পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজীর জোরাহীর সিংহের মৃত্যু Ret هو উষ্ট্র ও কৃষ্ণবর্ণ মেষপালক জাতির জীবিক-সংস্থান হুইয়াছিল। যে রাজ্যে বহুকাল হইতে রাজনৈতিক বিবাদ-ব্যবচ্ছেদ চলিয়া জাসিতেছে, ওখাকার বিজ্ঞ ব্যবসায়ীগণের চিরপ্রচলিত পরিমিত প্রথার পরিবর্তন সাধন করা সময় সাপেক্ষ ; স্বতরাং ইংরেজোচিত বুদ্ধি ও বিচার-শক্তির পরিবর্তে প্রাচ্য-গৌরবের কেন্দ্রস্থলরূপে এক বাণিজ্যবন্দর প্রতিষ্ঠার কল্পন, ঘোষণা দ্বারা প্রচারিত হইয়াছিল।** জাম্মুর ক্ষমতাশালী রাজার ধ্বংস সাধন করাই নাও নিহাল সিংহের প্রধান উদ্বেগু ছিল ; জাম্বুরাজ সমূদ্রায় রাজশক্তি গ্রহণ করিতে বাসনা করিয়াছিলেন ; পঞ্জাবের বিভিন্ন প্রদেশে বহুসংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য র্তাহার অধিকারে ছিল। তদ্ব্যতীত ইরাবতী ও বিতন্ত নদীদ্বয়ের মধ্যবর্তী পার্বত্য জনপদ সমূহে এবং লুদাকে তিনি আংশিকরুপে শাসন-দও পরিচালনা করিতেন। মাণ্ডি এবং কাঙ্গরার পারিপার্থিক রাজপুত-রাজগণ স্বীকৃত রাজস্ব প্রদানে পুনঃপুনঃ বিলম্ব করিতেন। সেই আছিলায় জামুরাজ পূর্ব-প্রদেশীয় পার্বত্য রাজ্যে বহুসংখ্যক সৈন্য প্রেরণ করিলেন । এই দুর্গম পর্বতশ্রেণী মধ্যে র্তাহার সৈন্যদল গুরুত্তর বাধী প্রাপ্ত হইল ; স্বতরাং বাধ্য হইয়া তিনি পুনঃপুনঃ অতিরিক্ত সৈন্ত প্রেরণ করিতে লাগিলেন। তিনি জাম্মর উত্তর-পূর্বাংশে একদল সৈন্য স্থাপন করিলেন ; এই সৈন্যদল লাহোর হইতে আগত সৈন্যের সহিত সমবেত হইয়া, পরস্পর সাহায্য করিতে পারিবে—তাহাই উহার প্রধান উদেশু। স্বচতুর সেনাপতি ভেন্টর এবং রণকুশল যুবকরাজ অজিৎ সিং সিন্ধানওয়াল, এই সৈন্তসমূহের সেনাপতি মনোনীত হইলেন । কিন্তু কেহই রাজা ধীয়ান সিংহের মঙ্গলাকাঙ্খী কিংবা তৎপ্রতি অনুরক্ত ছিলেন না।১* স্বতরাং সেই রাজগণকে সম্পূর্ণ আয়ত্তাধীনে রাখা সম্বন্ধে অপরিণত-বয়স্ক যুবরাজের কল্পনা বিশেষ সমীচীন বলিয়া বোধ হইল। কিন্তু ক্রমবর্ধিষ্ণু লাহোররাজ্যের এবং পুন:-প্রতিষ্ঠিত কাবুল রাজ্যের সীমা নির্দেশ সম্বন্ধে ইংরাজকর্তৃপক্ষীয়গণের সহিত বিবাদ উপস্থিত হওয়ায়, তাহার সকল মন্ত্রণাই বিচ্ছিন্ন হইয়া গেল। এই সময়ে দেস্তি মহম্মদ সৈন্তাভিযানে প্রস্তুত হইতেছিলেন ; সেই আক্রমণ ভয়ে খোরাসানের ইংরাজ-শাসনকর্তৃগণ কম্পিত হইলেন ; কিন্তু তথাপি তাহারী যে শত্রুভয়ে ভীত হইয়াছিলেন, সেই শত্রুর আত্মসমর্পণের পথ স্বগম হইয়া আসিল । দোস্ত মহম্মদ খাঁর সহিত বন্ধুত্ব স্থাপন করিয়াছেন, এহং কলহপ্রিয় রাজগণকে সা-সুজার অধীনতা-পাশ ছিন্নকরিতে উৎসাহিত করিতেছেন,—যুবরাজ সেই অপরাধে অপরাধী সাব্যস্ত হইলেন ; ইংরাজদিগের সহিত র্তাহার আরও মনোমালিন্য ঘটিল। সে সকল রাজ্যের

    • । पांश श्छक, svs७ धुंडेizक बलकब्र-cमांब्रांद ब्रांछाछूख श्रेष्ण, शूनब्रॉब्र नभौक्र बांब्रख श्ब्र। তখন সকলেরই আশা ছিল যে, হসিয়ারপুর বাণিজ্যের কেন্দ্রস্থল স্বরূপ হইবে ; কিন্তু সে আশাও বিফল হয়। ইংরাজ শাসনের ভাবী উপযোগিতা উপলব্ধি করিয়া, অনেক সহৃদয় ব্যক্তির অপূর্ণ অাশার নানা নিদর্শন ভারতের সর্বত্রই দেখিতে পাওয়া যায়। ইংরাজ-শাসনে বস্তুতঃই বিবিধ নীতি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা সত্য ; কিন্তু অতি ধীরে এবং পরিশ্রম সহকারে বিবিধ উপায়ে শাসনপ্রণালী প্রবর্তন কর}

আবশ্যক। są I Compare Mr. Clerk to Government, 6th Sept. 1840.