পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 9. о শিখ-ইতিহাস দিলেন।৮৯ ইংরেজগণ র্তাহাকে যে বাধা প্রদান করিয়াছেন, কিরূপে তিনি সে সকলই ভুলিয়া গিয়া ইংরাজদিগেকে ক্ষমা করিয়াছেন, তৎপ্রদর্শনার্থ পৌত্রের বিবাহোপলক্ষে গবর্ণর জেনেরল মহোদয়কে আমন্ত্রিত করিয়াছিলেন। রণজিৎ সিং এই পৌত্রকেই সিন্ধুবিজয়ী বলিয়া ঘোষণা করিবেন, মনে করিয়াছিলেন ৯৩ যাহা হউক তিনি নিরাশ হইলেন না ; তাহার আশা রহিল, কোন একদিন উদ্বেগু সফল হইবে। তিনি আমীরদিগের সহিত রাজ্যের সীমা বন্দোবস্ত স্থির করিয়া লইলেন না ; মাজারীদিগের উপর আধিপত্য সম্বন্ধে যে প্রশ্ন উত্থাপিত হইয়াছিল, তাহার মীমাংসাও স্থগিত রহিল ॥৯১ রোজান পরিত্যাগ করিতেও তাহার ইচ্ছা ছিল না ; ঐ স্থান শিখদিগের অধিকারেই রহিল। ১৮৩৮ খ্ৰীষ্টাবো তত্ৰত্য শাসনকর্তা অধীনতা স্বীকার করিলেন ; তিনি শিখ রাজকে রীতিমত কর প্রদান করিতে লাগিলেন। অতঃপর ঐ স্থান শিখ-রাজ্যের অন্তভুক্ত হইয়া গেল ॥৯২ আফগানিস্থানের বারুকজায়ী” শাসনকর্তৃগণের সহিত কয়েক বৎসর ধরিয়া ইংরাজদিগের কি সম্বন্ধ ছিল,—এক্ষণে তাঁহাই নির্দেশ করা আবশ্বক। পূর্বেই বর্ণিত হইয়াছে, ১৮২৩ খ্ৰীষ্টাবে, পেশোয়ার শিখদিগের করদ-রাজ্য ভূক্ত হয়। তাহার অব্যবহিত পরেই মহম্মদ আজীম খাঁ মৃত্যুমুখে পতিত হন । ফতে খ এবং মহম্মদ আজম উভয়ে যে আধিপত্য বিস্তার করিয়াছিলেন, তৎপুত্র হবিবুল্লা তাঁহারই নামমাত্র অধীশ্বর হইলেন । কিন্তু কিয়ংকাল পরে বুঝা গেল, যুবক অব্যবস্থিত চিত্ত ; তাহার অস্বাভাবিক ক্রিয়াকলাপে তাহার ধুর্ত এবং অধাৰ্মিক পিতৃব্য, দোস্ত মহম্মদ খাঁ, নিজ সম্পত্তি বলিয়া কাবুল, গজনী এবং জালালাবাদ অধিকার করিতে সমর্থ হইলেন। তাহার ভ্রাতৃগণের দ্বিতীয়দল স্বাধীনভাবে কান্দাহার শাসন করিতে লাগিলেন ; এবং তৃতীয় দল রণজিৎ সিংহের করদস্বরূপ পেশোয়ারে রাজত্ব করিতে থাকিলেন ৩ ১৮২৪ খ্ৰীষ্টাৰে পরিব্রাজক মি. মুক্তফট, বারুকজায়ীদিগের সদ্ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হইয়াছিলেন । কিন্তু তাঁহাদের প্রতিপোষকতায় র্তাহার বহু অর্থ ব্যয় হইয়াছিল ।** কয়েক বৎসর অতীত হইলে, পেশোয়ারের মুলতান মহম্মদ খাঁ, বিদেশীয়গণের আগমনে ভীত হইয়া, লুধিয়ানার রাজনৈতিক প্রতিনিধিকে সকল বিষয় বিজ্ঞাপনে প্রবৃত্ত হইলেন।** ১৮২১ খ্ৰীষ্টাবে স্বাধীন রাজার ন্যায় ব্রিটিশ và ! Compare Capt, .Wade to Govt., 11th Jan. 1837, ##fafừc#ã xifšG sĩỹ# অবস্থাতেই কেন বন্ধুতাচরণ করিতে হইবে, তাহার দৃষ্টান্তস্বরূপ মারহাট্ট শক্তির ধ্বংসের কথা সর্বদাই রণজিৎ সিং উল্লেখ করিতেন। . as I Capt. Wade to Góvrnment, 5th Jan. 1837. as Capt. Wade to Govt., 13th and 15th Feb., 8th July and 10th Aug 1837. as o Capt. Wade to Govt. 9th Jan. 1838. so I Compare Moorcroft, "Travels," ii. 345 &c. and Moonshee Mohun Lal, “Life of Dost Mahomed Khan', i, 130, 153 &c. as 1 Moorcroft, Travels', 346, 347. as I Capt. Wade to the Resident at Delhi, 21st April, 1828.