পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদীর জোরাহীর সিংহের মৃত্যু &bre ষে শিক্ষায় তাহার স্বভাব গঠিত হয়, এবং যে শিক্ষাবলে তিনি কার্যাবলী সম্পন্ন করিতেন, জীবনের শেষভাগে তিনি সেই নীতিই শিক্ষা করিলেন।78 যাহা হউক, তথাপি হীরা সিং ক্রমশঃ বিপদ-জালে জড়িত হইতে লাগিলেন। ফতে খ" টোয়ানা নামক এক ব্যক্তি ধীয়ান সিংহের একজন প্রিয়-সহচর ছিলেন । এই ব্যক্তিই নিজ প্রভুর প্রস্তাবিত হত্যাকাণ্ডে গুপ্ত মন্ত্রণাদাতা। যখন অজিৎ সিং একপক্ষে রাজাকে গ্রহণ করেন, তখন চতুরতার সহিত কু-অভিপ্রায়ে এই ব্যক্তি প্রচ্ছন্নভাবে অবস্থিতি করিতেছিলেন,— ইহাই সাধারণের অনুমান । যখন সৈন্যরাশি দুর্গ আক্রমণ করিল, তখন এই নগণ্য নেতা স্বদেশ ডেরা-ইসমাইল-ধ নামক স্থানে পলায়ন করিয়া রাজদ্রোহের স্বচনা করিতে চেষ্টা করিল। মূলতানের বিদ্রোহী ও দক্ষ শাসনকর্তা তাহার এইরূপ উদ্যমে উৎসাহ প্রদান করিতেছেন, তৎকালে তাঁহাই অনুমিত হওয়ায়, বিশেষ উদ্বেগ ও অধিকতর দুশ্চিন্তার কারণ হইল।” এই সমূদায় বিদ্রোহ দমনের উপায় অবলম্বন করিতে না করিতেই, কাশ্মীরা সিং এবং পেশোয়ার সিং নামক রণজিৎ সিংহের আত্মজ অথবা পোষ্যপুত্রদ্বয়, নাবালক দলীপ সিংহের প্রতিদ্বন্দ্বী হইয়া দাড়াইলেন । যখন আফগানদিগের দুইটি প্রদেশের নামানুসারে এই বালকদ্বয়ের নামকরণ হইয়াছিল, রণজিৎ, সিং তখন সেই দুইটি প্রদেশ অধিকার করেন, তখন মহারাজ র্তাহাদিগকে গ্রহণ করেন । তাহার এক্ষণে শিয়ালকোটে প্রকাশুভাবে প্রতিকূলতাচরণ করিয়া স্ব স্ব দল গঠন করিতে চেষ্টা করিলেন। যে কয়েকটি সৈন্যদল পেশোয়ার অভিমুখে গমনের আদেশ প্রাপ্ত হইয়াছিল তাহার এই যুবরাজদ্বয়ের সহিত মিলিত হইল ; একমাত্র শিখসৈন্য র্তাহাদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিল ; কিন্তু লাহোরের মুসলমান সৈন্যগণও ভ্রাতৃদ্বয়কে আক্রমণ করিতে অস্বীকৃত হইল। অতি কষ্টের সহিত ও একমাত্র গোলাপ সিংহের সাহায্যে শিয়ালকোট অবরুদ্ধ হইল। অতঃপর দেখা গেল, সেই যুবকদ্বয় কোন দলের অধিনায়কত্ব কার্যে সম্পূর্ণ অনভিজ্ঞ ; তাহাদিগকে দমন করিতে হীরা সিং আর কোন উদ্যোগ করিলেন না। মার্চ মাসের শেষ ভাগে তিনি দুর্গ অবরোধ পরিত্যাগ করিয়া, তাহাদিগকে মুক্তি দান করিলেন।’ত যাহা হউক, জোয়াহির সিংহের কৃতকার্যতায় সন্তুষ্ট হওয়ার কারণ, মন্ত্রীর অতি অল্পই ছিল ; এই সময়ে জোয়াহির সিং নিজ মুক্তির জন্য প্রহরীদিগের সহিত মন্ত্রণা স্থির করিয়াছিলেন, তাহারাও তাঁহাতে স্বীকৃত হইয়াছিল। রাজসভায় পূর্বপদ গ্রহণ করিতে অনিচ্ছুক হইলেও, তিনি তাহাতে সন্মত হইলেন। স্থূলতঃ, এই ৭s । ১৮৪৩ খৃষ্টাব্দের ২৮শে নবেম্বর লেফটনাণ্ট-কর্ণেল রিচমও, গবর্ণমেণ্টের বরাবর যে পত্র দেন, अइरण ठांश३ जठेवा । CCS CCCe gDBBB DDD DDDD BBDDBB BBBS BBBBBBB DDD B BB BDDS করেন, এস্থলে তাঁহাই স্রষ্টব্য। ". . -- ৭৬। ১৮ss খৃষ্টাব্দের ২৩শে ও ২৭শে মার্চ, লেফটনাণ্ট-কর্ণেল রিচমণ্ডের পত্র।