পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ২২১ আধিপত্য বিস্তৃত হইবে ; অধিকন্তু কোহিমুর হীরক খণ্ডের জন্য তিনি মহারাজকে এক ত্যাগ-পত্র প্রদান করিবেন । মহারাজ ক্ষণকাল কর্তব্য স্থির করিতে পারিলেন না ; পেশোয়ারে অতিরিক্ত স্বত্ব পাইতে, তিনি অভিলাষী ছিলেন বটে ; কিন্তু কৃতকার্যতা লাভ করিতে পারিলে, সা যে আপনার দুরভিসন্ধি সাধনের চেষ্টা করিবেন, সেই কথা মনে করিয়া মহারাজ ভীত হইয়া পড়িলেন । P৮ অধিকন্তু তিনি ইংরজেদিগের প্রকৃত উদ্ধেশু, নিশ্চিত জানিতে বাসনা করিলেন ; এতদুদেশ্ব রণজিৎ সিং ইংরাজদিগকে বলিলেন যে, যুদ্ধ-বিগ্ৰহাদি সকল কার্যেই তাহারা পক্ষভুক্ত থাকিবেন ; তিনি আরও কহিলেন, আফগানদিগের প্রতি কদাচ তিনি বিশ্বাস স্থাপন করিতে পারেন না ।5* তিনটি পক্ষেরু প্রত্যেকটিরই বিভিন্ন এবং বিপরীত উদ্দেশ্য ; অধিকন্তু পরস্পরের উদ্দেশু পরস্পর বিরুদ্ধধর্মাক্রান্ত । ন্যায্য-স্বত্বাধিকারী রাজনৈতিক অধীশ্বরের হৃতরাজ্যের পুনরুদ্ধারকল্পে সাহায্য প্রদান করিয়া, রণজিৎ সিং সিন্ধুদেশের আমীরগণের সহিত বিবাদে প্রবৃত্ত না হন— বাণিজ্যনীতি অনুসারে ইংরাজগণ তদ্বিষয়ে এক আপত্তি উত্থাপন করিয়াছিলেন ; রণজিৎ সিংহের ইচ্ছা—তিনি সে প্রতিবাদ প্রত্যাখ্যান করেন। ভূতপূর্ব সম্রাট ভাবিলেন, র্তাহাকে সম্পূর্ণরূপে করায়ত্ত করা বা শাসনাধীনে রাখাই, মহারাজার প্রকৃত ইচ্ছ। সুতরাং তাহার সিন্ধু-ব্যবচ্ছেদের মন্ত্রণ ব্যর্থ হইল।*9 অন্য পক্ষে তালপুর আমীরগণ কপটাচারে কৌশলক্রমে শিকারপুরের উদ্ধার-সাধন করিবেন মনস্থ করিলেন । এতদুদেখে যাহাতে শিখ শাসনকর্তার এবং সা’র মধ্যে পরস্পর সন্ধি স্থাপিত না হয়, সে পক্ষে তাহাৱt চেষ্টা করিতে লাগিলেন ॥৫১ রণজিৎ সিংহের সহিত সা কুজী কোনরূপ সন্তোষজনক সন্ধি-সর্তে স্বীকৃত হইতে পারেন নাই। কিন্তু প্রধানত: শিকারপুর রাজ্য সম্বন্ধে তাহার নিরপেক্ষতা অত্যাবগুকীয় বলিয়া প্রতীয়মান হওয়ায়, রণজিৎ সিংহের সহিত সা এক সন্ধি স্থাপন করিলেন । তাঁহাতে সিন্ধু-নদের অপর তীরস্থিত প্রদেশগুলি এবং শিখদিগের অধিকৃত রাজ্যসমূহ সকলই মহারাজের হস্তে সমৰ্পিত হইল।** ইংরাজগণও র্তাহার কার্যের আর প্রতিবাদ করিলেন না ; অধিকন্তু তাহাকে আশ্বাস প্রদান করা হইল যে, নির্দিষ্ট হারে তাহার পরিবারবর্গকে প্রতি বৎসর বৃত্তি প্রদত্ত হইবে ; স্বতরাং প্রত্যাবর্তনের জন্য পূর্বের ন্যায় আর র্তাহার প্রতি কোনরূপ কঠোর আদেশাঙ্কা প্রচারিত হইল না।°৩ অধিকন্তু র্তাহার বাৎসরিক so I Capt. Wade to Government, 13th Dec. 1832. sa I Capt., Wade to Government, 31st Dec. 1832. e - I Capt. Wade Government, 9th April, 1833, ex | Capt. Wade to Government, 27th March, 1833. ৫২। এই সন্ধিই ১৮৩৮ খৃষ্টাব্দের ত্রিপক্ষীয় সন্ধির ভিত্তি গঠন করিয়াছিল । ১৮৩৩ খৃষ্টাব্দের মার্চ মাসে এই সন্ধিপত্র লিখিত হয় বটে ; কিন্তু পরিশেষে ঐ বৎসরের আগষ্ট মাসে সকলেই সেই সন্ধি-সর্তে #5 on 1 (Capt. wade to Government, 17th June, 1834.) to Government to Capt., Wade, 19th Dec, 1932.