পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶթ মিছিল কর্তক কাঙড়া অধিকার, ১৭৭৯ —কাবুলের তাইমুর সা কর্তক মুলতানের পুনরুদ্ধার সাধন, ১৭৯৩ – তাইমুর সার মৃত্যু ; তাহার মৃত্যুতে শিখগণ কর্তৃক আটক পর্যন্ত বিস্তৃত পঞ্জাবের উত্তর বিভাগ অধিকার, ১৭৬৮-৭৮ –হরিয়ানায় “ফুলকিয়া” সম্প্রদায়ের আধিপত্য, ১৭৭৯-৮০ ৷ “মালোয়া” শিখদিগের বিরুদ্ধে বাদসাহ সৈন্যের যুদ্ধাভিযান—আংশিক জয়লাভ, পাতিওয়ালার অমর সিংহের মৃত্যু, নাজিব উদ্দৌলার পুত্র জাতিব খ ; তাহার মন্ত্রিত্ব লাভের মন্ত্রণায় শিখগণ কর্তক সাহায্য দান, ১৭৮৫ —বাঘেল সিং ক্রোড়া সিংঘিয়ার অধিনায়কত্বে রোহিলখণ্ড এবং দোয়াবে শিখদিগের অত্যাচার, ১৭৮৫ —মিরাটে শিখদিগের পরাজয়, হিমালয়ের পাদদেশস্থিত রাজপুত অধিকৃত রাজ্যগুলিকে করদরাজ্য মধ্যে পরিগণিত করণ, ১৭৮৫ – জয় সিংহ কাণিয়ার প্রতিষ্ঠা লাভ, মাহী সিং স্থারচাকিয়ার অভু্যদয়, ১৭৮৬ –কাণিয়া সম্প্রদায়ের প্রভুত্ব লোপ, স্বত্রধর জুশা সিংহের রাজ্য প্রাপ্তি ; কটোচের সংসার চাদকে কাঙড়া প্রত্যপণ, শিখজাতির মধ্যে মাহ সিংহের প্রতিষ্ঠা লাভ, মাহ সিংহের মৃত্যু, সা জামানের কাবুল-সিংহাসন প্রাপ্তি, অযোধ্যার উজীর এবং রোহিলাগণ কর্তৃক সা জামানকে ভারত আক্রমণের জন্য আহবান, ১৭৯৮—সা জামানের লাহোর আগমন, সার দ্বিতীয় বার ভারত আক্রমণ, রণজিৎ সিংহের অভু্যদয়, আফগান সম্রাটের নিকট হইতে রণজিৎ সিংহের লাহোর প্রাপ্তি, উত্তর ভারতের মহারাষ্ট্রীয়দিগের ক্ষমতা, শিখদিগের সহিত সিন্ধিয়ার সন্ধি স্থাপন, গোলাম কাদির কর্তৃক দিল্লী অধিকার এবং শিখদিগের ক্ষমতা হ্রাস, জেনারেল পেরণ কর্তৃক সিন্ধিয়ার প্রতিনিধিত্ব লাভ, সিন্ধিয়া এবং পেরণের অভিসন্ধি ; হোলকার এবং জজ টমাস কর্তৃক তাহাদের মন্ত্রণ ব্যর্থ, জজ্জ’ টমাস কর্তৃক হান্সি অধিকার, শিখদিগের সহিত টমাসের যুদ্ধ,লুধিয়ানা অভিমুখে টমাসের যাত্রা, সাহেব সিং বেদী কর্তৃক বাধা প্রাপ্ত, হান্সিতে টমাসের প্রস্থান , পরিশেষে তৎকর্তৃক দিল্লীর সন্নিকটস্থ সাফিদন অধিকার, ১৮০১ –পেরণের প্রস্তাবে টমাসের উপেক্ষা প্রদর্শন, পরিশেষে তদ্বিরুদ্ধে টমাসের অস্ত্র ধারণ, ১৮৭২ –পেরণের নিকট টমাসের আত্ম সমর্পণ, 5ট-২-৩ –পেরণের অধিনায়কত্বে সারহিন্দের শিখদিগের মধ্যে মহারাষ্ট্রীয়গণের প্রভুত্ব প্রতিষ্ঠা, রণজিৎ সিংহের সহিত পেরণের সন্ধি, সিন্ধিয়ার আগমনে শাস্তি ভঙ্গ, ১৮•৩ —ইংরাজদিগের নিকট পেরণের পলায়ন ; ইংরাজগণের