পাতা:শিখ-ইতিহাস.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उजौब्र cचांद्यांशैब्र गिरrश्ब्र वृङ्का ●●> প্রতীক্ষা করিতে বলিলেন, এবং তাহাদিগকে শক্ৰতাচারণ পরিত্যাগ করিতে অঙ্গুরোধ করিলেন ; কিন্তু তাহাতে কোনই ফললাভ হইল না। ১৮ই জানুয়ারী ধীয়ান সিং এবং প্রধান প্রধান রাজগণের অনেকেই আসিয়া পৌঁছিলেন ; দুই দলে বিভক্ত হইয়া, তাহারা কোন না কোন পক্ষ অবলম্বন করিলেন। পরিশেষে বিবাদ মীমাংসা হইয়া গেল ; মায়িকে সকলেই বাহিক সম্মান প্রদর্শন করিলেন । তিনি একটি বৃহৎ সাম্রাজ্য প্রাপ্ত হইলেন ; কিন্তু শের সিং পঞ্জাবের মহারাজ বলিয়া ঘোষিত হইলেন, ধীয়ান সিং শেষ বার সাম্রাজ্যের উজার-পদ লাভ করিলেন ; মাসিক এক টাকা হারে স্বায়ীরূপে সৈন্যদিগের বেতন বৰ্দ্ধিত হইল। সিদ্ধানওয়ালাগণ বুঝিল, তাহারা নূতন মহারাজের অপ্রিয়ভাজন হইবে। উত্তার সিং ও অজিত সিং সর্ব প্রথমে নানা উপায়ে রাজধানী হইতে পলায়ন করিয়া, পরিশেৰে ইংরাজদিগের আশ্রয় গ্রহণ করিলেন । কিন্তু লেহন সিং নামক আর একজন প্রধান ব্যক্তি কুলু এবং মণ্ডির পার্বত্য প্রদেশে যে ক্ষুদ্র সৈন্যদল পরিচালনা করিয়াছিলেন, তৎসঙ্গে রাজধানীতেই রহিলেন।২২ শের সিংহকে রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করিতে, সৈন্যগণ স্বীকৃত হইয়াছিল। কিন্তু সৈন্তরূপে তাহাদিগকে পরিচালনা করিবার অথবা প্রজারূপে তাহাদিগকে শাসন পালন করিবার ক্ষমতা তাহার আদৌ ছিল না। স্বতরাং তাহার অক্ষমতা বুৰিয়া, এবং আপনাদিগের ক্ষমতায় ও বীরত্বে বিশ্বাসবান হইয়া, যে সকল কর্মচারিগণ তাহাদিগের শত্ৰুতাচরণ করিয়াছিল অথবা সৈনিকবিভাগের হিসাব-নিকাশকারী যে সকল কর্মচারী প্রতারণাপূর্বক তাহাদিগকে বেতনলাভে বঞ্চিত করিয়াছিল, এক্ষণে তাহারা তৎপ্রতিফল প্রদানে প্রবৃত্ত হইল। তাহার বহু ঘর বাড়ী লুণ্ঠন করিল, কতকগুলি নির্দোষ ব্যক্তি নিহত হইল। কয়েকজন ইউরোপীয় কর্মচারী তাহাদের বিরাগভাজন হইয়াছিলেন ; সহৃদয় ও সৎস্বভাবসম্পন্ন উদার-চেতা জেনারেল কোর্ট প্রাণভয়ে পলায়ন করিলেন ; ফক্স নামক একজন সাহসী ইংরাজ যুবক অতি নৃশংসভাবে নিহত হইলেন। একমাত্র রাজধানীর সৈন্তগণের মধ্যেই এই অত্যাচার-উত্তেজনা আবদ্ধ ছিল না, অথবা কেবল পূর্বদিকের পার্বত্য প্রদেশেই ইহা বিস্তৃত হয় নাই ; পরস্তু কাশ্মীর ও পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সমগ্র প্রদেশে সে অত্যাচারউত্তেজনা স্রোত প্রবাহিত হইয়াছিল। পূর্বোক্ত স্থানে তত্রত্যশাসনকর্তা মিহানসিং, সৈন্তগণ কর্তৃক নিহত হইলেন, এবং শেষোক্ত স্থানে জেনারেল এভিটেবাইল এত বিপদাপন্ন হইয়া পড়িলেন যে,তিনি কার্য পরিত্যাগ করিয়া জালালাবাদে আশ্রয় গ্রহণের চেষ্টা করিলেন।২৩ তখন সকলের বিশ্বাস জন্মিল যে, সৈন্তগণ কেবলমাত্র আপনাদের অনিষ্টের প্রতিফল প্রদান করিয়াই নিবৃত্ত হইবে না ; মনে হইল, তাহারা সর্বসাধারণের ঐশ্বর্থ-সম্পদ-লুণ্ঠন করিবে, এবং রাজ্য অধিকার করিতে অগ্রসর হইবে । এই সংবাদ প্রচারিত হওয়ায়, শতক্রর উভয় পার্থের অধিবাসীগণ, আভ্যস্তরীণ এক বিষম বিশৃঙ্খলা গগুগোলের সম্ভবনায়: as I See Mr. Clerk's letters, of dates from 17th to 30th Jan. 1841. sel Compare Mr. Clerk to Government, 26th Jan., 8th and 14th Feb,” 28th April, and 30th May, 1841.