পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজীর জোয়াহীর সিংহের মৃত্যু २ॐ 9 না । ১৮৪৪ খ্ৰীষ্টাবের মার্চ মাসে তীর্থযাত্রার ভাণ করিয়া, লেহন সিং মজিখিয়া পঞ্জাব পরিত্যাগ করিয়া যান।** তখন যোগ্য ব্যক্তির অভাবে জন্মির রাজার অনুচর ব্ৰাহ্মণবংশীয় লাল সিং নামক একজন অযোগ্য ব্যক্তিকেই প্রধান পদে উন্নীত করা হয়। কিন্তু এই বক্তি অসদুপায়ে অসচ্চরিত্র রাণী বিন্দানের নীচ প্রবৃত্তির উপর আপনার প্রভাব বিস্তার করিয়াছিলেন,-পরে তাঁহাই বুঝা যায়। পণ্ডিত-প্রবর পুনরায় স্বাভাবিক উদ্ধতপ্রকৃতি হেতু অধৈর্য হইয়া, মহারাজের মাতার প্রতি অসম্মানসূচক বাক্য প্রয়োগ করিতে সাহসী হইলেন ; এৰুং রাণীর ভ্রাত জোহীর সিংহের প্রতি অবমাননা ও ঘৃণা প্রকাশ করিতেও তিনি কুষ্ঠিত হইলেন না । হঠকারী সৈন্তগণ রোষপরায়ণ রমণী এবং দুরাকাঙ্ক্ষ জোয়াহীর সিং কর্তৃক উত্তেজিত হইল। পূর্ববর্তী সর্দারগণের অযথা নিধন-সাধনে, খালসার সন্তান-সন্ততিগণ পূর্ব হইতেই উত্তেজিত হইয়াছিল ; এক্ষণে মহামহিম মহারাজের বিধবা পত্নী তাঁহাদের সকলের নিকট সামুনয়ে নিবেদন করিলেন। তখন হীরা সিং ও পণ্ডিত উভয়েই বুঝিতে পারিলেন, তাহাদের শাসনকালের অবসান হইয়া আসিয়াছে। ১৮৪৪ খ্ৰীষ্টাব্দের ২১শে ডিসেম্বর তারিখে র্তাহারা উভয়ে রাজধানী হইত্তে অকস্মাৎ পলায়ন করিয়া শিখ-সৈন্তের হস্ত হইতে মুক্তি লাভের চেষ্টা করিলেন। কিন্তু জাম্মুতে পৌছানর পূর্বেই তাহারা ধৃত ও নিহত হইলেন। র্তাহাদের সহিত মন্ত্রীর ভ্রাত সোহান সিং এবং বিজয়ী সেনাপতি লাভ সিং মৃত্যুমুখে পতিত হন। পণ্ডিত জালার পরিণাম স্মরণ করিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিতে লাগিলেন ; কিন্তু হীরা সিংহের মৃত্যুতে কতকটা শোব-চিকু প্রকাশিত হইল। কারণ, তিনি ন্যায্যক্লপে ৰ্তাহার মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করিয়াছিলেন, এবং পবিত্রভাবে ও মাধুর্যের সহিত র্তাহার বংশগত মহত্ব বজায় রাখিয়াছিলেন । ৯৫ - হীরা সিংহের শাসন-প্রণালী হঠাৎ ভগ্ন হওয়ায়, কিছুকাল রাজ্যমধ্যে বিশৃঙ্খলা উপস্থিত হইল। বোধ হইল, রাজ্যমধ্যে যেন দায়িত্ব জ্ঞান-সম্পন্ন কোন ব্যক্তি বর্তমান নাই। কিন্তু পরিশেষে ক্রমশঃ বুঝা গেল যে, জোয়াহীর সিং এবং রাণীর প্রিয়-পাত্র লাল সিং—উভয়েই শাসন-কর্তৃবর্গের মধ্যে অত্যাধিক ক্ষমতাশালী ।*৬ ইতিমধ্যে পেশোয়ার সিং ইংরাজদিগের নিকট হইতে পলায়ন করিয়াছিলেন । যখন তিনি শতঙ্ক অতিক্রম করিয়া পলায়ন করেন, তখন তিনি ইংরাজদিগের তত্ত্বাবধারণে ও আয়ত্ত্বাধীনে ৯৪ । লেহন সিং প্রথমতঃ হরিদ্বারে, তৎপরে বারাণসীক্ষেত্রে গমন করেন। অতঃপর তিনি গরাধাম, জগন্নাথ, এবং কলিকাতা পরিদর্শন করিলেন। যখন শিখদিগের মধ্যে যুদ্ধ উপস্থিত হয়, তখন লেহন সিং শেষোক্ত স্থানে বাস করিতে লাগিলেন। - 00S LLLL DDD DL DD ggB BBBDS DDBBBB BDDD DDD DDBBBS BB (Compare Major Broadfoot to Govt. 24th and 28th Dec. 1844.) ১৬। ১৮es খৃষ্টাবোৰ ২৪শে ও ২৮শে ডিসেম্বর তারিখে গবর্ণমেন্টের বরাবর ম্যাঙ্গর ব্রডফুট যে পত্ৰ aston, on sistèato, (Compare Major Broadfoot to Govt., 24th and 28th Dec. 1844. )