পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さ>ァ শিখ-ইতিহাস অগ্রসর হইয়া বন্ধুকের গুলির এক আঘাতেই উজীরকে নিহত করিল।১১৪ ঠিক সেই সময়ে মন্ত্রীর তোষামোদকারী আর দুইজন ব্যক্তিকেও নিহত করা হইল বটে, কিন্তু কোনরূপ লুণ্ঠন বা হত্যাকাণ্ড সংসাধিত হইল না । বিচার-বিভাগের পবিত্রতা ও সাম্যনীতি অনুসারেই, এই বিচার কার্য সম্পন্ন হইয়াছিল; জনসাধারণ সকলেই তাহতে যোগদান করিয়াছিলেন। তখন জোয়াহির সিংহের মৃতদেহ স্থানাস্তরে লওয়ার আদেশ প্রচার হইল ; সহমরণের ঘোর বিভীষিকাময় এবং ভয়াবহ সম্মানের সহিত জোয়াহির মৃতদেহ ভস্মীভূত হয়। সম্ভবতঃ ভারতবর্ষে এই শেষবার সতীদাহ সংঘঠিত হইয়াছিল। জোয়াহির সিংহের মৃত্যুর পর, কেহই রাজ্য-মধ্যে প্রভুত্ব-ক্ষমতা পরিচালনা করিতে অগ্রসর হইলেন না। কিংবা স্বাধীন সৈন্যদলের নেতৃত্বপদে অধিষ্ঠিত হইতে ইচ্ছা করিলেন লা। কয়েক মাস মধ্যেই জামুর অসীম ক্ষমতাশালী রাজা শিখ-সৈন্তের হস্তে বন্দী হইলেন ; তাহারা মুলতানের শাসনকর্তাকে পরাজিত করিল –মূলতানের শাসনকর্তা তাহাদের অধীনতা স্বীকার করিতে বাধ্য হইলেন। মহারাজের ভ্রাতা নামে পরিচিত এক ব্যক্তির বিদ্রোহ দমিত হইল, এবং শিখগণ রাজ্যের ক্ষমত্তাপন্ন কর্মচারিগণের কার্যপ্রণালীর রীতিমত বিচার করিয়া তাহীদের দণ্ড-বিধান করিল । পেশোয়ারে এবং সীমান্ত প্রদেশের স্বপ্রসিদ্ধ আফগানদিগকে শাসনে রাখিবার জন্য, শিখগণ নানা উপায় অবলম্বন করিল বটে, কিন্তু তাঁহাতে কোনই ফললাভ হইল না। রাজা গোলাপ সিং, রাজধানীতে গমনের জন্ত পুনঃপুনঃ অমুরুদ্ধ হইলেন ; কিন্তু সৈন্যগণের কার্যকলাপে তিনি ও অপরাপর সকলেই যারপরনাই ভীত হইয়াছিলেন। উজীর অবর্তমানে রাণী বিমান স্বয়ংই শাসনসংরক্ষণ ও বিচারকার্য চালাইতে লাগিলেন । এইরূপ ব্যবস্থ-বন্দোবস্তে সৈন্তগণ কতক পরিমাণে সন্তুষ্ট হইল ; কারণ ‘কমিটি সমুহ ভাবিল যে, তাহার রাজ্যগুলিকে অধীন। রাখিতে সক্ষম । অধিকন্তু তাহারা খাজাঞ্চি দীননাথ, বেতনদাতা ভগবৎ রাম এবং চুরউদ্দীন নামক অপর ব্যক্তির প্রতিভা এবং সাধুতায় যথেষ্ট বিশ্বাস স্থাপন করিয়াছিল। শেষোক্ত ব্যক্তি, আপনার বৃদ্ধ এবং স্থবির ভ্রাতা উজীজ উদিনের স্থায়, ইংরাজদিগের সহিত সন্ধি এবং যুদ্ধাদির বিশেষ বিবরণ অবগত ছিলেন। সৈন্যগণ পূর্বেই বলিয়াছিল যে, এই তিন ব্যক্তির সহিত জোয়াহির সিংহের পরামর্শ করা কর্তব্য। কিন্তু দায়িত্ব-জানসম্পন্ন কর্মচারী আপন স্বযোগ-সুবিধা সকলই বুঝিতে পারিয়াছিলেন। এক্ষণে সৈন্তগণ ক্রমে ক্রমে ইউরোপীয়গণের সহিত যুদ্ধ করিতে উত্তেজিত হওয়ায়, রাজা লাল সিং উজীরপদে প্রতিষ্ঠিত হইলেন । সর্দার তেজ সিং সেনাপতিপদে ( Commander-inchief) পুনরায় নির্বাচিত হইলেন। ১৮৪৫ খৃষ্টাব্দে নভেম্বর মাসের প্রথমে এই সমুদায় ు স্ব স্ব কার্যে নিযুক্ত হইলেন।১১৫ »s Compare Major Broadfoot to Government 26th Sept, 1845. Agoal oth বাইতে পারে যে, শিখ জাতির সাধারণ বিশ্বাস ছিল, জোয়াহির সিং ইংরাজদিগকে জানিবার জন্য প্রস্তুত ছিলেন ; এবং খালসার প্রতিও উাহার সন্দেহ ছিল। * ssé ।। 4हे अश्नं अंइकांब्र, शफ़ेनांगली पं*नांका निरबब्र नशकिख নেটই &थषांनष्ठ६ जवळचन করিয়াছেল ।