পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজীর জোয়াহীর সিংহের মৃত্যু aፃፃ সহিত সাক্ষাতের মনস্থ করিলেন । তৎকালে কৃতজ্ঞতা প্রকাশের ইচ্ছা বলবতী হওয়ায়,— তাহাতে জয়লাভেও সৌকর্য বিধান করায়, মহারাজ বন্ধুত্বের যে প্রমাণ নিয়ত প্রদান করিয়াছিলেন, তজ্জন্য গবর্ণর-জেনারেল নিজে তাহাকে ধন্যবাদ প্রদান করিবেন স্থির হইল । মহাসমারোহে সে উৎসব সম্পন্ন করিবার জন্য তাৎকালিক উদ্দীপনাবশে আরও স্থিরীকৃত হইল যে, কাবুল হইতে যে দুইটি সৈন্যদল যুদ্ধে জয়লাভ করিয়া প্রত্যাবর্তন করিতেছে, তাহার কোনরূপ উচ্ছৃঙ্খলতাচরণ না করিয়া, ইংরাজদিগের উদারতা ও সাম্যনীতির পরিচয় প্রদান করিবে। আলেকজান্দার এবং তাহার গ্রীক সৈন্যকর্তৃক পঞ্জাব প্রদেশ ম্যাসিডনের অস্তভূক্ত হওয়ার পর, আর এত অধিক ইউরোপীয় সৈন্য কখনও ভারত-ক্ষেত্রে একত্র সমবেত হয় নাই। শিখজাতি সাধারণত: এক কারণে সন্তুষ্ট হইয়াছিল ; যাহাতে পশ্চিম সীমাস্তে ইংরাজগণ উপস্থিত না হন, ভজন্তই এই সন্মিলনে, তাহারা বিশেষ চেষ্টা করিয়াছিল। কিন্তু অন্যান্য অবস্থায় ক্ষমতা ও ঐশ্বর্য বৈভব প্রদর্শনের সুবিধা পাইয়া, তিনি বিশেষ গর্বিত হইতে পারিতেন। শের সিং নিজে নিঃসন্দেহে লর্ড এলেনবরার সহিত সাক্ষাতের জন্য প্রতীক্ষা করেন নাই। তিনি শাসনকার্যে আপন অক্ষমতা বুঝিতে পারিয়াছিলেন ; শিখদিগের অত্যাচারের জন্য, এবং যে সকল রাজদ্রোহী আমীরগণ তৎকালে আপনাপন অদৃষ্ট চিন্তা করিয়া ভয়প্রকম্পিত হইয়াছিলেন, তাহাদের সহিত তিনি লিপ্ত হইয়াছেন সেই সন্দেহে, তাহাকে যে কৈফিয়ৎ প্রদান করিতে হইবে, তাহা ভাবিয়া তিনি অনর্থক ভীত হইলেন । পঞ্জাব প্রদেশ অধিকার করিলে যে, সমস্ত আফগানিস্থান সম্পূর্ণরূপ অধিকারের প্রথম সোপান গঠিত হইবে, ইহাই ভাবিয়া তিনি আকুল হইয়া পড়িলেন। শের সিংহের নিজের প্রতিও বিশ্বাস ছিল না । অনুচরগণের প্রতিহিংসাবৃত্তির চরিতার্থের ভয়েও তিনি বিশেষ ভীত হইয়াছিলেন। তাহাঁদের বিশ্বাস, শের সিং স্বার্থ-সাধনোদ্দেশ্যে খালসা সৈন্য উৎসর্গ করিতে যত্নপর। গবর্ণর-জেনারেলের সহিত মহারাজ সাক্ষাৎ করেন, ধীয়ান সিংহের তাহা অভিপ্রেত নহে। অধিকন্তু তিনি স্বভাবতঃই সন্দিগ্ধচিত্ত ছিলেন ; ধীয়ান সিংহের ভয় হইল তাহার প্রভু ইংরাজ প্রতিনিধিকে উত্তেজিত করিয়া তাহার ধ্বংস সাধনে প্রবৃত্ত হইবেন, অথবা তাহার বৈদেশিক প্রভুত্বের উচ্ছেদ সাধনে চেষ্টত হইবেন । শের সিং এবং তাহার মন্ত্রী উভয়েই উল্লাসিত হইলেন যে, যে মতবিরোধের জন্য লুধিয়ানার লেহন সিং মাজিথিয়ার বিশিষ্ট্ররূপ সমাদর করা হয় নিরাপত্তার জন্ত এবং ব্রিটিশ নামের গৌরবরক্ষা হেতু তিনি বাহ ভাল মনে করেন, (Resolution of Government, 6 Jan. 1842, ) তিনি তাহাই করিবেন। এইরূপ আদেশ প্রদান করিয়া, তিনি আপন যোগ্যতা ও গুণাবলীর সম্পূর্ণ পরিচয় দিয়াছিলেন। (Government, to Sir william Nott, 10th February 1842,}যাহা হউক, দোন্ত মহম্মদের মুক্তি-প্রস্তাবে লর্ড অকলাওই প্রশংসার cott, (Government to Mr. Clerk, 24th Feb. 1842.) wron sits erstoo "ta, ইংরাজগণের যে বিপৎপাত হওয়ার সভাৰন ছিল, তিনি যে তদপেক্ষ ঘোরতর বিপদাশঙ্কায় অভিভূত इरेब्रांहिtणन, cन खना ठिनि७ कठकांशrञ cन्नांशैौ । अंठमाडौ८ब्र वषयां निबूठौध्द्र श्रांडवग्न अंश*ब्र जना কাপুরুষোচিত মন্ত্রণার জন্যও তিনি কিয়ৎপরিমাণে অপরাধী।