পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२8रै শিখ ইতিহাস শাসনকর্তা এক স্বযোগ প্রাপ্ত হইলেন । তিনি শিখদিগকে বিশেষ ভয় করিতেন ; আমীর র্তাহার সহিত সন্ধিসূত্রে আবদ্ধ হইয়াছেন, শিখদিগের আক্রমণ-ভয় নিবারণার্থ তিনি সেই ভাব প্রকাশ করিতে লাগিলেন। অধিকন্তু তিনি পারস্ত সম্রাটের সহিত পুনরায় সন্ধি প্রস্তাব করিতে লাগিলেন। ইংরাজদিগের মনে ভয়ের সঞ্চার হইল, তাহারা পেশোয়ার প্রত্যপণ করিবেন, এবং রণজিৎ সিংহের হস্ত হইতে পরিত্রাণের জন্য ইংরাজগণ সহায়তা করিতে প্রস্তুত হইবেন,—এই সকল আশায় তিনি রুষরাজ দূতকে সাদরে অভ্যর্থনা করিলেন। কান্দাহার-ভ্রাতৃগণের সহিত বন্ধুত্ব স্থাপন করিয়া, শিখ সৈন্তের কাবুল আক্রমণের বিষয় প্রচারিত হইলে, দোস্ত মহম্মদ নিশ্চয়ই আপন অজ্ঞতা উপলব্ধি করিতে পারিতেন ১৪০ কিন্তু ব্রটিশ গবর্ণমেণ্ট তাহার এই শত্রুভাবে বিশ্বাস স্থাপন করিলেন, অথবা তাহাদের মনে সে ধারণা জন্মিল। এই সময়ে ভারতের রাজ্যচু্যত কতিপয় যুবরাজ উত্তর প্রদেশীয় আক্রমণের পরম্পরাগত সংবাদ অবগত হুইয়া, সে সংবাদ সযত্নে প্রচার করিতে লাগিলেন। তখন সমগ্র ভারত এক নূতন আশায় অনুপ্রাণিত হইল -ইংরাজদিগের বিসদৃশ ও অপ্রিয় আধিপত্য বিলুপ্ত হইবে, এবং তাহার সমাধিক্ষেত্রে অপর একটি জাতি আধিপত্য বিস্তার করিবে ;—ইংরাজগণ সেই জাতির অধীনতা স্বীকার করিবেন । ১৪১ কাবুল হইতে কাপ্তেন বারনেসের পুনরাহবানে এই ভ্ৰমাত্মক সংবাদ বহুল প্রচারিত হইতে লাগিল । ইহার ফলে, গুরুতর প্রতিঘাতের সম্ভাবনা অনিবার্য হইয়া উঠিল । এক্ষণে একতা-বিধানকল্পে সিন্ধুতীরে শাস্তি স্থাপন আবশুক । স্বতরাং বিজয়োল্লাসে মধ্য-এশিয়ার সমতলক্ষেত্র অতিক্রম করিয়া সাস্বজাকে তৎ-পিতৃসিংহাসনে করদরূপে প্রতিষ্ঠিত করাই যুক্তিযুক্ত বলিয়া প্রতীয়মান হইল। তাহীদের এই কল্পনা কার্যে পরিণত করিতে পারিলে, অভিঞ্চিত উদ্দেশু নিশ্চয়ই সিদ্ধ হুইত ; ইংরজেগণ বিশেষ খ্যাতিলাভ করিতে পারিতেন ;–ইহা ইংরাজ নামের উপযুক্ত কার্যই হইত।১৭২ 257 &c, ) জানা যায়, পেশোয়ারে শিখদিগের আধিপত্য বিস্তুত হওয়া অপেক্ষ, ভ্রাতৃগণকে ঐ প্রদেশ প্রদান করিলে, নিজ স্বার্থের অধিকতর ক্ষতি হওয়ার সম্ভাবনা—আমীর তাহাই মনে করিয়াছিলেন। ১০০ । কাপ্তেন ওয়েডের মত এইরূপ। বাণিজ্য বিষয়ে, ১৮৩৭ খৃষ্টাব্দের ২৮শে অক্টোবর ও ১৫ই মে তিনি যে পত্র প্রেরণ করেন, তাহাতে উtহার মত সংক্ষিপ্তভাবে বর্ণিত রহিয়াছে ; কিন্তু নীতি-প্ৰণালী अविकलिछ उitव अत्रुश्ठ मा श्रेंप्ल७ किश्व मन्यूक्लिष्ण कार्षकौ न श्रेण७ ॐiशब्र शङ श्रृंशैठ ছইয়াছিল। - ১০১। তৎকালে লোকের মনে এই ভাৰ কতদূর বদ্ধমূল হইয়াছিল, বাহার সেই সময়ে ভারতীয় কার্যকলাপ পরিদর্শন করিয়াছেন, তাহারাই তদ্বিষয়ে পরিচয় প্রদান করিতে পারেন। ১৮৩৯ খৃষ্টাব্দের ২-শে আগষ্ট তারিখের গবর্ণয়-জেনেরলের ‘মিনিটে" এই বিষয় আলোচিত হইয়াছে। 4a২। ব্রিটিশ গবৰ্ণমেন্ট এই উপলক্ষে যে সংবাদে বিচলিত হইয়াছিলেন, তাহার সংক্ষিপ্ত বিবরণের গুপ্ত, ১৮৩৮ খৃষ্টাব্দের ১২ই মে তারিখের গবর্ণর জেনারেলের ‘মিনিট' এবং সেই বৎসরের ১লা অক্টোবরের GBDDDHBB BBBBBS BBBB BDDBB DD DS DDD BBBe DLSBB BB BB একাশিত হয়। -