পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ૨૭૭ প্রার্থনার প্রকৃত উত্তর প্রদান করিলেন না। আংশিক সত্য বিষয়ের অতিরঞ্জিত বর্ণনা করিয়া, তাহার বলিলেন,—“আফগানগণ ইংরাজদিগের ন্যায় বাণিজ্য-প্রিয় ; বাণিজ্যসৌকর্যার্থে সিন্ধুনদে বাণিজ্য-পোত পরিচালন কল্পের আমীরগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বণিকজাতির এই প্রিয়তর মন্ত্রণার পক্ষপাতী।’ তাহারা আরও বলিলেন,—র্তাহাঁদের আশা, বাণিজ্য বিষয়ে যে নূতন উদ্দীপনা প্রদত্ত হইয়াছে, তাহাতে উভয় গবর্ণমেণ্টের মধ্যে বন্ধুত্ব উত্তরোত্তর বদ্ধিত হইবে ; বিস্ময়াবিষ্ট রুণকুশল আমীরকে তাহারা সরলভাবে জিজ্ঞাসা করিলেন, আফগানিস্থানের সীমা-নির্দেশক বৃহৎ নদী, এবং কাবুলের মধ্যে বাণিজ্য ব্যবসায় চালাইবার কোন সহজ গম্য পথ সম্বন্ধে তাহার কোন বিষয় প্রস্তাব করিবার অাছে কি ন! }১০৭ রণজিৎ সিংহের প্রতিও ইংরেজ শাসনবর্তৃগণ উত্তর প্রদান করিতে বাধ্য হন। এই সময়ে শত্রু ও মিত্ৰগণের মধ্যে ঘনিষ্ঠুতা গাঢ়তর হইতেছে দেখিয়া, রণজিৎ সিংসন্দিগ্ধচিত্ত হইয়াছিলেন । র্তাহার ইচ্ছা, ইউরোপীয় অধিস্বামিগণ দোস্ত মহম্মদের সহায়তা না করিয়া, তাহার পৃষ্ঠপোষণ করিবেন। এ দিকে গবর্ণর-জেনারেল ভাবিয়া দেখিলেন, বাধা দিবার চেষ্টা করিলে ঘোরতর বিপদ সম্ভাবনা । গবর্ণর-জেনারেল আরও স্থির করিলেন যে, ব্রিটিশ গবর্ণমেণ্ট যে মিত্রতার ভাণ করিয়াছেন, তাহাতে দোস্ত মহম্মদ বুঝিয়াছেন, ইংরাজ তাহার সহায়তার জন্য প্রতিশ্রত হইয়াছেন ॥১০৮ এইরূপে উভয় পক্ষ আপনাপন ক্ষমতার উপর নির্ভর করিতে বাধ্য হইলেন। শিখগণ পেশোয়ার অধিকার করিলে, আমীর র্তাহার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । রণজিৎ সিং প্রথমতঃ আমীর এবং স্বলতান মহম্মদ খাঁর মধ্যে বিচ্ছেদ সংঘটনের চেষ্টা করিলেন। রাজাভষ্ট করদ শাসনকর্তা অতি সহজেই মহারাজের প্রস্তাবে সম্মত হইলেন । র্তাহার মনে ভয়ের সঞ্চার হইয়াছিল,—রণজিৎ সিং পরাজিত হইলে, দোস্ত মহম্মদ স্বয়ং পেশোয়ার অধিকার করিয়া বসিবেন। দোস্ত মহম্মদ, খাইবার পাশের পূর্বদিকবর্তী প্রবেশ দ্বারে উপনীত হইলেন ; এবং যতদিন পর্যন্ত রণজিৎ সিংহের সৈন্যবল একস্থলে মিলিত না হইল, ততদিন রণজিৎ সিং নানারূপ প্রস্তাবে তাহার চিত্তবিনোদন করিতে থাকিলেন। ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের ১১ই মে, শিখ সৈন্ত আমীরকে পরিবেষ্টিত করিল। স্থির হইল, ১২ই মে তাহাকে আক্রমণ করা হইবে । এরূপ ক্ষেত্রে আমীর পলায়ন করাই শ্রেয়ঃ বোধ করিলেন। দুইটা কামান এবং কয়েকটি অবিশ্বকীয় দ্রব্য পরিত্যাগ করিয়া, আমীর চলিয়া গেলেন। শিখ-দূতগণ বন্দীভাবে বা প্রতিভূস্বরূপ উপস্থিত থাকিলে, যদি কোন উপকার সাধিত হয়, এতদুদেশুে আমীর সেই শিখদিগকে সঙ্গে লইতে কৃতসঙ্কল্প হইলেন। আমীর এই উদ্দেশু-সাধনের ভার, ভ্রাতা স্বলতান মহম্মদ খাঁর হস্তে অর্পণ করিয়াছিলেন ; সময় বুঝিয়া স্কুলতান মহম্মদ রণজিৎ সিংহের সহিত যোগদান করিতে কৃতসঙ্কল্প হইলেন । So a Government to Capt. Wade, 19th April, 1834 and 11th February, 1835 sv७s धृहेicकब्र खून बांप्न खांवठ्ठल विब्रान वै लूषिब्रांनांग्र cशोtइन ; पिल्लौण्ठ जषाiब्रप्नब्र अछ गां#ॉरेषां প্রথম যে কল্পনা স্থির হইয়াছিল, পরে তাহা পরিত্যক্ত হয় । - Sow I Govt. to Capt. Wade, 20th April, 1835