পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজার জোয়াহাঁর সিংহের মৃত্যু Հ*Ք হইলেন ; কিন্তু অতিরিক্ত ভূ-সম্পত্তি অথবা কনট্রাষ্টের (চুক্তি বা নিয়ম পক্সের ) জন্য লাহোর-কোর্ট যে দাবী করেন, তিনি তাহা দৃঢ়ৰূপে উপেক্ষা করিতে লাগিলেন ; এবং উত্তরাধিকারিত্বের সাধারণ নিয়মানুসারে দেয় অতিরিক্ত "নজরানা" অথবা সাহায্য প্রদানেও তিনি সেইরূপ আপত্তি করিলেন। অতএব গোলাপ সিংহের অধীনতা স্বীকারে অনতিবিলম্বে মূলতানের বিরুদ্ধে সৈন্য প্রেরণের প্রস্তাব হইল। ‘রেজিমেন্ট’ ও ‘ব্রাইগেড' সৈন্যদলের সমবেত পঞ্চায়েৎ-প্রমুখ “খালসা", এই প্রস্তাব অমুমোদন করিল। নবপ্রতিষ্ঠিত শাসনকর্তা এই প্রস্তাব শুনিয়া, অধীনতা স্বীকার করিতে বাধ্য হইলেন । ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এই বন্দোবস্ত হইল যে, সেই শাসনকর্তা ১৮,• •,• • • আঠার লক্ষ টাকা রাজাও স্বরূপ প্রদান করিবেন। চুক্তিপত্রে উল্লেখিত টাকার অতিরিক্ত টাকা প্রদানের দায় হইতে তিনি অব্যাহতি পাইলেন বটে ; কিন্তু প্রথম দাবীকৃত বিষয়ের বর্ণে বর্ণে পরিশোধ করিতে গিয়া, তিনি কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ হইতে বঞ্চিত হইলেন।১০৯ এক্ষণে পেশোয়ার সিংহের কার্যকলাপে নূতন উজীর বিশেষ উদ্বিগ্ন হইলেন। মুলতানের শাসনকওঁ তাহাকে যে বাধা প্রদান করেন, কিংবা গোলাপ যখন তাহার বিরুদ্ধে দণ্ডীয়মান হন, তখন হয়তো তাহার উদ্বেগ এত বৃদ্ধি হয় নাই । পেশোয়ার সিংহের কার্যকলাপে তাহার উদ্বেগের অবধি রহিল না। যুবরাজ আত্মাভিমানী, গর্বিত, ইন্দ্রিয়-পরবশ এবং ভীরু ছিলেন । কিন্তু রণজিৎ সিংহের ঘনিষ্ঠ আত্মীয় বলিয়া, শিখজাতি র্তাহার প্রতি অনুরক্ত ছিল। এক্ষণে গোলাপ সিং তাহার সৈন্যনিবাসে নিরাপদে থাকিয়া যুবরাজকে উৎসাহিত করিতে লাগিলেন। যখন জোয়াহীর সিং মহারাজকে লইয়া ব্রিটিশ রাজ্যে পলায়ন করিবার ভয় প্রদর্শন করেন, তখন যে দুইটি সৈন্যদল জোয়াহীর সিংহকে বন্দী করিয়াছিল, এক্ষণে সেই সৈন্যদলের সাহায্য প্রাপ্তি বিষয়ে তাহাকে নিশ্চয়তা প্রদান করিলেন । জোয়াহীর সিং ভবিষয়ে ভ্ৰক্ষেপ করিলেন না । পেশোয়ার সিংহকে বাধা প্রদান করা সম্বন্ধে সৈন্যদিগের বিচার ক্ষমতা রাজ্যের পক্ষে কতদূর হিতকর, তাহ তাহার মনে উদয় হইল না। আপনার অপমানই তাহার চিন্তার প্রধান কারণ হইয়া উঠিল। প্রভুত্বপদে প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই, তিনি অতি নির্মম ও নৃশংসের ন্যায় নাসিক ও কর্ণ ছেদন করিয়া, অপরাধী সৈন্যদলের সেনাপতিকে শাস্তি প্রদান করিলেন । পেশোয়ারা সিং ভাবিলেন, তাহাকে উৎসাহ প্রদান করা হইল। তিনি আপনার ষোধভূমি শিয়ালকোটে সৈন্য সংগ্ৰহ করিতে ১•৯ । এই অংশের ঘটনাবলী বর্ণনায়, গ্রন্থকার প্রধানতঃ নিজের সংক্ষিপ্তসারের উপর নির্ভর করিয়াছেন। ১৮৪০ খৃষ্টাব্দের নভেম্বর মাসে মূলতানে সিপাহী বিদ্রোহ হয়। গবর্ণর তাৎক্ষণাৎ BBBBBB BBBDDD DDDS DDDDS DDHHBBB BB DDBB BBBS BBB BB BDDSBB cशांन-eणि बर्दिउ श्छ। उांशप्ङ थांब्र क्रांaि *ङ tनछ निश्ऊ श्रेबांश्णि। cनeब्रांन बूगब्रांज »vae धुंडेi८भद्र बांशडे मां८न बांडां८क त्राङ्गप्र१ रूब्रिब्रl, ॐांश८क कांब्रांक्रक कप्बन, अवर नब्रवडौं बांप्न जांढशंब्र দরবারে তাহার সিংহাসন-প্রাপ্তির সমুদ্ৰায় গর্ত নির্ধারিত হয়।