পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७२ শিখ-ইতিহাস ইংরাজ-জীবনের রমণীয়তার প্রশংসা করিয়া, তিনি রাজনৈতিক ক্ষমতা লাভের আশা করিলেন । এইরূপ চেষ্টায় তিনি সকলেরই সন্দেহভাজন হইয়া উঠিলেন ॥১০২ এইরূপে র্তাহার প্রতি সর্ববিষয়ে সন্দিহান হইয়া, সা কুজার গতিরোধ করিবার জন্য দোস্ত মহম্মদ কাবুল পরিত্যাগ করিলেন। কিন্তু শিখগণ ইতিমধ্যে পেশোয়ার অধিকার করিয়াছিল ; স্বতরাং কিংকর্তব্যবিমূঢ় শাসনকর্তা অনন্তোপায় হইয়া আর একবার ইংরাজদিগের সাহায্য প্রার্থনা করিলেন।১৫৩ তিনি ইংরাজদের নিকট বহুত স্বীকার করিয়া গ্রেট-ব্রিটেনের অধীনতা-পাশে আবদ্ধ হইলেন । এইরূপে নিজ রাজ্য জামিন স্বরূপ স্থাপনের চেষ্টা করিয়া তিনি সা স্বজার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। কিন্তু যুদ্ধে সা পরাজিত হইলে, উল্লাসোন্মত্ত বিজয়ী ক্ষণকালের জন্য আপন স্নি-বিপত্তির কথা ভুলিয়া গেলেন। শিখগণ পেশোয়ার অধিকার করিয়াছে বলিয়া, তিনি তাঁহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন ;–বিধর্মী আক্রমণকারিগণের সকলকে ধ্বংস করার উদ্দেশ্যে তিনি জনসাধারণকে উত্তেজিত করিয়া একটি ধর্ম-যুদ্ধ ঘোষণার চেষ্টা করিলেন ।১৭৪ তিনি গাজী’ অর্থাৎ "ধর্মরক্ষাকারী উপাধি গ্রহণ করিলেন, অনিশ্চিত ‘আমীর’ উপাধি গ্রহণ করিয়া, তাহাই তিনি উচ্চ-বংশ পরিচায়ক বলিয়া ঘোষণা করিলেন ; তিনি ভ্রাতৃগণের সম্পূর্ণ অসন্তোষের প্রতি দৃকপাত করিতেন না ; তিনি তাহাদিগকে অধীনতা-পাশে আবদ্ধ করিতে ইচ্ছা করিয়াছিলেন ; কিন্তু তাহার পক্ষে এক্ষণে ভ্রাতৃগণের সাহায্য বিশেষ আবশুক হইয়াছিল।১০৫ দোস্ত মহম্মদ খা অত্যধিক উল্লসিত হইলেন। তখনও তিনি ভিন্ন ধর্মাবলম্বীদিগের সাহায্য প্রার্থনা করিতে ইচ্ছুক ছিলেন ; ধর্মনিষ্ঠগণের ঐকাস্তিকতায়ও তাহার প্রগাঢ় বিশ্বাস ছিল। সুতরাং পেশোয়ার পুনরুদ্ধারের জন্য তিনি ভারতের ইংরাজ-অধিস্বামীদিগের সাহায্য প্রার্থনা করিলেন।১০৬ যে যুবক লুধিয়ানায় শিক্ষালাভ করিতে গিয়াছিল, সেই যুব-পুরুষই কুটনীতিকের ক্ষমতায় ভূষিত হইলেন। আমীর শিখদিগের বিরুদ্ধে ইংরাজ-কর্তৃপক্ষগণের বিদ্বেষ ও শত্রুভাব জন্মাইতে চেষ্টা করিতে লাগিলেন। ‘র্তাহার ভ্রাতুস্পুত্র এবং ইংরাজদিগের অভ্যাগতের প্রতি শিখজাতি সন্দিহান হইয়াছে ; পঞ্জাব অতিক্রম করিয়া পথিমধ্যে অনেক বাধা-বিপত্তি সহ করিয়াছে,—আমীর এইরূপ নানা কথার উল্লেখ করিলেন। কিন্তু তখনও ইংরাজগণ, স্বার্থ-সাধনোদেশে তাহার সহিত মিত্রতা-বন্ধনে আবদ্ধ হওয়া বিশেষ আবশ্বক বলিয়া মনে করেন নাই। র্তাহারা দোস্ত মহম্মদকে এই আশ্বাস প্রদান করিলেন যে, শতক্রর পূর্বাভিমুখে তাহারা নবাব জব্বর খার পুত্রের বিশেষ যত্ন করিবেন। এইরূপে র্তাহারা নানা ভাণ করিয়া আমীরের সামুনয় > •s-1 Capt. Wade to Government, 17th May. 1834. Compare Masson, "Journeys'. iii, 218, 220. So I Capt. Wade to Government, 17th June, 1834 5-s Capt. Wade to Government, 25th Sept 1834 See | Capt. Wade to Government, 27th Jan. 1835 5.s Capt, wade to Government, 4th Jan. and 13th Feb, 1835.