পাতা:শিখ-ইতিহাস.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজীর জোয়াহীর সিংহের মৃত্যু ૨૯:હર মৃত্যু হয়। র্তাহার বয়স অধিক না হইলেণ্ড, তিনি অকালে বৃদ্ধত্ব প্রাপ্ত হইয়াছিলেন। তাহার মৃত্যুর পর, নাও নিহাল সিং, রাজা বলিয়৷ বিঘোষিত হইলেন, এবং রাজশক্তি অধিকার করিয়া বসিলেন। কিন্তু যে দিন মনিমাণিক্যখচিত চাকচিক্যশালী রাজমুকুটে র্তাহার মস্তক পরিশোভিত হইল, সেই দিনই তিনি নিহত হইলেন। তিনি তাহার পিতার অস্ত্যেষ্ঠ চিত-সজ্জার শেষ অনুষ্ঠান সম্পাদন করিয়া, গোলাপ সিংহের জ্যেষ্ঠ, পুত্রের সহিত সিংহদ্বারের মধ্য দিয়া গমন করিতেছিলেন ; এমন সময় সেই অট্টালিকার কতকাংশ ভাঙ্কিয়া পড়িল ; মন্ত্রীর ভ্রাতুষ্প ত্রের তৎক্ষণাৎ মৃত্যু হইল ; নাও নিহাল সিং এত গুরুতর আঘাত পাইলেন যে, কিছুকাল অজ্ঞানবস্থায় থাকিয়া রাত্রেই প্রাণত্যাগ করিলেন। নাও নিহাল সিংহকে নিহত করিবার জন্য জাম্মদুর রাজগণ এইরূপ অভিসন্ধি করিয়াছিলেন কিনা,— তাহা নিশ্চিতরূপে জানা যায় না। কিন্তু তাহাদিগকে এ দোষ হইতে মুক্ত করা, নিতান্ত দুঃসাধ্য ; এ পাপকার্য যে তাঁহাদের দ্বারা সম্ভব, তাহাও নিশ্চিত। আত্মরক্ষাই দোষখালনের একমাত্ৰ হেতু। কারণ যুবরাজ র্তাহাদিগের অবনতির জন্ত, এবং সম্ভবপর হইলে, তাহাদিগের ধ্বংস-সাধন-কল্পে যড়যন্ত্র করিয়াছিলেন, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই।-৬ এইরূপে বিংশতি বৎসর বয়সে; নাও নিহাল সিং নিহত হইলেন ; সকলেই আশা করিয়াছিল, তিনি একজন স্বদক্ষ ও বীর্যবান শাসনকর্তা বলিয়া পরিচিত হইবেন । যদি অকালে র্তাহার জীবন সংহার না হইত, এবং স্বার্থনীতি অনুসারে যদি ইংরাজগণ তাহাকে কতকাংশে অগ্রণী বলিয়া স্বীকার না করিতেন, তাহা হইলে সিন্ধুদেশ ও আফগানিস্থানে তাহার ক্ষমতা বিস্তৃত হইত। এমন কি, হিন্দুকুশ অতিক্রম করিয়াও তিনি আপন লালসা পরিতৃপ্তির প্রচুর স্বযোগ পাইতেন। পরিশেষে হয়তো আত্মশ্লাঘ করিয়া বলিতেন, ভারতের নবজীবন প্রাপ্ত কুৰীজীবিগণ কর্তৃক মামুদ এবং তাইমুরের লুণ্ঠনের ও অত্যাচারের সম্পূর্ণ প্রতিফল প্রদত্ত হইয়াছে। শিখ-রাজমন্ত্রী এবং ইংরাজ রাজপ্রতিনিধি সৎস্বভাব সম্পন্ন বিষয়াসক্ত শের সিংহকে পঞ্জাব সিংহাসনাধিরোহণের একমাত্র যোগ্য ব্যক্তি বলিয়া বিবেচনা করিলেন । যখন মহারাজের মৃত্যু হয়, এবং তৎপুত্র নিহত হন, তখন শের সিং স্থানাপ্তরে ছিলেন ; এক্ষণে যাহাতে শের সিং ঘনিষ্ঠ বন্ধুবৰ্গ সমবেত করিবার যথেষ্ট সময় ও অবসর প্রাপ্ত হন, ভজন্ত ধয়ান সিংহ শেষোক্ত ঘটনাটি যতদিন সম্ভব গোপন রাখিলেন। তৎকালে যাহা সংঘটিত Sel Compare Mr. Clerk to Government, 6th, 7th and 10th Nov. 1840. ১৮৪২ খৃষ্টাব্দে মিঃ ক্লার্ক লর্ড এলেনবরার জন্য যে সংক্ষিপ্তসার প্রস্তুত করেন তাহাতে তিনি আরও বলিয়াছেন যে, জেনারেল ভেণ্ট.রার মতে দৈবঘটনাক্রমে সিংহদ্বার পতন হইয়াছিল। বিস্তৃত বিবরণ জানিতে হইলে, লেফটনাণ্ট কর্ণেল ষ্টিনব্যাকের "পঞ্জাব” নামক গ্রন্থ (p. 24 ) এবং ম্যাঙ্গর স্মিথের "atatas atasi-r ('Reigningfamily of Lahore, p. 33. &c) atas tw अठेवा । कां८खन গার্ডনার নামক জনৈক চাক্ষুধ-প্রত্যক্ষকারী ইংরাজ দলপতির বর্ণনা ভিত্তি-স্বরূপ গ্রহণ করিয়া, শেষোক্ত গ্রন্থখানি লিখিত। তিনি কিছুকলি তথায় উপস্থিত ছিলেন ; উfহার প্রমাণ-সংগ্রহ, রাজা ধীয়ান সিংহের প্রতিকুল বলিয়া বোধ হয় না।