাজা অকিঞ্চিৎকর উৎসবের বিশেষ বিরোধী ছিলেন। ভুপালের স্বচতুর রিজেন্ট-বেগমও টঙ্কের রাখার কঠোরতা অবলম্বনের প্রশংসা করিয়াছেন। ধর্মভীরু লোকের মধ্যেও সৈয়দ বহু শ্যি প্রাপ্ত হন। কথিত হয়, তাহার বক্ততা এত কার্যকরী হইয়াছিল যে, দিল্লীর খলিফাগণ সম্যক বিচার করিয়া, অবশিষ্ট কাপড়, তাহাদের প্রভুদিগের নিকট ফেরত পাঠাইয়াছিল। -

el Compare Murray's "Runjeet Singh", p. 146,149. on attatva otta বিশ্বাস যে, ইয়ার মামু বিষ প্রয়োগ করিয়াছিলেন। ফলে, “গাজী”গণ অনেক কষ্ট পাইয়াছিল,—তাহারা তাহাও বলিয়া থাকে। -

সেনাপতি ভেন্টুর অবশেষে লয়লা' নামক একটি অশ্ব লইতে সমর্থ হইয়াছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে ঐ নামের ঘোটক স্থানান্তরিত করা হইয়াছিল কিনা, তাহা সন্দেহমূলক। জাৰায় কোন সময়ে ঘোষিত एक्क cरु, बैँ अष পূর্বেই মৃত্যুমুখে •lfs's ofts (Capt. Wade to the Resident at Delhi, May 17th, 1829)