পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२9 ● শিখ-ইতিহাস শিক্ষার জন্ত প্রেরণ করেন ১৬৩ মহারাজের ইচ্ছা,-বৃটিশ গবর্ণমেণ্টের সহিত পত্রাদি লিখিবার সময় ঐ যুবক র্তাহাকে সাহায্য করিতে পরিবে। তখন লর্ড উইঞ্জিয়ম বেটিক পারস্ত ভাষার পরিবর্তে অতঃপর ইংরাজী ভাষায় কার্যাদি নির্বাহ করিতে ইচ্ছা করেন । মহারাজ আরও কয়েকটি বালককে লুধিয়ানার চিকিৎসালয়ে চিকিৎসা-বিদ্যা শিক্ষার জন্য প্রেরণ করেন। তৎকালে রাজনৈতিক প্রতিনিধি কর্তৃক সেই চিকিৎসালয় প্রতিষ্ঠিত হইয়াছিল। মহারাজের উদ্দেশ্য—র্তাহার সৈন্য দলে সেই শিক্ষিত ব্যক্তিদ্বয় অনেক সহায়তা করিতে পারিবে।১৩° রণজিৎ সিং বৃটিশ শক্তিকে কখনও বাধা দিতে সাহসী হন নাই ; কিংবা তৎপ্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাসও ছিল না। কিন্তু তিনি এক্ষণে কতকটা ঐকাস্তিকতা সহকার এবং কতকটা অবসন্নতার সহিত সেই ইংরাজ প্রতিনিধিদিগের অনুগ্রহ-ভাজন হইতে চেষ্টা করিলেন । ইতিমধ্যে আফগানগণ জামরুদে জয়লাভ করে । সুদক্ষ সেনাপতি হরি সিং সেই যুদ্ধে নিহত হন ;–পূর্বে তাহ বর্ণিত হইয়াছে । এই সকল দুঃসংবাদে পৌত্রের বিবাহোৎসবের আনন্দ, রণজিৎ সিংহের মনে অধিক দিন স্থায়ী হইল না। যৌবনকালে পৌত্রের ভাবী মহত্তের চিহ্ন উপলব্ধি করিয়াও, মহারাজ আনন্দ প্রকাশ করিতে পারিলেন না। বৃদ্ধ মহারাজ সেই ‘প্রকৃত শিখের শোচনীয় পরিণাম শ্রবণ করিরা, অশ্র সংবরণ করিতে পারিলেন না ; তিনি তাহাকে মানুষ করিয়াছিলেন, সুতরাং তাহার ক্ষোভের আর অবধি রহিল না (১৩৫ পেশোয়াৱ উপত্যকায় সৈন্য সমাবেশ করিয়া, মহারাজ সীমান্ত প্রদেশে আপন প্রাধান্ত প্রতিষ্ঠা করিবার প্রায়াস পাইতেছিলেন ; এমন সময় র্তাহার জীবনের অবশিষ্ট কয়েক বৎসর দুঃখভারাক্রান্ত করিতে এবং তাহার মনে অশাস্তির প্রচণ্ড বহি প্ৰজলিত করার অভিপ্রায়েই যেন ইংরাজগণ র্তাহাকে বাধা প্রদান করিলেন। পূর্ব ও দক্ষিণ দিকে তাহার আধিপত্য পূর্বেই সীমাবদ্ধ হইয়াছিল ; এক্ষণে পশ্চিম দিকেও র্তাহারা মহারাজের প্রভাব সীমাবদ্ধ করিলেন । ইংরাজ জাতির বাণিজ্য-নীতি অনুসারে, সিন্ধুদেশ, খোরাসান এবং পঞ্জাব প্রদেশের অর্ধশিক্ষিত জাতিবৃন্দের মধ্যে শাস্তি স্থাপন করা আবশুক ; যাহাতে সেই সকল জাতি শ্রমশীল হয় এবং শিল্পাদির উন্নতি সাধিত হয়, সে পক্ষে যত্নবান হওয়া কর্তব্য । নবপ্রতিষ্ঠিত করা-রাজ্যের শাসন-প্রণালীর নিদিষ্ট পথে পরিচালনার জন্য বৃথা চেষ্টা করা হইয়াছিল ; সামরিক বৃত্তি সম্পন্ন রাজগণের মধ্যে ses I Capt. Wade to Govt. 11th April, 1835, efoxés weref# staf Márf সন্দিগ্ধচিত্ত ছিলেন। তাহাঁদেরও বিশ্বাস, ইংরাজী-ভাষা প্রবর্তিত করিয়া সম্রাটের প্রকৃত অভিসন্ধি এবং ঘোষণা পত্রাদি জানিতে না দেওয়াই, এই প্রস্তাবের প্রধান উদ্যে। 9 ১৩৪ । ১৮৩৯ খ্ৰীষ্টাবো পেশোয়ারে সৈন্ত নির্বাচন কার্য শেষ হয়। সেই সৈন্তের সহিত এই বুৰা পুরুষদিগের কয়েকজন, যুবরাজ তাইমুরের যুদ্ধযাত্রাকালে, খাইবারের মধ্য দিয়া উfহাকে সাহায্য কম্লিতে নিযুক্ত হইয়াছিল। - see 1 Captain Wade to Goverament, 13th May, 1837. “co go- troya চিকিৎসক, ডাক্তার উডের বিষয় উল্লেখ করিয়াছেন ; ডাক্তার উড় রণজিৎ সিংহের চিকিৎসার জন্ত অস্থায়ী ভাৰে প্রেরিত হন, তৎকালে রণজিৎ সিং রোটাসের (রোহতকের ) শিবিরে অবস্থান করিতেছিলেন।