পাতা:শিখ-ইতিহাস.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজার জোয়াহীর সিংহের মৃত্যু ૨૮૧ পরন্তু উভয়েই, উপহার ও অধিক বেতন প্রদানের অঙ্গীকার করিয়া, সৈন্তদিগের সাহায্য প্রাপ্তির আশায় পরোক্ষে প্রচ্ছন্ন-ভাবে চেষ্টা করিতে লাগিলেন ; আবগুক হইলে, বলপ্রয়োগ দ্বারা কার্য-সিদ্ধ হইতে পরিবে, তাহাঁদের মনে তখন সেই ভাবের উদয় হইল । কিন্তু যেরূপ ঘৃণার সহিত শের সিংহের পৈতৃক স্বত্ব উপেক্ষিত হইয়াছিল, তাহাতে মন্ত্রীবর তৎপ্রতি সন্দিহান হইয়া ভাবিতে লাগিলেন, অধিকতর উপযোগী উপায়াস্থের আবগুক হইবে কিনা। তদনুসারে, ইংরাজ কর্তৃপক্ষগণ কখনও যে-বিষয় অবগত ছিলেন না, তাঁহা তাহাদিগকে স্মরণ করাইয়া দেওয়া হইল ;–কাবুলের সিংহাসনে সা-স্বজাকে পুনঃ প্রতিষ্ঠ-কল্পে যখন পরামর্শ সভার অধিবেশন হয়, তাহার কয়েক মাস পূর্বে রণজিৎ সিংহের প্রিয়তমা মহিষী অথবা উপপত্নী রাণী জিন্দান, দলীপ নামক এক পুত্র প্রসব TFf...AffSLNA I>* বৃটিশ রাজপ্রতিনিধি ( গবর্ণর জেনারেল) কখনও মায়ি চাঁদ কৌরকে তাহার স্বামী ও পুত্রের একমাত্র উত্তরাধিকারিণী অথবা তাহীদের রাজ্যের অধিশ্বরী বলিয়া স্বীকার করেন নাই। পরন্তু ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিগণের দ্বারা উভয় রাজ্যের রাজকার্য নির্বাহ সম্পর্কে গবর্ণর জেনারেল র্তাহার রাজ্যকে প্রকৃতপক্ষে ইংরাজরাজ্যের অন্তর্ভুক্ত বলিয়া মনে করিতেন ; যাহা হউক, পঞ্জাবে শান্তি ও শৃঙ্খলার জন্য গবর্ণর-জেনারেল বিশেষ উদ্বিগ্ন ছিলেন। আফগানিস্থানের কার্যাবলীর অবস্থার সঙ্গে সঙ্গে তাহার উদ্বেগ আরও বৃদ্ধি হইতে লাগিল। দোস্ত মহম্মদ এই সময়ে সিংহাসন-প্রাপ্তির চেষ্টা করেন ; একমাত্র ইংরাজসৈন্ত সাহায্যে তাহার সম্মুখীন হওয়ার দৃঢ় সংকল্পে অতিরিক্ত সৈন্ত প্রেরণের অবিগুক হইল ; স্বতরাং খড়গ সিংহের মৃত্যুর পূর্বেই তিন সহস্র সৈন্ত কাবুল গমনোদেশ্যে ফিরোজপুরে পৌঁছিয়াছিল।** লাহোরের গৃহবিবাদে এই প্রবল সৈন্ত-স্রোতের গতি প্রতিহত হয় নাই ; কিংবা তাহারা তথায় বিলম্ব করিবার অবসর পায় নাই। নিবিবাদে সৈন্যগণ ক্রমাগত যাত্রা করিতে লাগিল, পেশোয়ারে উপনীত হইয়া তাহারা দেখিল, দোত্ত মহম্মদ বন্দী হইয়াছেন। একদল অবসর প্রাপ্ত সৈন্ত দ্বারা প্রহরী-পরিবেষ্টিত হইয়', রাজচ্যুত আমীর, পঞ্জাবের মধ্য দিয়া গমন করিলেন। তখন শের সিং লাহোরের দুর্গ অবরোধ করিতে ব্যাপৃত ছিলেন; তথাপি তিনি পূর্ব হইতেই বিজ্ঞতার সহিত শিখ-রাজ্যের সীমার পরপারে ইংরাজ সৈন্তের গমনাগমনের পথ নির্দিষ্ট করিয়া দিলেন । ইতিমধ্যে মুসলমান জাতিগুলিও সম্পূর্ণরূপে অধীনতা স্বীকার করিয়াছিলেন। স্বতরাং ইংরেজ Sv 1 Compare Mr. Clerk to Government, of dates between the 10th Nov. 1840, and 2nd Jan. 1841, উল্লিখিত পত্রাদি ব্যতীত, প্রধানতঃ ১১ই ও ২৪শে নভেম্বর এবং ১১ই ডিসেম্বর পত্রগুলিও দ্রষ্টব্য। দলীপ নামক কোন বালকের অস্তিত্ব বিষয়ে যে, ইংরাজ কর্মচারিগণ কিছুই অবগত ছিলেন না,—তাহা সত্য বলিয়া অনুমান হয়। 3a Government to Mr. Clerk, 1st and 2nd Nov. 1840, and other letters to and from that functionary. »ፃ -