পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૮૨ শিখ ইতিহাস চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ করিবার কল্পনা তাঁহাতে কার্যপরিণত হওয়া সম্ভব, সেই ভাবনায় তিনি আকুল হইলেন। অত:পর নিকট-সম্পৰ্কীয় ও অত্যাবগুকীয় অপরাপর কতকগুলি বিষয়ে ব্যবস্থা-বিধানে উভয় পক্ষের দৃষ্ট সঞ্চালিত হইল। সিন্ধুনদে বাণিজ্য পোত পরিচালনার জন্য ইংরাজগণ, অধিকতর স্ববিধাজনক বাণিজ্য-নীতি অনুসরণ করিলেন । সিন্ধুনদের উপকূলে একটা বন্দর নিন্মাণের জন্য র্তাহারা পুনঃ পুনঃ প্রয়াস পাইতে লাগিলেন। র্তাহাদের মনে হইল, এই বন্দর সত্বরই বাণিজ্যের কেন্দ্রস্থল হইয়া উঠিবে ৮ ষে সকল বাণিজ্য পোত সিন্ধুনদ ও শতদ্রুতে গমনাগমন করিত, ১৮৩৪ খ্ৰীষ্টাব্দের সদ্ধি অনুসারে, তাহদের উপর কর নিদ্ধারিত হইয়াছিল। ১৮৩৯ খ্ৰীষ্টাবো শিখগণ, ইংরাজদিগের পরিবর্তনশীল মতের অনুবতী হইল না ; পণ্য বোঝাই পোতের উপর কর ধার্য না করিয়া, পণ্যের মূল্যানুসারে নির্দিষ্ট হারে তাহারা নিজেই বাণিজ্য শুদ্ধ স্থাপন করিল। এইরূপ নিয়ম অনুস্থত হওয়ায়, আর এক নূতন প্রথার স্বাক্ট হইল ;–বাণিজ্যপোত অনুসন্ধানের ফলে, বিলম্ব ঘটতে লাগিল । ১৮৪৭ খ্ৰীষ্টাব্দের জুন মাসে বাণিজ্য তরণীর উপর পুনরায় পরিবর্তিত হারে কর সংস্থাপিত হইল ; কিন্তু এবারে খাদ্যদ্রব্য, কাঠ এবং পাথুরিয়া চুণ বোকাই বাণিজ্য তরণী এ নিয়মের বহির্ভূত বলিয়, তাহদের উপর শুষ্ক ধার্য হইল ন! P" কিন্তু গর্বমেন্টের শত চেষ্টা সত্বেও, বৃহৎ সৈন্য দলের আকস্মিক সাহায্য প্রাপ্ত হইলেও, সিন্ধুনদের বহুমূল্য বাণিজ্য প্রথা প্রবর্তিত করিবার আশা এ পর্যন্ত সম্পূর্ণ ফলবতী হয় নাই। এতৎসম্বন্ধে কতকটা কারণ এই হইতে পারে যে,—প্রকৃতপক্ষে সিন্ধুদেশ ও আফগানিস্থান মোটের উপর অনুর্বর প্রদেশ ; তথায় অৰ্দ্ধ অসভ্য জাতির বাস ; তাহাঁদের অভাবও সামান্ত, আয়ও অতি অল্প। দ্বিতীয় কারণ এই যে, বহুকালাবধি ভূ-ভাগীয় বাণিজ্যে অনেক মূলধন ব্যয়িত হইয়াছিল; উত্তর ও দক্ষিণ ভারত পরস্পর সেই বাণিজ্য স্বত্রে গ্রথিত ছিল। রাজপুতানায় প্রাচীন জনপদ সমূহে এবং মালোয়ার উর্বর প্রদেশেও এই বাণিজ্য কার্য চলিত ; সেই বাণিজ্য প্রভাবে বহুসংখ্যক v 1 Government to Mr. Clerk, 4th May, 1840. fxgRCT TfffT-cens föf-RfI কল্পনা স্থির করিয়া, উপকূল স্থানে বৃহৎ একটি বাণিজ্য বন্দর নির্মাণ করিবার উদ্দেশ্যে ইংরাজগণ বহু চেষ্টা wfootflow I (Government to Capt. Wade, 5th Sept. 1836, ) a Mr. Cleark to Government of India, 19th May and 18th Sept. 1939, and Goverment to Mr. Clerk, 20th Aug. 1839. For the Agreement itself, see Appendix vi. > * 1 Mr Clerk to Government, 5th May, and 15th July, 1840. For the Agrèment itself, see Appendixxvi. Rootsflots wo, offifts on foal, a two পরবর্তী সময়ে স্থানীয় কতৃপক্ষগণের সহিত সময়ে সময়ে বাদামুবাদ হইত। ধান চাউল শগ্যাদির SLLLL S DDDD u BBS BDDBB BBB BBBBB BBBS BBB BBB BBBD DDD DS arol of "Corn” no fontos.fhwo of stats, utoffs to "Bread-stuff” ol 'otus দ্রব্য’ শব্দের উৎপত্তি হইয়াছে। -