পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ૨8 শিখ-ইতিহাস খ্ৰীষ্টাব্দে হরি সিং, আটকের উত্তরস্থ কতকগুলি মুসলমান জাতিকে শেষবার পরাজিত করিলেন ; তাহাদিগকে দৃঢ় শৃঙ্খলে আবদ্ধ রাখিবার জন্য, সিন্ধুনদের দক্ষিণ, তীরে এক দুর্গ নির্মিত হইল ॥৬৫ ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে একদল সৈন্য ডেরা ইসমাইল-খা অতিক্রম করিয়া, তাহারা টাক এবং বান্ন, প্রদেশস্থ আফগানদিগের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিল। কিন্তু একটি পার্বত্য দুর্গ আক্রমণ করিতে গিয়া, বহুসংখ্যক সৈন্য পরাজিত হইল এবং উচ্চপদস্থ একজন সেনানী ও ৩০০ তিন শতাধিক সৈন্য সেই যুদ্ধে প্রাণত্যাগ করিল। এই পরাজয়ে মহারাজ বিরক্ত হইলেন । ইংরাজ-কর্তৃপক্ষগণের নিকট বিশেষ বিশেষ বিভিন্ন প্রকার জ্ঞাতব্য বিষয়ের বিবরণ প্রদান করিতে, আপন প্রতিনিধিকে আদেশ করিলেন । কিন্তু পাছে র্তাহারা, মহারাজের সৈন্যদলের শ্রেষ্ঠত্ব বিষয়ে সন্দিহান হইয় নিন্দাবাদে প্রবৃত্ত হন, এই আশঙ্কায় তিনি কাপ্তেন ওয়েডকে স্মরণ করাইয়া দিলেন যে, পূর্বেও একবার এইরূপ ঘটিয়াছিল ; কিন্তু যতদিন অবিশ্বাসের কোন কারণ উপস্থিত না হইয়াছিল, ততদিন তাহার অদূরদর্শী কর্মচারিগণ বিলম্ব করে নাই ; বস্তুতঃ জেনারেল ( সেনাপতি ) গিলেসপি এবং কালাঙ্গার গুধর্ণদিগের ব্যবহারই, পূর্ব ব্যাপারের প্রকৃষ্ট দৃষ্টান্ত ॥৬৬ ১৮৩৩ খ্ৰীষ্টাব্দে কটোচের সংসার চাদের পৌত্র স্বদেশে প্রত্যাবর্তন করিতে বাধ্য হইলেন । সংসার চাদের যশোখ্যাতিতে ভাবী বংশ কতকাংশে রাজকীয় সম্মান এবং আধিপত্য-প্রতিপত্তি প্রাপ্ত হইয়াছিল। এই কারণে লুধিয়ানার মধ্য দিয়া আগমনকালে, পথিমধ্যে ইংরাজ রাজ-প্রতিনিধিগণ র্তাহাকে মহাসমাদয়ে অভ্যর্থনা করিলেন । মহারাজ হৃদয়হীন বা নির্মম ছিলেন না ; অথবা কুট রাজনীতির অনুরোধে তিনি কাহাকেও নিরাশ করিতে অভিলাষী ছিলেন না । সেই যুবকের আগমনে মহারাজ তাহাকে ৫ •,• • • পঞ্চাশ হাজার টাকার একটি জায়গীর বা যোধভূমি প্রদান করিলেন।৬ সেই বৎসরই ইংলণ্ডের রাজার জন্য কিছু উপঢৌকন লইয়া, একজন রাজাকে কলিকাতায় প্রেরণ করিবার প্রস্তাব করিলেন। সিন্ধুদেশ আক্রমণকল্পে তিনি এক কল্পনা স্থির করিয়াছিলেন ; তদ্বিষয়ে সাধারণের মত নির্দেশ করাই সম্ভবতঃ তাহার উদ্দেশু ছিল । পরিশেষে ১৮৩৪ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে, গুজার সিং মজিথিয়া প্রমুখ প্রতিনিধিগণ কলিকাতায় প্রেরিত হইলেন ; তাহারা প্রায় দেড় বৎসর কাল তথায় ছিলেন ॥৬৮ যখন মিঃ মুরক্রফট লুদাকে অবস্থান করিতেছিলেন, ( ১৮২১ খ্ৰী ইত্যাদি ) তখন তৎপ্রদেশের সকলেই রণজিৎ সিংহের ভয়ে সশঙ্কিত ছিলেন। কাশ্মীরের শিখ-শাসনকর্তা we Captain Wade to Government, 7th Aug. 1832. «w capt wadeto Govt, oth May, 1834 Go-Toto ist sofort ist দেশ শাসনাধীনে আনিতে দুই বৎসরেরও অধিক সময় লাগিয়াছিল । ( Capt wade to Govt. 7th and 13th July, 1836.)

    • I Capt. Wade to Goverment, 9th Oct., 1833, and 3rd June, 1835.

ev 1 Capt. Wade to Government, 11th Sept. 1834, and 4th April, 1836,