পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ૨૭8 গভর্নমেণ্টের সহিত সন্ধিস্থাপন করিতে ইচ্ছা করিলেন ৯৬ কিন্তু কয়েকটি ভ্রাতাই পরম্পর বিরোধী ছিলেন ; তাহাদের মধ্যে অনেকেই স্বতন্ত্র রাজ্য লাভের অভিলাষী হইয়া উঠিলেন। দোস্ত মহম্মদ প্রভুত্ব লাভ করিতে চেষ্টা করিলেন। কিন্তু তৎকালে পারতরাজের আক্রমণের বিষয় লোকমুখে ব্যক্ত হওয়ায়, পশ্চিমদিকে তাহারা সকলেই ভীত হইয়া উঠিলেন। পূর্বদিকে রণজিৎ সিংহ বলপ্রয়োগে রাজ্য অধিকারে প্রবৃত্ত হইলেন ; তাহাতে র্তাহারা অধিকতর ভীত হইয়া পড়িলেন। পরিশেষে আফগানিস্থানে ইংরাজপরিব্রাজকের আকস্মিক উপস্থিতিতে র্তাহীদের মনে আশার সঞ্চার হইল,—ভারতের বৈদেশিক অধীশ্বরগণ পরম্পর-বিরোধী-রাজগণের মধ্যে শাস্তি সংস্থাপন করিবেন।** ১৮৩২ খ্ৰীষ্টাব্দে স্বলতান মহম্মদ খ, পুত্রের মুক্তির জন্য পুনরায় সন্ধি-প্রস্তাব করিতে প্রয়াস পাইলেন ; তৎকালে র্তাহার পুত্র রণজিৎ সিংহের নিকট প্রতিভূস্বরূপ অবস্থান করিতেছিল। ১৮ নবাব-উপাধি-প্রাপ্ত কাবুলের জব্বর খাও ইংরাজদিগের সীমান্ত কর্তৃপক্ষগণের নিকট সেইরূপ পত্র লিখিলেন ; ১৮৪২ খ্ৰীষ্টাবে স্বয়ং দোস্ত মহম্মদ ইংরাজদিগের সহিত বন্ধুত্ব স্থাপনের প্রার্থনা করিলেন ৯ম অতি ভদ্রভার সহিত এই সকল পত্রাদির উত্তর প্রদত্ত হইল ; কিন্তু কিছুকালের জন্য দূরবর্তী শাসনকর্তৃগণের সহিত সর্বপ্রকার ঘনিষ্ঠভা পরিহার করাই যুক্তিসঙ্গত বলিয়া তাহারা অনুমান করিয়াছিলেন।199 ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে অন্যায়াচারী ‘বারুকজায়া সম্প্রদায় আরও নূতন বিপদ জালে জড়িত হইল। সা স্বজ সিন্ধিয়ানদিগকে পরাজিত করিয়া কান্দাহারে পৌছিলেন এবং অপরাপর ভ্রাতৃগণ, ইংরাজ-রাজ্যের সন্নিকটে থাকিতে আর একবার চেষ্টা করিলেন । র্তাহারা পূর্ব হইতেই ইংরাজদিগের রণকৌশল এবং অস্ত্র-শস্ত্রাদির বিষয় অবগত ছিলেন ; তাহারা জানিতেন, তোষামোদে সকলেই বশীভূত হয়। সহসা জব্বর খ* পুত্রকে লুধিয়ানায় প্রেরণের প্রস্তাব করিলেন –তিনি বলিলেন, ইউরোপীয়গণের বিজ্ঞানবলে এবং সভ্যতার ফলে পুত্রের মনোবৃত্তি উন্নত হইবে।19১ জব্বর র্থ অন্তের পক্ষাবলম্বন না করিয়া, দোস্ত মহম্মদের পক্ষ অবলম্বনের ভাব প্রকাশ করিলেন । কিন্তু তাহার স্বতন্ত্র উদ্দেশু ছিল ; se l Captain Wade to Government, 19th May, 1832. মিঃ মুরক্রফটের মধ্যস্থতায় ভ্রাতৃবর্গ পূর্বেই (১৮২৩, ১৮২৪) এই প্রস্তাব করিয়াছিলেন। ttH BBBB BBBBBS BS BBB BBD zS LLSB BBBD BBBB DDBBBDD ছিলেন। পূর্বোক্ত ব্যক্তি ১৮২৬ খৃষ্টাব্দে এবং শেষোক্ত ব্যক্তি ১৮২৮ খৃষ্টাব্দে তথায় গমন করেন। ১৮২৭ খৃষ্টাব্দে মি. ম্যাসনও পঞ্জাবের মধ্য দিয়া আফগানিস্থানে প্রবেশ করেন। এক বৎসরের মধ্যেই ডাক্তার शांब्रजांन नांभक धकछन त्रांcधब्रिकांन cनई *८थं ऊँiशंद्र अश्वडौं श्ध्णन ! s४२> धुंडेt८का शब्रजांन লাহোরে আগমন করেন। ইতিপূর্বেই তিনি ইংরাজ কর্তৃপক্ষগণের মনে বিশ্বাস জন্মাইয়াছিলেন যে, তিনি ইংরাজ গবর্ণমেণ্টের ও সা-সুজার কাবুল সম্পৰ্কীয় মন্ত্রণ বিষয়ে প্রতিনিধি নিযুক্ত হইতে চাহেন। ( Resident at Delhi to Capt. Wade, 3rd Feb. 1829) aw I Capt. Wade to Govt. 19th May. and 3rd July, 1832 as I Capt. Wade to Govt. 9th July, 1832, and 17th Jan. 1833 » . . . Govt. to Capt. Wade, 28th Feb. 1833 x -x I Capt. Wade to Government, 9th March, 1834