পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રbr o শিখ-ইতিহাস পক্ষগুলিকে একতা-স্বত্রে আবদ্ধ করিতে অভিলাষী হইয়া, ইংরাজ গবর্ণমেণ্ট শুভ উদ্দেশুে অথচ অসম্ভব আশায় প্রাণোদিত হইয়া সিন্ধানওয়াল রাজগণের প্রতি পুনরায় অনুগ্রহ প্রকাশের অভিলাষ করিলেন। তাহাদিগের ভয়ে ইংরাজ প্রতিনিধিকে বিশেষু সতর্কত। অবলম্বন করিতে হইয়াছিল, এবং মহারাজ স্বয়ং ভীত ও সন্দিহান হইয়াছিলেন।৩৭ স্বাভাবিক অকপটতা হেতু শের সিং এইরূপ মিত্রতা-বন্ধনের বিরোধী ছিলেন না ; বরং জন্ম-রাজগণের সমবল সম্পন্ন এই রাজ পরিবারকে ক্রমে ক্রমে মিত্রতাস্বত্রে আবদ্ধ করিতে ইচ্ছা করিয়াছিলেন। ধীয়ান সিংহও তাঁহাদের প্রত্যাবর্তনে কোনরূপ বাধা দেন নাই । তিনি ভাবিয়াছিলেন, এক্ষণে মায়ি চাদ কোর ইহধাম ত্যাগ করিয়াছেন ; স্বতরাং র্তাহীদের দ্বারা বহু উদ্দেশু সাধিত হইবে । এইরূপে অজিৎ সিং এবং তাহার পিতৃব্য পুনরায় লাহোর রাজসভায় স্ব স্ব স্থান অধিকার করিলেন। এতৎসত্বেও ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের গ্ৰীষ্মকালে ধীয়ান সিং বুঝিলেন, মহারাজের উপর তাহার প্রতিপত্তি ক্রমশঃই হ্রাস হইয় আসিতেছে। এদিকে গুরমুখ সিংহের কুমন্ত্রণায় ভীত হওয়ারও ঠাহার অনেক কারণ ছিল। গুরমুখের ন্যায় একজন ব্যক্তি কর্তৃক জনসাধারণ উত্তেজিত হইলে, তাহার বিষময় ফলও তিনি উপলব্ধি করিতে পারিয়াছিলেন। অতঃপর মন্ত্রীবর পুনরায় বালক দলীপ সিংহের কথা আলোচনা করিতে লাগিলেন । তিনি সিন্ধানওয়াল রাজগণের মনে এই বিশ্বাস দৃঢ়বদ্ধ করিতে চেষ্টা করিলেন যে, কেবলমাত্র আপনাদিগের ধ্বংসের পথ প্রশস্ত করিতেই তাহারা লাহোরে আসিতে প্রলোভিত হইয়াছেন। ইতিমধ্যে অজিৎ সিং রাজার প্রিয় সহচর হইয়া উঠিলেন। এক্ষণে তিনি নিজে ক্ষমতা লাভের জন্য লালায়িত ; তিনি এবং তাহার পিতৃব্য লেহন সিংহ উভয়েই আপনাপন উদ্বেগু সাধনের জন্য মন্ত্রীবরকে পক্ষভূক্ত করিয়া লইতে কৃতসংকল্প হইলেন। তাহারা যেন সম্পূর্ণরূপে মন্ত্রর মতান্থবর্তী, তাহারা সেই ভাব প্রকাশ করিতে লাগিলেন, র্তাহারা বলিলেন, নিজ জীবন রক্ষার্থ তাহার শের সিংহের জীবননাশে প্রস্তুত । ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর, অজিৎ সিংহের আহরিত সৈন্যগণের নব-সম্প্রদায় পর্যবেক্ষণ করিতে, মহারাজ তাহার তথায় আগমন করিলেন ; বোধ হইল, সর্বশ্রেষ্ঠ একটি কামান উপঢৌকন স্বরূপ প্রদানের জন্য, প্রচলিত প্রথানুযায়ী অভিনন্দন গ্রহণের জন্যই যেন অজিত সিং মহারাজের নিকটবর্তী হইলেন । কিন্তু নিজ অস্ত্রোত্তোলন করিয়া মহারাজকে গুলি করিয়া মারিয়া ফেলিলেন। ঠিক এই সময়ে নির্মম লেহন সিং বালক প্রতাপসিংহেরও জীবন সংহার করিলেন। তখন মন্ত্রীকেই রাজা বলিয়া ঘেষেণা করিতে জ্ঞাতি-বন্ধুবৰ্গ, ধীয়ান সিংহের সহিত মিলিত হইয়া দুর্গ ৬৭। ১৮৪২ খ্ৰীষ্টাব্দের ৭ই এপ্রিল, গবর্ণমেণ্টের বরাবর ক্লার্কের পত্র ; এবং ১৮৪২ খ্ৰীষ্টাব্দের ১২ই মে YYB BDDB BBBBBB BB S BBeAD BBB DD BBB BBBBB BB BBB BBB BBBB cष नज cशन ठांश७ जडेवा ॥ svs० औडेॉप्कब्र खून भांप्न भि. क्लॉर्क श्रांशब्रांब cजक ना* शंवर्बि इन : সীমাপ্ত প্রদেশে লেফটেনাণ্ট-কর্ণেল রিচমও প্রতিনিধিরূপে উীহার স্থলাভিষিক্ত হইলেন। রিচমও একজন বিখ্যাত কর্মচারী ; অধুন। তিমি সরি জর্জ পলকের অধীনে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন।