পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু २9*** উদ্বেগু সাধনে কৃতসংকল্প হইয়াছেন ; স্বতরাং সিন্ধুনদ ও শতদ্রুতে সাধারণের মঙ্গলার্থ বাণিজ্য পোত পরিচালনার অনুমতি প্রদানে স্বীকৃত হইলেন। এই নৌ-ব্যবস্থা পর্যবেক্ষনার্থ মিথেনকোটে একজন ইংরেজ কর্মচারীর বাসস্থান নির্দেশ করিয়া দিলেন ।৩৯ বহুদিনের মিত্ৰগণের সহিত বিবাদে প্রবৃত্ত হইয়াছেন, সে ভাব প্রকাশ করিতে মহারাজ আদৌ ইচ্ছা করেন নাই। ইংরাজদিগের বাণিজ্য নীতির প্রভাবে তাহার রাজনৈতিক ক্ষমতা অনেকাংশে হ্রাস হইয়াছে, এবং তজ্জন্ত তিনি শিকারপুর আক্রমণের সংকল্প কিছুকালের জন্য পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছেন ;–কাপ্তেন ওয়েডের নিকট সে বিষয় গোপন রাখিতে রণজিৎ সিং কখনও চেষ্টা করেন নাই ॥৪০ এক্ষণে সা-স্বজা নূতন আশার উদ্দীপনায় অনুপ্রাণিত হইয়া উঠিলেন। তাহাতে সিন্ধুতীরবর্তী বিভিন্ন জাতির সহিত ইংরাজদিগের সম্বন্ধ কিছু জটিল হইবার উপক্রম হইল। পূর্বেই বর্ণিত হইয়াছে, সেই হতভাগ্য সম্রাট ১৮২১ খ্ৰীষ্টাব্দে লুধিয়ানায় গিয়া বাস করিতে আরম্ভ করেন । তথায় অবসরক্রমে খোরাসান পুনরধিকারের বিষয় মনে মনে স্থির করিতে থাকেন। ১৮২৬ খ্ৰীষ্টাব্দে তিনি রণজিৎ সিংহের সহিত এ বিষয়ে চিঠিপত্র লিখিতে প্রবৃত্ত হন ; রণজিৎ সিংহ সর্বদাই দুঃখ প্রকাশ করিতেন যে, সা কখনও তাহার অতিথি অথবা বন্দী হইলেন না। - ১৮২৭ খ্ৰীষ্টাব্দে তিনি ( স-স্বজ , ব্রিটিশ গবর্ণমেণ্টের নিকট এই প্রস্তাব উত্থাপন করিলেন ; উত্তরে জানিলেন ;–রণজিৎ সিং কিংবা সিন্ধিয়ানদিগের সাহায্যে তিনি আপন রাজ্য পুনরুদ্ধার করিতে সম্পূর্ণ অধিকারী এবং এতদুদেণ্ডে তাহার প্রস্তাব সাদরে গৃহীত হইবে । কিন্তু যদি তিনি অকৃতকার্য হন, তাহার বর্তমান জাপ্রয়দাতা পুনরায় তাহাকে গ্রহণ করিবেন না।** সৈয়দ আমেদের প্রভূত্ব স্থাপিত হইলে পেশোয়ারের কার্যকলাপে বিশৃঙ্খলা উপস্থিত হইল ; ১৮২১ খ্ৰীষ্টাব্দে সা উৎসাহিত হইয়া, রণজিৎ সিংহকে জানাইলেন যে, শিখ সৈন্যের সাহায্যে অতি সহজেই হৃতরাজ্য পুনরুদ্ধার করিয়া, তিনি আর একবার স্বাধীন ভাবে রাজত্ব করিতে সমর্থ হইতে পারেন । বৃথা আশায় মহারাজা তাহাকে আনন্দিত করিতে লাগিলেন ; ইংরাজগণ এদিকে পুনঃপুনঃ তাহাকে সতর্ক করিয়া দিলেন। স্বতরাং ভূতপূর্ব সম্রাটের সকল আশাই নিমূল ৩৯। স্বাদশ ও ত্রয়োদশ পরিশিষ্ট দ্রষ্টব্য। প্রথমতঃ, জিনিষের মাণ্ডলের তালিকা প্রস্তুতের কথ}; উঠে। তদনন্তর প্রতি নৌকার জন্ত করাদায়ের বন্দোবস্তই শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হয়। হিমালয় হইতে সমুদ্র পর্যন্ত রাজস্বের পরিমাণ, ৫৭• টাকা নির্দিষ্ট হয়। এতন্মধ্যে লাহোর গবর্ণমেন্ট, শতদ্রুর দক্ষিণ তীরস্থিত রাজ্যের জন্ত ১৫৫ টাকা ৪ অান এবং পশ্চিম তীরস্থিত রাজ্যের জন্ত ৩৯ টাকা e আন}, as "if otte; zoo, o ostroy of l (Govt. to Capt Wade, 9th June, 1834, and Capt. Wade, to Govt. 13th Dec, 1835. ) s. I Capt. Wade to Government, 13th Feb. 1832. s: l Capt. Wade to the Resident at Delhi, 25th July. 1826. ss Resident at Delhi to Capt. Wade, 25th July, 1827,