পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজার জোয়াহীর সিংহের মৃত্যু :ፃ¢ ইতিপূর্বে গোলাপ সিংহকে জেলালাবাদ প্রদানের যে প্রস্তাব হইয়াছিল—মৃত্তন গবর্ণর-জেনারেল লর্ড এলেনবরা সে প্রস্তাব পরিবর্তিত ও রূপান্তরিত ভাবে গ্রহণ করিলেন। এতৎসম্বন্ধে তাহার মত প্রকাশিত হইলে, তিনি এই নীতি বিধিবদ্ধ করিলেন যে, ইংরাজ অথবা শিখ গবর্ণমেণ্ট কেহই হিমালয়ের পরপারে অথবা কাবুলের অন্তর্গত “সাক্কেদ কো” অতিক্রম করিয়া রাজ্য বিস্তার করিতে পারিবেন না। এক্ষণে দুরাশিদিগের সহিত মিত্রতা-বন্ধন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা জানিয়া, তাহাঁদের মন হইতে জান্মু এবং বারুকজায়িগণের ষড়যন্ত্রের ভয় বিদূরিত হইল। মহারাজের আদেশানুসারে গোলাপ সিং লুদাক পরিত্যাগ করিলেন। কিন্তু পঞ্জাবের অধীনতা স্বীকার করিয়া সম-সর্তে তিনি জেলালাবাদ গ্রহণ করিতে বাধ্য হইলেন।৭৬ তখন শিখগণ আর একটি আফগান রাজ্য অধিকার করিতে ইচ্ছা করিল। যাহা হউক, এই সমুদায় সর্তে গোলাপ সিং সন্তুষ্ট হইলেন না ; কাবুলে স্বতন্ত্র গবর্ণমেণ্টের বিষয় অনুমোদন সম্বন্ধে ইংরাজদিগের প্রকৃত মন্তব্য না জানিয়া, কোনরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া, শের সিং যুক্তিযুক্ত বলিয়া মনে করিলেন না।** এক্ষণে সা-স্বজার মৃত্যুতে এবং শের, সিংহের সন্দেহমূলক কার্যকলাপে ঐ দেশ পুনরধিকার করা তাহারা নিম্প্রোয়েজনীয় বলিয়া মনে করিলেন ; স্বভরাং ইংরাজদিগের ঘোষণাক্রমে ‘ত্রিপক্ষীয়” সন্ধি বিলুপ্ত হইল ॥৫৮ কিন্তু আফগান রাজধানী আক্রমণের বিষয় বিশেষ অবিশুকীয় প্রতিপন্ন হওয়ায় অতি বিজ্ঞতার সহিত সেই নীতি অবলম্বিত হইল।** তখন ইংরাজগণ দেখিলেন,—কাবুলে শীতকাল অতিবাহিত করিতে হইবে, তাহার অনেক সম্ভাবনাও রহিয়াছে। বিজয়ী সৈন্যদল ভারতবর্ষে প্রত্যাবর্তন না করা পর্যন্ত কেহই বিশ্বাস করেন নাই যে, ইংরাজগণ বৃহৎ একটি সাম্রাজ্য অধিকারের আশা পরিত্যাগ করিবেন। অতঃপর শিখগণ জেলালাবাদ গ্রহণে সম্মত হইল ; কিন্তু এই স্থান হস্তান্তরকরণের আদেশ জেনারেল পলকের নিকট পৌঁছার পূর্বেই, সেনাপতি দুর্গ ধ্বংস ৫৬। ১৮৪২ খৃষ্টাব্দের ২৭শে এপ্রিলের গবর্ণমেণ্টের বরাবর মি. ক্লার্কের পত্র। ৫৭। ১৮৪২ খৃষ্টাব্দের ১৮ই মে এবং ১৯শে জুলাই মিঃ ক্লার্কের বরাবর গবর্ণমেন্টের পত্র। ৫৮। সন্ধি-প্রস্তাৰে কোন এক পক্ষ অবলম্বন করিতে, শিখগণ যে পাণ্ডুলিপি প্রস্তুত করে, তাছাতে শিখজাতি সিন্ধুর আমীরগণ অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া উল্লিখিত হইয়াছে। কাবুলের শাসনকর্তার স্বীকারোক্তি অমুসারে শিখজাতি প্রধানতঃ এই সন্ধির মূলীভূত ; তাহারা পক্ষভুক্ত হওয়ার বিষয় কতকাংশে খণ্ডন করিয়াছে। যাহা হউক, এই সন্ধি কখনও নিম্পন্ন হয় নাই। ৫৯। যে ভাবে ইংরাজগণ আফগানিস্থান হইতে সৈন্ত ফিরাইয়া জানিয়াছিলেন, শিখজাতি সেই কু-প্রথা বা ঘূণাজনক বিষয়ের পুনঃপুনঃ উল্লেখ করিয়াছিল। (Mr. Clerk to Government, 19th July, 1842) যে সকল প্রধান ব্যক্তি, কাবুল আক্রমণের বিষয় প্রথমতঃ অতিশয় বিনীত ভাৰে জ্ঞাপন BBBBBS BS BBB BBDD DDDDS DBBtB BB BB BBB BBBCDD DDD DDS cuts offstwofotflota I (See his letter above quoted and also that of the 23rd April, 1842).