পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ૨જી শিখ ইতিহাস স্বীকৃত হইলে, হায়দ্রাবাদের নূর মহম্মদ মহারাজাকে শিকারপুর প্রদান করিতে স্বীকৃত হন।" - এই প্রস্তাবেও ইংরাজগণ প্রতিবাদী না হইয়া থাকিতে পারিলেন না। অধিকন্তু রণজিৎ সিংহেরও সিন্ধিয়ানগণের প্রতি সেরূপ বিশ্বাস ছিল না। তাহীদের উচ্ছৃঙ্খলতা দমনে কৃতসঙ্কল্প হইয়া মহারাজ বিতাড়িত কালহোরাদিগের একজন প্রতিনিধিকে সিন্ধুনদের পরপারস্থিত রাজেনপুর নামক স্থানে বৃত্তিভোগী অবস্থায় আবদ্ধ রাখিয়াছিলেন। ৭২ এক্ষণে র্তাহাদের উভয়ের এবং বারুকজায়ীদিগের মনে ভীতি সঞ্চারার্থ, সী লুধিয়ানায় প্রত্যাবৃত্ত হইলে, র্তাহার সহিত মহারাজ পুনরায় সন্ধি প্রস্তাব করিতে লাগিলেন ।৭৩ কিন্তু তাহার মিত্র ইংরাজদিগের সহিত ব্যবহারেই বিশেষ গণ্ডোগোল উপস্থিত হইল । র্তাহার অসন্তোষের যাথার্থ প্রমাণ করিতে হইলে, “মুজারি দম্ব্যদল আমারদিগের নিকট যে গুপ্ত সাহায্য প্রাপ্ত হইয়াছিল, তাহার দৃষ্টান্ত তামাকে প্রদর্শন করিতে হইবে ॥৭৪ তাহাকে আরও সপ্রমাণ করিতে হইবে যে, শিকারপুর—খোরাসানের শাসন-কর্তাদিগের অধীন।76 তাহাকে দেখাইতে হইবে,--“সিথেনবোটের দক্ষিণে যে নিম্নগামী নদী বর্তমান' তাহা সিন্ধুনদ নহে,-পরন্তু উহা সন্ধিপত্রে উল্লিখিত শতদ্রু নদী বলিয়া পরিচিত । তাহাদের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সেই চিরস্মরণীয় উদ্যান এতকাল এই নদীর প্রাবল্যেই এইরূপ সৌন্দর্য এবং অভিনবত্ব লাভ করিয়াছে। এই নদীই পথিমধ্যস্থিত ভূখণ্ডের উর্বরতা বিধান করিয়া সমুদ্রে পতিত হইয়াছে —তাহাতে পূর্বখণ্ডের মিত্র-রাজশক্তি দ্বয়ের অধিকৃত রাজ্যসমূহ পৃথকীকৃত হইলও, দেখিলে বোধ হয়, যেন উহারা অবিভক্তই রহিয়াছে।" ৬ কিন্তু সিন্দুমদে বাণিজ্যপোত পরিচালনার্থ, ইংরাজগণ সিন্ধু দেশের সহিত সেই মর্মে এক সন্ধি স্থাপন করিয়াছিলেন । সুতরাং রণজিৎ সিংহের সেই প্রস্তাব, র্তাহাদের নিকট as I Captain Wadc to Government, 6th Feb, 1835. as Captain Wade to Government, 17th June, 1834. Hots of, onto Colfatts স, কালহোরা' সম্প্রদায়ভুক্ত ছিলেন। ইনি তালপুরগণ কর্তৃক বিতাড়িত হন। কাবুল হইতে তিনি জায়গীরস্বরূপ রাজেনপুর প্রাপ্ত হন, এবং রণজিৎ সিং তাঁহা সংরক্ষণ করেন। কথিত হয়, এই রাজ্যে ১,০০,০০০ এক লক্ষ টাকা রাজস্ব আদায় হইত ; এতন্মধ্যে রাজকোষের জন্ত কতকাংশ স্বতন্ত্র করিয়া রাখা হইত। বস্তুত:, ঐ জেলার প্রকৃত মূল্য ৩•,••• ত্রিশ হাজার টাকার অধিক নহে। no l Captain Wade to Government, 17th April, 1835, and other letters of the same year. ( ঐ বৎসরের অন্যাস্ত পত্রাদি ) l তখনও মহারাজ বলিতেছিলেন যে, সা-স্বজার কৃতকার্যতায় ইংরাজগণ সাম্য-নীতি অবলম্বন করিবেন । ইহার উদেখা—হয়ঙ্গে, আমেদ সার সর্বশ্রেষ্ঠ বংশের জুত্ব, মহারাজের মনে তখনও জাগরিত ছিল। কিন্তু তাহার অন্ত উদ্দেগু, ইউরোপীয় মিত্ৰগণের নিকট তাহীদের প্রকৃত অভিসন্ধি জ্ঞাপন করা। as l Capt. Wade to Govt., 5th Oct, 1836, he Capt. Wade to Govt., 15th Jan. 1837. aw I Capt. Wade to Govt., 5th Oct., 1836.