পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ છે જી শিখ-ইতিহাস আমীরগণ ইংরাজদের প্রতিও সস্তুষ্ট নহে ॥২৬ সিন্ধু রাজগণের নিকট যে প্রস্তাব উত্থাপিত হইয়াছিল, তাহার উদ্দেশ্য ও মর্ম, গবর্ণর জেনেরল অমুসন্ধিৎস্থ অভ্যাগত মিত্ৰ-রাজের নিকট কখনও ব্যক্ত করেন নাই। শাস্তিস্থাপনের জন্য স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তিনি যেরূপ ব্যবস্থা করিতে প্রবৃত্ত হইয়াছেন,—তাহার ভয়, পাছে রণজিৎ সিং তাহার উদ্দেশু অবগত হইয়া প্রস্তাবিত কার্যকলাপের কোন আস্তরায় উপস্থিত করেন।২* রণজিৎ সিং হয়তো বুঝিতে পারিয়াছিলেন,—র্তাহার প্রতি ইংরাজদিগের আর সে বিশ্বাস নাই –তিনি ইংরাজদিগের অবিশ্বাসভাজন হইয়াছেন; কিংবা তদ্বিষয়ে হয়তো তাহার সে ধারণা আদৌ জন্মে নাই। যাহা হউক, সিন্ধুনদে বাণিজ্য-পোত পরিচালনা করিতে হইলে, মহারাজকে পক্ষভুক্ত করা আবশুক ; পরস্তু তদ্বিষয়ে বহুকালাবধি জল্পনা-কল্পনা চলিতেছিল এবং তৎপক্ষে ইংরাজ কর্তৃপক্ষগণ বহুদূর অগ্রসর হইয়া ছিলেন। সে ক্ষেত্রে ইংরাজগণ যদি কোন বিষয় গোপন করিবার চেষ্টা না করিতেন, তাহা হইলে ব্রিটিশ গবর্ণমেণ্টের মর্যাদা অক্ষুণ্ণ থাকিত ;–কর্তৃপক্ষগণ নীতি-সঙ্গত কার্যই করিতেন । পরিব্রাজক মুরক্রফট বেশ বুঝিয়াছিলেন, ইংরাজদিগের বাণিজ্য-বিষয়ের সুবিধার জন্ত সিন্ধুনদ বিশেষ উপযোগী। সিন্ধুনদে বাণিজ্য-পোত পরিচালনা করিতে পারিলে, ক্রমশঃই বাণিজ্যের শ্ৰীবৃদ্ধি সাধন হইবে ॥২৮ সিন্ধুনদ ও শাখা-নদীসমূহে বাণিজ্য-পোত পরিচালনার প্রস্তাব ভারত-গবর্ণমেণ্ট অনুমোদন করিলেন ; অধিকাংশ লোকের যাহাঁতে স্বমঙ্গল হয়, যাহাতে অধিকাংশ লোক ধনৈশ্বর্যশালী হয়, সেই হিতবাদ-প্রথা প্রচারকগণ ভিন্নমত প্রকাশ করিলেন না। রাজা উইলিয়মের প্রদত্ত উপঢৌকনসমূহ জলপথে রণজিৎ সিংহকে পাঠাইবার উদ্দেশ্য এই যে, তদ্বারা কৌশলে সিন্ধুনদে বাণিজ্য-ব্যবসায় সম্পর্কে অভিজ্ঞতা লাভ হইতে পারিবে । গঙ্গা নদীর বাণিজ্য ব্যবসায়ের লাভালাভ অপেক্ষা, সিন্ধুনদে বাণিজ্য-ব্যবসায় চালাইলে লাভ সম্ভাবনা অধিক, ২১ লেফটেন্যান্ট বারনেসের পরীক্ষার ফলে তাহ স্থিরীকৃত হয় ; লর্ড উইলিয়ম বেণ্টিঙ্কেরও তাঁহাতেই বিশ্বাস জন্মে। র্তাহার মতে বিশ্বাসের আরও প্রকৃষ্ট কারণ ছিল ; তাহার বিশ্বাস,—এক সময়ে পশ্চিমদেশীয় উপত্যক, পূর্বদেশীয় স্থানের ন্যায় জনাকীর্ণ ছিল। তিনি ক্ষণকালের জন্য ভাবিয়া ২৬ । Murray Runjeet Singh, p. 167. সিন্ধিয়ার সৈন্য সম্বন্ধে রণজিৎ সিংহের এই বিবরণ, দাবরা ও মিঞানি বিজয়ীর পক্ষে সন্তোষজনক নহে। যদিও মহারাজ তাঁহাদের সাহসিকতার নিন্দ করেন নাই, কিন্তু তাহীদের শিক্ষার ও সাজ-সজ্জার নিন্দা করিয়াছেন। যাহা হউক ১৮৩৪ খৃষ্টাব্দে সা সুজার আক্রমণেই রণজিৎ সিংহের এইরূপ সিদ্ধান্তের সততার পরিচয় পাওয়া গিয়াছে । २१ ॥ Murray's "Runjeet Singh," p. 167, 168, কাপ্তেন মারের গ্রন্থের দশম অধ্যায় ; রূপারের দরবারের বিষয়, মিঃ প্রিলেপের লেখনী প্রস্বত ; গবর্ণমেণ্টের সেক্রেটরীরূপে তিনি তৎকালে গবর্ণর জেনারেলের সহিত ছিলেন। st I waartsia aatsstal (Moorcroft, Travels p. 338.) sa i Government to Colonel Pottinger. Oct. 22nd 1831. and Murray's *Runjeet Singh', p. 153.