পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ \oe l কলাপে বিপদ সম্ভাবনা প্রকাশ পাইল, তিনি প্রায় একরূপ স্বীকার করিলেন যে, শিখদিগের সহিত প্রতিযোগিতা আরম্ভ হইয়াছে ॥১৪ শতক্রর পূর্বদিকে জনপদসমূহ সম্বন্ধে এবং বিশেষ বিশেষ ঘটনায় যে সকল উপায় অন্থস্থত হইত, তদ্বিষয়ে ম্যাজর ব্রডফুট যে মত অবলম্বন করিয়াছিলেন এবং পরে প্রধান গবর্ণমেণ্ট যাহা গ্রহণ করিয়াছিলেন, কতক পরিমাণে র্তাহাদের সেই মত সমর্থন করা যাইতে পারে। বস্তুত:, কাল্পনিক ও অপ্রকৃত কারণাঙ্গুসারে, অথবা সার ডেভিড অকৃটারলোনির অনিশ্চিত ঘোষণা দ্বারা কিংবা রণজিৎ সিংহের প্রভেদব্যঞ্জক নির্বদ্ধতিশয়ের ফলে, এই কার্য-প্রণালী অবলম্বিত হইয়াছিল। আরও বিশ্বাস হুইল যে, বিরোধীয় রাজ্যাংশ যদি পরিত্যাগ করাই অভিপ্রেত হয়, তাহা হইলে, বিনা অস্ত্রধারণেই ঐ স্থান অতি সহজেই পরিত্যাগ করিতে বাধ্য করা যাইতে পারিবে। কিন্তু ম্যাজর ব্রডফুটের প্রতিকার্যে ইংরাজ গবর্ণমেণ্টের পূর্ব-কল্পিত স্থির প্রতিজ্ঞতার পরিচয় পাওয়া যাইতে লাগিল, এবং হিতৈষণা অপেক্ষা বরং শক্রতার ভাবই অনুভূত হইল ॥১৫ এদিকে শিখগণও তাঁহাদের সাহায্যকারী কর্তৃক চারিদিকে সন্ত্রস্ত হইতে লাগিল । ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের গ্রীষ্মকালে মুলতান হইতে কতকগুলি অশ্বারোহী সৈন্ত, বহুসংখ্যক দস্যবৃন্দের অনুসরণ করিয়া, সিন্ধুরাজ্যে কয়েক মাইল পর্যন্ত অগ্রসর হইল। সিন্ধুনদ ১৪। পঞ্জাবের তাৎকালিক অবস্থানুসারে প্রত্যেক পোত-সমষ্টির সহিত এক এক জন ইউরোপীয় কর্মচারীর অধীনে সৈন্যদল প্রেরণের আবগুক হইল। যাহা হউক, তৎকালে ক্ষুদ্র ক্ষুদ্র লৌহনির্মিত জলযান, প্রহরী সৈন্যের বিনা সাহায্যে শতদ্রু নদীতে গমনাগমন করিতে পারিত ; একখানি পোত ফিলোলের কামান দ্বারা স্বসজ্জিত হইতে অনেক দিন তথায় অবস্থান করিতেছিল ; শিখগণ তৎপ্রতি সৌজন্য প্রদর্শন ভিন্ন পক্ৰতাচরণ করে নাই। ১৪। ভারতের ইংরাজগণ সাধারণতঃ মনে করিতেন,—ম্যাজর ব্রডফুটের নিয়োগেই শিখদিগের সহিত যুদ্ধ-সম্ভাবনা অধিক হইয়াছিল। সকলেরই দৃঢ় বিশ্বাস এই যে, যদি মিষ্টার ক্লার্ক রাজ প্রতিনিধি পদে অধিষ্ঠত থাকিতেন, তাহা হইলে বোধ হয়, শিখদিগের সহিত যুদ্ধ বাধিত না। ম্যাজর ব্রডফুটের স্বহন্ত-লিখিত পত্রাদি হইতেই সম্ভবতঃ জানা যায় যে, ম্যাজর ব্রডফুট, শিখদ্বিগের শক্রমধ্যে পরিগণিত হইয়াছিলেন। ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের ৯ই মার্চ তিনি লিখিয়াছিলেন,—“মূলতানের শাসনকর্তা ম্যাজরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যদি শিখগণ (লাহোর সৈন্ত) তাহাদের দাবী অনুসারে মূলতানের শাসনকর্তাকে বলপুৰক বহুত স্বীকার করাইতে তদ্বিরুদ্ধে অন্ত্র-ধারণ করে, তাহা হইলে মূলতানের শাসনকর্তা কি উপায় অবলম্বন করিবেন ? কিন্তু সাধারণ অবস্থায় একজন রাজপ্রাধান্ত-অস্বীকারকারী ভূত্য, তাহার প্ৰভু ও ইংরাজদিগের মধ্যে বন্ধুত্ব-রক্ষণকারীকে এইরূপ প্রশ্ন জিজ্ঞসা করিতে পারে, তাহা সম্ভবপর বলির অনুমিত হয় না। বাহা হউক, ম্যাঙ্গর ব্রডফুট, দেওয়ান মূলরাজের প্রস্তাবেই পুনরায় সম্মত হইতেন বলিয়া বোধ হইল। কারণ ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের ২৯শে নভেম্বর যখন তিনি পঞ্জাবের সহিত কোনরূপে সংস্রবযুক্ত কর্মচারীগণকে লিখির জানাইলেন যে, ইংরাজদিগের অধিকৃত রাজ্যগুলি আক্রাপ্ত হইবার নিতান্ত সম্ভাবনা। তখন তিনি প্রকৃত বীর এবং সব-সময়ে স্বলজ্জিত সার চার্লস নেপিয়ারকে বলিলেন যে, মূলতানের শাসনকর্তা স্বয়ংই নিজ রাজাসমূহ এবং সিন্ধুদেশ শিখদ্বিগের আক্রমণ হইতে রক্ষা করিবেন। -छैiशांब्र अरे निष्क्रब्रछ यशांप्न विचांग अधिण cष, उँiशांब्रां यूणठांप्नब लांननकर्डीटक लांग्रहांरब्रव्र जर्षीनष्ठ হইতে মুক্ত করিতে এবং শিখজাতি হইতে র্তাহাৰে স্বতন্ত্র রাখিতে সমর্থ হইয়াছেন।