পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Cobr শিখ-ইতিহাস র্তাহার করদ রাজন্তবর্গকে লাসা রাজ্য পরিত্যাগ করিতে অল্পমতি করিবেন । ১৮৪১ খ্ৰীষ্টাব্দের ১০ই ডিসেম্বর গারে সমর্পণের দিনস্থির হইল ; প্রধান লামার (Grand Lama) আধিপত্য সম্পূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠিত হইয়াছে কিনা, তাহ পর্যবেক্ষণ করিতে একজন ইংরাজ কর্মচারী তথায় গমন করিলেন । মহারাজ এবং তাহার অধীনস্থ রাজন্তবর্গ তাহাতে সম্মত হইলেন ; জোরাওয়ার সিংহের প্রতি প্রত্যাবর্তনের আদেশ প্রচারিত হইল। কিন্তু এই আদেশবাণী তাহার নিকট পৌঁছার পূর্বেই অথবা তদনুসারে কার্যসমাধা হওয়ার প্রারম্ভেই, নিদারুণ শীতে তিনি তিব্বতীয় সৈন্ত কর্তৃক পরিবেষ্টিত হইলেন । তিব্বতীয় সৈন্ত শীতে তুষার-বরফ-সমাচ্ছন্ন পথে চলিতে চির অভ্যস্ত। সমুদ্রতল হইতে স্বাদশ সহস্ৰ ফিট বা ততোধিক উচ্চ স্থানে নিদারুণ শীতকালে স্বশিক্ষিত লাস-সৈন্ত জারোয়ার সিংহকে অবরুদ্ধ করিল। ভারতীয় সমতলভূমে ও হিমালয়ের পাদদেশস্থ অধিবাসিগণ কাষ্ঠভাবে বিষম বিপদগ্ৰস্ত হইয়া পড়িল। শীতকালে তত্ৰত্য জলবায়ু অনুসারে খাদ্য-দ্রব্যের ন্যায় জালানি কাঠও বিশেষ আবগুকীয়। এমন কি, কেহ কেহ হস্ত উত্তপ্ত করিতে বন্দুকের কাঠস্তম্ভ পর্যন্ত জালাইয়া ফেলিয়াছিল। ডিসেম্বর মাসের মধ্যভগে যুদ্ধের দিন উপস্থিত হইল ; তখন সাংঘাতিক ও অশুভজনক বিরাম কালের মধ্যেই, তাহারা সকলে অসাড় ও অচেতন হইয়া পড়িল । তাহাঁদের সেনাপতি নিহত হইল ; কয়েকজন মাত্র প্রধান ব্যক্তি বন্দী হইলেন । কিন্তু অধিকাংশ সৈন্যই পর্বতশ্রেণীর পশ্চাদ্ভাগে অথবা গিরিসঙ্কটের অন্তরালে স্তুপাকারে ধ্বংস প্রাপ্ত হইল। এই পরাজয়ের সংবাদ শ্রবণ করিয়া, নেপাল সীমান্তস্থিত সমুদায় পশ্চাদ্বর্তী দৈন্ত পলায়ন করিল। কেহই এই সকল সৈন্তের পশ্চাদ্ধাবিত হইল না ; কিন্তু ১৬,০০০ ফিট উচ্চ পর্বতশ্রেণীর উপর দিয়া আলামোরা অভিমুখে তাহাদের অৰ্দ্ধসংখ্যক সৈন্য নিদারুণ শীতের কঠোর প্রকোপে মৃত্যুমুখে পতিত হইল ; অবশিষ্ট সৈন্তের অৰ্দ্ধাংশ বিকলাঙ্গ ও মুম্যু অবস্থায় ফিরিয়া আসিল ॥৪০ ১৮৪২ খ্ৰীষ্টাব্দের বসন্তকালে বিজয়ী চীন সৈন্য সিন্ধুনদের তীরভূমি পর্যন্ত অগ্রসর হইয়া, তাহাদের সমুদায় হত রাজ্য পুনরধিকার করিল। তাহারা ইহাতেই নিবৃত্ত হইল না ; অধিকন্তু লুদাক অধিকার করিয়া, তাহারা লের দুর্গ অবরোধ করিয়া রহিল। ‘কালমুক' এবং প্রাচীন শকপো’ অথবা শাকি জাতি, কাশ্মীর পুনরাক্রমণের বিষয় আলোচনা করিতে লাগিল ; “গ্রেটার” ও “লেসার” তিব্বতের তাতারগণ প্রতিশোধ প্রদেশে গমনের জন্য তাহারা জম্বুরোধ করিয়াছিল। ১৮৪১ খৃষ্টাব্দের ১৮ই আগষ্ট এবং ২৭শে অক্টোবর গ্নপর্ণমেণ্টের বরাবর মিঃ ক্লার্কের পত্র দ্রষ্টব্য। e• । এই লুদাক ব্যাপারের সংক্ষিপ্ত বিবরণে গ্রন্থকার প্রয়োজনমত অধিকাংশ স্থলেই ব্যক্তিগত । জ্ঞান ও প্রত্যক্ষের উপর নির্ভর করিয়াছেন। মানসরোবর যুদের যুদ্ধের অবসানে, পশ্চিম-দিকৰ BBBB BB BHBDDD DDDD DDS BBBD DBSBBDD BBD BDDD DDDL TDDD হওয়ার পূর্বেই, জালমোর অভিমুখে যে সকল সৈন্য পলায়ন করিতেছিল, তাছাদের দ্বারা সেই পরাজয় সংবাদ কলিকাতা ও পেশোয়ারে প্রচারিত হয়। *్న