পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छै —রণজিৎ সিংহ কর্তৃক লুধিয়ানা অধিকার ; পাতিয়ালা হইতে রণজিৎ সিংহের নিকট উপঢৌকন প্রেরণ, সংসার চাদ এবং গুখ*াগণ, সংসার চাদ এবং তাহার সাহায্যকারী নালাগড়ের সামস্তের শতদ্রুর উত্তরাভিমুখে পলায়ন— গুখীগণ কর্তৃক কাঙ,ড়া অধিকার, রণজিৎ সিংহ কর্তৃক কাণ্ডরের পাঠান শাসন-কর্তার সিংহাসনচ্যুতি, আংশিকৰূপে মুলতান অধিকার, ১৮০৭ —রণজিৎ সিংহের অধীনে মোকুম চাদের কার্য গ্রহণ, ১৮০৭ —রণজিৎ সিংহের দ্বিতীয় বার শতদ্রু অতিক্রম, —দালিওয়ালা সম্প্রদায়ের শাসনকর্তার রাজ্য আক্রমণের জন্য রণজিৎ সিংহের ভয়ে ভীত সারহিন্দের সামস্তগণ, ১৮৭৮ –সারহিন্দের শিখগণ কর্তৃক ইংরাজদিগের নিকট সাহায্য প্রার্থনা, ইংরাজগণ স্পষ্টতঃ কোন সাহায্য প্রদানে স্বীকৃত হইলেন ন! ;—তাহাতে সামস্তগণ রণজিৎ সিংহের আশ্রয় গ্রহণ করিলেন, ১৮০৮-১ । —ফরাসী আক্রমণের কাল্পনিক মন্ত্রণা উপলব্ধি হওয়ায় শিখদিগের সম্পর্কে ইংরাজজাতির সাম্যনীতি অবলম্বন, সারহিন্দে সামস্তগণকে ইংরাজ কর্তৃক আশ্রয় প্রদান এবং রণজিৎ সিংহের সহিত ইংরাজদিগের মিত্রত স্থাপনের চেষ্টা, ইংরাজপ্রতিনিধি মেট কাফের লাহোর আগমন, যাহাতে ক্ষমতা সীমাবদ্ধ হয় সেরূপ কোন সন্ধি-সর্তে আবদ্ধ হইতে রণজিৎ সিংহের অসম্মতি জ্ঞাপন এবং শতদ্রুর পরপারে রাজ্যাধিকারে রণজিৎ সিংহের তৃতীয়বার উদ্যোগ, ১৮০৯ --শতদ্রুর অভিমুখে বৃটিশ সৈন্তের যাত্রা, ইংরাজদিগের উদ্বেগু কতকাংশে সংযত হওন ; শতদ্রু তীরস্থ উত্তরপ্রদেশ সমূহে রণজিৎ সিংহের আধিপত্য সম্বন্ধে ইংরাজদিগের নির্বন্ধতিশয্য, সন্ধি প্রস্তাবে রণজিৎ সিংহের সম্মতি প্রদান —ইংরাজদিগের সহিত সন্ধি স্থাপন, সারহিন্দে শিখরাজগণের অধীনতা স্বীকারে এবং সারহিন্দের ইংরাজদিগের প্রাধান্ত বিষয়ে যে সন্ধি হয়, তাহার সর্ত, ইংরাজদিগের আশ্রয়লাভে র্তাহারাই একমাত্র অধিকারী, সার ডেভিড অক্টারলোনি কর্তৃক সেই বিষয়ের প্রমাণ প্রদর্শন, আশ্রিত রাজগণের পরম্পর সম্বন্ধ, প্রাধান্য সংক্রাস্ত সত্ব বিষয়ে এবং ভিন্ন জাতি সংক্রান্ত নীতি সম্বন্ধে ইংরাজদিগের সংশয়, প্রথমে যে নীতি অনুস্থত হয়, সেই নীতির ভ্রমমূলক তিত্তি সম্বন্ধে সার ডেভিড অক্টারলোনির সরল স্বীকারোক্তি ।