পাতা:শিখ-ইতিহাস.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨જી૨ শিখ ইতিহাস না ; কিন্তু যদি মহারাজ স্বয়ং এবং শিখজাতির অধিকাংশ, ইংরাজদিগের এইরূপ মধ্যস্থতায় ইচ্ছা প্রকাশ করিতেন, তাহা হইলে গবৰ্ণর জেনারেল বল-প্রয়োগ করিতে প্রস্তুত ছিলেন। ২৮ অতঃপর লাহোর সন্নিকটস্থ সৈন্তগণের মধ্যে বিবাদ বিশৃঙ্খলা প্রশমিত হইল। কিন্তু সকলেরই মনে বিশ্বাস জন্মিল যে, রাজ্যলোলুপ ইংরাজদিগের সহিত সন্ধি-সম্বন্ধ সংস্থাপিত হইয়াছে। শিখসৈন্যগণ বিদেশীয়দিগের সাহায্য প্রার্থনার এত বিদ্বেষী ছিল যে, বিদেশীয়দিগের প্রভুত্ব প্রবর্তনের নিমিত্ত রাজ্যচু্যত ভ্রাতার সহিত ষড়যন্ত্র করিয়াছেন,— এই অপরাধে লেহন সিং সিন্ধানওয়াল, মণ্ডির পর্বতমধ্যে নিজ অল্পচরগণ কর্তৃক বন্দী হইলেন ۱۹ ه আর একটি কর্মচারীর গর্হিত কার্য-কলাপে শিখজাতির সন্দেহ, অবিশ্বাস ও স্বণ আরও বৃদ্ধি হইল। ইনি পরে ইংরাজদিগের বন্ধুত্ব ও সাম্য-নীতি-ব্যবস্থাপক প্রতিনিধি নির্বাচিত হইয়াছিলেন। সা-স্বজার জন্ত, ম্যাজর ব্রডফুট নামক একজন কর্মচারী, “দ্যাপার” ও “মাইনর” নামক দুইটি বিভাগের জন্ত সৈন্য সংগ্রহে নিযুক্ত হন। তখন ঐ সম্রাটের পরিবারবর্গ এবং পত্নীপুত্রাদি সমভিব্যাহারে অন্ধ সা জুমান কাবুল অভিমুখে অগ্রসর হওয়ায়, বিভিন্ন পরিচ্ছদধারী বহু সংখ্যক প্রহরী সৈন্য পরিচালনার ভার, তাঁহাদের হন্তে ন্যস্ত হয়। ১৮৪১ খ্ৰীষ্টাব্দে শিখ সৈন্তের বিদ্রোহ-বহ্নি রাজধানী হইতে যখন প্রদেশসমূহে বিস্তৃত হইতেছিল, তখন তিনি পঞ্জাবে প্রবেশ করেন। এই সময়ে লাহোর গবর্ণমেন্ট একদল মিশ্রিত সৈন্ত অথবা মুসলমান সৈন্যকে প্রহরী স্বরূপ রাজপরিবারে অনুগমন করিতে অনুমতি করিয়াছিলেন। কিন্তু সেই সৈন্যদলের সততা বিষয়ে সন্দিহান হইয়া ম্যাজর ব্রডফুট ইরাবতী নদীতীরে নব-সংগৃহীত সৈন্য সাহায্যে নিরাপদে সম্রাটকে পরিচালনোদেণ্ডে প্রেরিত সৈন্যদিগের আক্রমণে বাধা প্রদানে প্রস্তুত হইলেন। সিন্ধুনদ অভিমুখে গমনকালে পথিমধ্যে আর এক দল সৈন্যের সহিত দেখা হইল বা তাহার সৈন্যদলের অগ্রে গমন করিলেন । এই সৈন্যদলের প্রতি র্তাহার আরও অবিশ্বাস জন্মিল । তাহার বিশ্বাস হইল, এই সৈন্যদল তাহার শিবির লুণ্ঠনের উদেশুেই আসিয়াছে। তখন তিনি বিবেচনা করিয়া দেখিলেন, স্বকৌশলে সন্ধি-প্রস্তাব করিয়া এবং যথাসময়ে সৈন্যবিন্যাস দ্বারা, তিনি যুদ্ধ পরিহার করিতে সমর্থ হইয়াছেন। তিনি আটক নামক স্থানে নদী অতিক্রম করিলেন। পারিপার্থিক স্থান সমূহ এবং পেশোয়ার লুণ্ঠন করিয়া উদ্বেগু সাধনের জন্য, সৈন্যগণের মধ্যে র্তাহার উত্তেজনা-স্রোত এত প্রবল হইয়া উঠিল যে, বাধা-প্রদানের জন্য তিনি নিজ শিবিরটি সম্পূর্ণরূপ স্বরক্ষিত রাখিয় নৌসেতু ভাঙ্গিয়া দিলেন। সমগ্র আফগানদিগকে রাজ্যের সৈন্যদিগের বিরুদ্ধে উত্তেজিত

  • Government to Mr. Clerk, 18th Feb, and 29th March, 1842. Joss. BBBBSDDDB B DDD BBB BBB BS BSS BBB DDS DD BBB DDS LDDDDD DDD DDDDS यहांब्लीएजब्र ७ दिव८घ्न cकांनरै मठ fह्ण जां ।

so I Mr. Clerk to Government, 25th March 1841. جيو