পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭8 শিখ-ইতিহাস প্রতিনিধিদিগকে মুক্তিদানের জন্য স্বলতান মহম্মদ রণজিৎ সিংহের প্রিয়পাত্র হইয়া উঠিলেন। স্বলতান মহম্মদ এবং তাহার ভ্রাতৃগণ পেশোয়ারে কয়েকটি জায়গীর প্রাপ্ত হইলেন। কিন্তু ঐ প্রদেশের শাসন-বন্দোবস্ত পর্যবেক্ষণের জন্য এবং সামরিক শাসন-কার্য পরিচালনার্থ একজন কর্মচারী লাহোর হইতে তথায় গমন করিলেন ॥১০৯ এক্ষণে দোস্ত মহম্মদ শিখদিগের সহিত যুদ্ধে বিরত হইলেন কিন্তু পলায়নের জন্য তিনি সাধারণের বিরাগভাজন হইয়া উঠিলেন ; অনেকাংশে তাহার সম্মান হানি হইল। ইংরাজদিগের নিকট তিনি যে সাহায্য প্রাপ্তির আশা করিয়াছিলেন, তাহার সে আশা পূর্ণ হইল না ; স্বতরাং তিনি পারস্তরাজের নিকট সাহায্য প্রার্থনা করিতে ইচ্ছা করিলেন।১১০ কিন্তু ইংরাজদিগের সহিত সম্বন্ধ স্থাপন অপেক্ষা পারস্তরাজের সহিত মিত্রতাবন্ধন রাজনৈতিক হিসাবে অল্প কার্যকরী বলিয়া প্রতীয়মান হওয়ায়, দোস্ত মহম্মদ পুনরায় গবর্ণর জেনারেলের নিকট সেই প্রস্তাব উত্থাপনের চেষ্টা করিলেন। তিনি বলিলেন, —শিখগণ অবিশ্বাসী ; বৃটিশ গবর্ণমেণ্টের স্বার্থ ও মঙ্গলকামনায় একমাত্র তিনিই জীবনোৎসর্গ করিয়াছেন।১১১ এদিকে কান্দাহারের ভ্রাতৃগণও হীরাটের সা কামরাণ কর্তৃক উৎপীড়িত ও বিপর্যস্ত হইতে লাগিলেন। দোস্ত মহম্মদ র্তাহাদিগকে কোনরূপ সহায়তা করিলেন না ; স্নতরাং তাহারা ইংরাজদিগের নিকট সাহায্য প্রার্থনা করিলেন । ইতিমধ্যে পারস্ত-রাজের আক্রমণ আশঙ্কায়, কামরাণ ভীত লইলেন ; তাহাতে কান্দাহার ভ্রাতৃগণের ভয় বিদূরিত হইল ; তজ্জন্তই তাহারা আর ইউরোপীদিগের সাহায্য প্রার্থনা করিলেন না।১১২ অন্য দিকে, রণজিৎ সিংহও ইংরাজ ও আফগানদিগের মধ্যে মিত্রতাস্থাপনের বিশেষ বিদ্বেষী ছিলেন ; দোস্ত মহম্মদকে অধীনতা পাশে আবদ্ধ করিতে রণজিৎ সিং বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। তিনি আমীরকে পেশোয়ার প্রদানের অনিশ্চিত আশা প্রদান করিয়া, তাহাকে কতকগুলি অশ্ব প্রেরণ করিতে বলিলেন । রণজিৎ সিং জানিতেন, সাধারণ লোকের মনে, অনুগ্রহ প্রদানের ধারণা জন্মাইবার ইহাই একমাত্র উপায় । দোস্ত মহম্মদ, করদরাজ্য স্বরূপেও, পেশোয়ার অধিকার করিতে অভিলাষী ছিলেন ; কিন্তু তিনি দেখিলেন, অশ্ব প্রদান করিলে, সেই উপঢৌকন কাবুল হইতে প্রেরিত হইয়াছে বলিয়া শিখগণ প্রচার করিবে । কিন্তু তাহারা পেশোয়ারের নাম উল্লেখ Sea I Capt. Wade to Govt. 25th April, and 1st, 15th and 19th May, 1835. Compare ‘Masson, “Journeys’. iii. 342 &c.; Mohun Lal's ‘Life of Dost Mohomed’, i. 172 &c.; and also “Dr. Harlan's ‘India and Afghanistan', p, 124, 158. & উপলক্ষে দোন্ত-মহম্মদের নিকট প্রেরিত দূতগণের মধ্যে ডাক্তার হারলান অন্যতম। স্থত হয়, এই সময়ে পেশোয়ার উপত্যকায় শিখদিগের ৮•,••• হাজার সৈন্ত ছিল। »e I Captain Wade to Government, 23rd Feb. 1836. witHug-asses; fos ১৮৩৫ খৃষ্টাব্দে দোস্ত মহম্মদ প্রস্তাব উত্থাপন করেন। >>, | Capt. Wade to Government, 19th July, 1836. S58 l Capt. Wade to Government, 9th March, 1836.