পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨૨ শিখ-ইতিহাস বৃত্তির তৃতীয়াংশ তাহাকে অগ্রিম দেওয়া হইল। কিন্তু সেই সময়ে রাজনৈতিক প্রতিনিধি, জনসাধারণের মনে এইরূপ বিশ্বাস জন্মাইতে অভিলাষী হইলেন যে, সা’র কার্যকলাপে বৃটিশ গবর্ণমেণ্টের কোনই স্বাৰ্থ নাই; সম্পূর্ণরূপ নিরপেক্ষতা অবলম্বন করাই গবর্ণমেণ্টের উদ্বেগু এবং তাঁহাদের স্থূলনীতি। তিনি আরও বলিলেন,—দোস্ত মহম্মদকেও তাহার পত্রের উত্তরে এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করা যাইতে পারে।৫৪ মহম্মদ আজীম খার মৃত্যুর পর, দোস্ত মহম্মদ সমগ্র কাবুলের অধিপতি হইয়াছিলেন ; কিন্তু ইংরাজদিগের কার্যকলাপে তিনি সহসা ভীত হইয়া উঠিলেন। ১৮৩২ খ্ৰীষ্টাবো, তিনি সিন্ধুদেশের আমীরগণকে সতর্ক করিয়া বলিলেন, 'সা-স্বজা সৈন্যসমভিব্যাহারে শিকারপুর রক্ষার জন্ত নিশ্চয়ই আগমন করিতেছেন ; সুতরাং ইংরাজগণকে যাহাতে শিকারপুরে কোনরূপ বাণিজ্য-কুঠ প্রস্তুত করিতে না দেওয়া হয়, সে পক্ষে তাহারা দৃষ্ট রাখিবেন ।** অতঃপর প্রচলিত রীতি অনুসারে তিনি ভারতের অপরাপর অধীশ্বরদিগের মনোগত ভাব জানিবার জন্য, তাহাদিগের সহিত পত্রালাপে প্রবৃত্ত হইলেন । ১৮৩৩ খ্ৰীষ্টাব্দে ফেব্রুয়ারী মাসের মধ্যভাগে, সা-স্বজা লুধিয়ানা পরিত্যাগ করিলেন । তখন র্তাহার সহিত প্রায় ২,০ •,• • • দুই লক্ষ টাকার সম্পত্তি এবং তাহার আজ্ঞাধীনে অচ্যন তিন সহস্র সশস্ত্র সৈন্য ছিল ৭৬ ভাওয়াল খাঁর নিকট তিনি একটি কামান ও কয়েকটি উষ্ট প্রাপ্ত হন। ঃপর মে মাসের মধ্যভাগে সিন্ধুনদ অতিক্রম করিয়া, তিনি নিবিস্ত্রে শিকারপুরে প্রবেশ করিলেন। সিন্ধিয়ানগণ র্তাহাকে কোনই বাধা প্রদান করিল না বটে, কিন্তু তাহারা কোনরূপ সাহায্যও করিল না। পরিশেষে তাহারা ভাবিয়া দেখিল,—“আপনাদিগের বৈভব সা’র হস্তে সম্প্রদান করিলে নিজেদের ধ্বংসই অবশুম্ভাবী ; স্বতরাং তাহাকে আর প্রশয় না দিয়া, তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হওয়াই শ্রেয় ।" কিন্তু ১৮৩৪ খ্ৰীষ্টাব্দের ১ই জানুয়ারী শিকারপুরের অনতিদূরে তাহারা সম্পূর্ণরূপে পরাজিত হইয়া, স্বেচ্ছাক্রমে সা স্বজাকে নগদ ৫,০০,০• • পাচ es l Government to Capt. Faithful, Acting Political Agent, 13th Dec, 1832, and to Capt. Wade, 5th and 9th of March, 1833. ae ৷ ভাওয়ালপুরের ইতিবৃত্তে জানা যায়, দোন্ত মহম্মদ এইরূপ আদেশ প্রচার করিয়া আমীরদিগকে বিচলিত করিয়াছিলেন। ইহা হইতে সিদ্ধাস্ত করা যাইতে পারে যে, বাণিজ্য ব্যপদেশে কাবুল পর্যন্ত সমগ্র দেশে পূর্বে যে সকল রেসিডেন্সি' বা 'কুঠি' নির্মিত হয়, তাহা ক্রমে ক্রমে সৈনিক-বিভাগীয় দুর্গ অথবা ছাওনীতে পরিণত হইয়াছিল। দোন্ত মহম্মদের প্রধান উদ্বেগু সা স্বজাকে দূরে রাখিবেন। তিনি ভাবিতেন,—যতদিন লাহোর আক্রান্ত না হইবে, ততদিন ইংরেজ হইতে র্তাহার বিপদাশঙ্কা অতি বিরল। ইংরাজগণ সা স্বজার সহিত কতদূর লিপ্ত ছিলেন, তাহ নির্ণয় করিতে হইলে, নিম্নলিখিত গ্রন্থ * I (See the ‘Asiatic Journal', xix. 38, as quoted by Professor Wilson in Moorcroft's Travels', note, p. 340, vol. ii.) eel Capt. Wade to Government, 9th April, 1833.

    • I Capt. Wade to Government, 25th Aug. 1833, and the Memoirs of the Bhawulpur Family. -