পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজীর জোয়াহীর সিংহের মৃত্যু २b*9 অভিমূখে অগ্রসর হইল। চির-সতর্ক মন্ত্রী এক্ষণে আপনার কাজে আপনি ধরা পড়িলেন, তিনি এক্ষণে নিজ পাপকার্যের সহায়তাকারীগণের ক্রীড়া-পুত্তলীস্বরূপ রছিলেন, আধিকতর নির্জনে থাকিবার জন্যই যেন তিনি প্রিয় সহচর ও আজ্ঞাবহিগণ হইতে বিচ্ছিন্ন হইলেন। যে খৃষ্ট নির্লজ্জ রাজা কিছুকাল পূর্বে তাহাদের অদ্বিতীয় প্রভুর রক্তে হস্তরঞ্জিত করিয়াছিল, সেই রাজাই তাহাকে গুলি করিয়া হত্যা করিল।৬৮ বড়যন্ত্রকারিগণ এইরূপে নিজ নিজ কার্যে বিশেষ কৃতকার্য হইল ; কিন্তু তাচ্ছিল্যবশতঃ তাহারা মন্ত্রী-পুত্রকে নিহত অথবা কারারুদ্ধ করিল না। এদিকে মহারাজের হত্য সংবাদের জন্য সৈন্তগণ যেরূপ সত্ত্বই হইয়াছিল, ধীয়ান সিংহের মৃত্যুতে তাহারা তেমনই দুঃখিত হইল। বোধ হইল, তাহার ধীয়ান সিংহের হত্যার বিষয় কখনও মনে স্থান দেয় নাই। আপনার বিপদাশঙ্কায় হীরা সিং সস্তানোচিত কর্তব্য সাধনে উদ্বুদ্ধ হইলেন । যে তিনটি হত্যাকাও সাধিত হইয়াছিল, ভজন্য তিনি একমাত্র সিন্ধানওয়ালাদিগকেই ন্যায্যক্সপে অপরাধী করিতে পারিতেন। তাহাঁদের বন্ধু ও তাহার পিতার নৃশংস মৃত্যুর প্রতিবিধান করিতে সমর্থ হইলে, তিনি সৈন্যদিগকে যথেষ্ট পুরস্কার প্রদানের অঙ্গীকার করিয়াছিলেন। সৈন্যদল সকলেই তাহার আহবানে সম্মত হইয়া, অব্যহতির পরেই দুর্গ আক্রমণ করিল। শিখজাতির মধ্যে জাম্মর রাজগণের প্রাধান্যে বিদ্বেষ এত অধিক প্রবল ছিল যে, বিস্ময় ও ক্রোধের প্রথম উত্তেজনা তিরোহিত না হওয়া পর্যস্ত, যদি এই যৎসামান্য সৈন্য তিন চারি দিন সহ করিয়া থাকিতে পারিত, তাহা হইলে, নিশ্চই হীরা সিং প্রাণভয়ে পলায়ন করিতে বাধ্য হইতেন। কিন্তু দ্বিতীয় দিন অপরাহ্লে এই স্থান আক্রাস্ত হয়, আহত লেহন সিংহ নৃশংস রূপে নিহত হইলেন । এবং অজিৎ সিং সাহসিকতার সহিত উচ্চ প্রাচীর উল্লঙ্ঘনের চেষ্টা করায়, তথা হইতে পতিত হইয়া মৃত্যুমুখে পতিত হইলেন।৬৯ অতঃপর দলীপ সিং মহারাজ বলিয়া ঘোষিত হইলেন, এবং হীরা সিং উজীর পদে উন্নীত হইলেন । কিছুকালের জন্য তিনি সর্বেসর্ব হন ; সিন্ধানওয়ালাগণের সমুদায় রাজ্য সরকারে গৃহীত হয়, এবং শিখগণ তাহাদের বাসস্থান ধুলিসাৎ করিয়া ফেলে ; ভাই গুরমুখ এবং মিত্র বেলীরাম উভয়কে অনুসন্ধান করিয়া হত্যা না করা পর্যন্ত প্রতিহিংসা পরবশ যুবক নিবৃত্ত হইলেন না। প্রথম ব্যক্তির সম্বন্ধে তাহার এই বিশ্বাস জন্মিল যে, তিনি তাহার দৃঢ়-বিশ্বাসী প্রভুর মৃত্যুর সহায়তা করিয়াছেন এবং মন্ত্রী নিধন সাধনে উত্তেজনা বৃদ্ধি করিয়াছেন । দ্বিতীয় ব্যক্তির সম্বন্ধে তাহার ধারণা হইল যে, জাম্ম, পরিবারের প্রাধান্তের প্রবল বিরোধী হইলেও, তিনি সর্বদা মহারাজের বিশেষ প্রিয় ও অনুগ্রহভাজন হইয়াছিলেন ; লাহোর আগমন কালে সর্দার উত্তার সিং সিন্ধানওয়ালা দুর্গ অবরোধের সংবাদ জ্ঞাত হইয়া ধর্মপ্রাণ খ্যাতনামা ভাই বীরসিংহের প্রভুত্ব ঘোষণা করিয়া গ্রাম্য অধিবাসীগণকে উত্তেজিত করিতে চেষ্টা ৬৮। ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের ১৭ই ও ১৮ই সেপ্টেম্বর লেফটেনাণ্ট-কর্ণেল রিচমও গবর্ণমেণ্টের বরাবর ৰে পত্র ८लरथन ठांशॉरें अहेवा ! A S HHGB BDBB BBK BBBB BBBBSBBB BBDD DBBBBBB DDD B BB BDD করেন, এস্থলে তাঁহাই স্রষ্টব্য।